আবার আধার কার্ড মোবাইল লিংক করতে হবে, বাড়ি বসে কিভাবে করবেন শিখে নিন।
কয়েকমাস আগে প্যান আধার লিংক (Aadhaar Pan Link) নিয়ে তোলপাড় হয়েছিলো সারা দেশ। আর এবার আধার কার্ড মোবাইল লিংক (Aadhaar Mobile Link) বা আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর লিংক করতে হবে। যারা এখনও করেন নি, তারা এখন বাড়িতে বসে, করে নিতে পারবেন। নিজের মোবাইল থেকে সহজেই কিভাবে করবেন, শিখে নিন।
ঘরে বসে আধার কার্ড মোবাইল লিংক
আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক নেই? অথবা, আধার কার্ডের পুরনো নম্বর বদলে নতুন নম্বর দিতে চান? তাহলে তাড়াতাড়ি প্রতিবেদন টি দেখে নিন।
আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করাতে অথবা মোবাইল নম্বর পরিবর্তন করতে আপনাদের আধার সেন্টার বা পোস্ট অফিস এ যেতে হত। এখন আর সেই লম্বা লাইন এ দাঁড়িয়ে মোবাইল নম্বর লিংক অথবা পরিবর্তন করতে হবে না।
আধার কার্ডের মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন বাড়িতে বসে কিভাবে করবেন, তা জানার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের আসেপাশে কোথায় আধার সেন্টার আছে ও কোন সেন্টার এ আধার কার্ডের কী কী কাজ হয়?
Aadhaar Center near me
নিকটবর্তী কোথায় আধার সেন্টার আছে তা দেখার পদ্ধতি:-
1) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইট এ আসতে হবে। এটি আধার এর অফিসিয়াল ওয়েবসাইট।
2) এরপর Locate enrollment center ক্লিক করুন।
3) পরের পেজে তিনটি অপশণ দেখতে পাবেন। একটি state ,postal code, search box। আপনি যেই মাধ্যমে দেখতে চান নিকটবর্তী কোথায় আধার সেন্টার আছে তা সিলেক্ট করে ফিলাপ করে সাবমিট করলেই চলে আসবে।
আধার কার্ড মোবাইল লিংক আপডেট
আধার কার্ডে মোবাইল নম্বর লিংক বা মোবাইল নম্বর পরিবর্তন:-
1) প্রথমে আপনাকে india post payment bank অফিসিয়াল ওয়েবসাইট এ আসতে হবে।
2) এরপর IPPB customer অপশন ক্লিক করুন।
পরবর্তী পেজ aadhar mobile update বাক্স এ টিক মার্ক দিন।
আরও পড়ুন, রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানায় পশ্চিমবঙ্গের তিনটি ব্যাঙ্ককে কড়া শাস্তি, গ্রাহকের টাকার কি হবে?
3) এরপর নিচে নাম, ঠিকানা,মোবাইল নম্বর,gmail I’d, pin code, post office সিলেক্ট করে সাবমিট করুন।
4) আবেদন হয়ে গেলে india post payment bank এর থেকে 1 / 2 জন আধিকারিক আপনার দেওয়া ঠিকানায় চলে আসবে , আর আপনাকে আধার কার্ড মোবাইল লিংক করিয়ে দেবে। এজন্য আপনাকে 50 টাকা charge দিতে হবে।
100 দিনের কাজের টাকা একাউন্টে ঢুকেছে কিনা চেক করুন বাড়িতে বসে, জেনে নিন কীভাবে?
এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে যেসমস্ত লিংক করাতে হবেঃ
আধার নম্বরের সাথে জমি বাড়ির দলিলের লিংক, বার্থ ও ডেথ সার্টিফিকেট এর সাঠে আধার লিংক। আর আধার নম্বর দিলেই সরকার দেখতে পাবেন সেই বাক্তির কি কি রয়েছে। আধার কার্ড মোবাইল লিংক এবং সমস্ত রকম আধার লিংক বিষয়ে আপনার কোনও মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং নিয়মিত আরও তথ্য পেতে সুখবর বাংলা ফলো করুন।
খুব সুন্দর উপস্থাপনা 🙏 অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন।