Power Grid Recruitment 2023 – বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন করুন।

দেশের সকল শিক্ষিত বেকার কর্ম প্রার্থীদের জন্য ফের সুখবর ঘোষণা করল সরকারি সংস্থা তথা Power Grid Recruitment 2023 Authority. কয়েকদিন আগেই এই বিষয়ে এক Power Grid Recruitment 2023 বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে কয়েকশো ছেলে মেয়েকে কাজে নিয়োগ করা হতে চলেছে এখানে। নিয়োগ হবে সমগ্র দেশের বিভিন্ন এলাকায়। তাই যেকোনো প্রান্তের নারী-পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এখানে। দেখে নিন এই নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং বিভিন্ন শূন্যপদ সম্পর্কে।

Power Grid Recruitment 2023

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের বিবরণ

কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ সংস্থা পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে শূন্যপদ পূরণের কথা এখানে বলা হয়েছে তার নাম হলো অফিসার ট্রেনি (Law) । মোট শূন্য পদ রয়েছে ১০ টি (সাধারণ – ৫, EWS- ১, OBC -২, SC – ১, ST- ১, PwBD – ১)। আরো বিস্তারিতভাবে জানার জন্য অনুরোধ করা হচ্ছে বিজ্ঞপ্তি দেখতে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

Power Grid Recruitment 2023 আবেদনকারীদের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের অধীনে Law বিভাগে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে নূন্যতম ৬০% নম্বর সমেত।
এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সীমার মাপকাঠি হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। বয়স সীমা হিসাব করতে হবে ২৯ নভেম্বর ২০২৩ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে নির্দিষ্ট কিছু বছরের ছাড় দেওয়া হয়েছে। বয়সসীমা সম্পর্কে আরো বিশদে জানতে হলে বিজ্ঞপ্তি চেক করুন।

আবেদন পদ্ধতি

Power Grid Recruitment 2023 এ আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য,
১. প্রথমে রাজ্য বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.powergrid.in ভিজিট করতে হবে।
২. যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা নেই তারা নাম, বৈধ ইমেইল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩. এরপর প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৪. তারপর Career অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়োগের লিংকটি খুঁজে পাবেন।
৫. এর পাশেই থাকবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক এবং তার পাশে থাকবে আবেদন করার লিঙ্ক।
৬. আবেদন করার লিংকে ক্লিক করুন।
৭. তারপর যে আবেদনপত্র দেখতে পাবেন সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিন।
৮. তারপর প্রয়োজনীয় নথিপত্রের প্রমাণ স্ক্যান করে আপলোড করে দিন।

৯. সবশেষে নির্দিষ্ট আবেদনমূল্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউ পি আই বা নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে জমা করে সাবমিট করে দিলেই আবেদনের কাজ শেষ। নিজের নিজের আবেদনপত্র ও পেমেন্ট রিসিপ্ট কপির একটি প্রিন্ট বের করে নিন।
আবেদন মূল্য সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য তা ফ্রি।

প্রয়োজনীয় নথিপত্র

১. এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
২. যে কোন এক কপি পরিচয় পত্রের প্রমাণ।
৩. যেকোনো এক কপি বয়সের প্রমাণ।
৪. জাতিগত শংসাপত্র যদি থাকে।
৫. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

বেতন ক্রম

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থার অধীনে (WBPDCL) এই চাকরিতে যে সকল প্রার্থীরা শেষ পর্যন্ত নিয়োগ পাবেন তাদেরকে প্রথম এক বছর ট্রেনিং পিরিয়ড চলাকালীন প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। তবে পরে যখন স্থায়ী ভাবে তারা নিয়োগ পেয়ে যাবেন তখন এই বেতন বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে। বিভিন্ন পদের ক্ষেত্রে বেতন সীমা বিভিন্ন রকমের। তবে সবক্ষেত্রে থাকছে প্রভিডেন্ট ফান্ড, ডিএ, টিএ, এইচআরএ ইত্যাদি সুযোগ-সুবিধা।

Click Here

নিয়োগ প্রক্রিয়া

১. CLAT 2024 পরীক্ষার ভিত্তিতে এখানে প্রথম নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এজন্য কোর্সের অধীনে প্রার্থীদের ভর্তি হতে হবে। তারপর তাদের একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পাওয়া ব্যক্তিরা মনোনীত হবেন পরের পর্যায়ের জন্য।
২. উপযুক্ত প্রার্থীদের শর্ট লিস্ট করে ডাকা হবে গ্রুপ ডিসকাশন এর জন্য। এখানেও থাকবে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর। যারা সেটি পেতে পারবেন তারাই নির্বাচিত হবেন পরের পর্যায়ে যাবার জন্য।
৩. শেষ পর্যায় হলো ইন্টারভিউ। এখানে পৃথকভাবে প্রত্যেক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। এই পর্যায়ে তথা মোট তিনটি পর্যায়ে মিলিয়ে যারা উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে কাজে নিয়োগ দেবে সংস্থা।

আরও পড়ুন, বহুদিন পর রাজ্যে আশা কর্মী ও হেল্পার নিয়োগ। নিজের জেলাতেই হবে চাকরি।

আবেদনের সময়সীমা

Power Grid Recruitment 2023 নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত ৯ নভেম্বর ২০২৩ থেকে। এই আবেদন চলবে ২৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। এই আবেদনের তারিখ ফুরোবার আগেই ঝটপট আবেদন সেরে ফেলুন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button