SBI Loan – মাত্র 5 মিনিটে লোন দিচ্ছে স্টেট ব্যাংক। Home Loan, Car Loan, Personal Loan কিভাবে পাবেন জেনে নিন।
আর চিন্তা কীসের? হাত পাতলেই টাকা দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI). SBI Loan কিভাবে পাবেন, কি কি নিয়ম রয়েছে, জেনে নিন। এবং লোন নেওয়ার আগে ব্যাংকিং ও RBI এর কি কি শর্ত রয়েছে, কত শতাংশ সুদ (SBI Loan interest Rate Calculator) দিতে হবে, আবেদনের আগে নিশ্চিত হয়ে তারপর আবেদন করুন।
SBI Loan : Home Loan, Car Loan, Personal Loan
কথায় বলে, টাকা দিলে কি না মেলে। সত্যিই তাই, টাকা ছাড়া এক মুহূর্ত চলা মুশকিল। জীবনের সবকিছুতেই প্রয়োজন টাকার। আর তাই সমস্ত মানুষ দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু হাড়ভাঙ্গা খাটুনি করার পরেও প্রয়োজন অনুযায়ী টাকা কি উপার্জন করতে পারছেন? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হবে, না।
আর তার ফলে অধিকাংশ মানুষের ইচ্ছা পূরণ হয় না। হয়তো একটা ছোট্ট বাড়ি কিংবা ছোট্ট একটা গাড়ির স্বপ্ন দেখেন অনেকেই। স্বপ্ন দেখলেই তো হবে না, তা বাস্তবায়িত করার জন্য প্রয়োজন টাকার। এবার কিভাবে সেই স্বপ্নকে সফল করতে পারেন, তারও উপায় রয়েছে। বর্তমানে যে কোনো সম্পদ ক্রয়ের জন্য ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লোন (Home Loan, Car Loan, Personal Loan) দেয়।
আর সেই লোন নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট EMI দিয়ে শোধ করতে হয়। তবে লোন চাইলেই কি আর পাবেন? তা তো নয়, বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ঋণ চাইতে গেলেই একটা লম্বা ফিরিস্তি এসে পড়ে। প্রচুর শর্ত দেওয়া থাকে। এবার তা পূরণ করে লোন নেওয়ার মতো পরিস্থিতি হয়তো সবার থাকে না।
আবার কেন লোন নেবেন, কিসের জন্য নেবেন, কত দিনে শোধ করবেন, কিভাবে দিতে পারবেন, তার একেবারে সমস্ত হালহকিকত যেন জানতে চায় ব্যাঙ্ক। কারণ তারাও ব্যবসা (Business) করছে। তবে এরকম একটা পরিস্থিতির মধ্যেও সুখবর রয়েছে। লোন (SBI Loan) চাইলেই খুব সহজেই পেয়ে যেতে পারেন। এক চুটকিতেই লোন এর আবেদন করলে তা মঞ্জুর হয়ে যাবে।
হ্যাঁ, এরকম সুবিধাই দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) একবার দেখে নেওয়া যাক, কিভাবে SBI Loan বা এসবিআই তে লোনের জন্য আবেদন করলে খুব সহজেই মঞ্জুর হয়ে যেতে পারে। তবে লোন নেওয়ার আগে ব্যাংক নিশ্চিত হয়ে নেয়, যে টাকা আপনি লোন নিচ্ছেন সেটা কি আপনি ফেরত বা শোধ করতে পারবেন কিনা। এবার জেনে নিন স্টেট ব্যাংক থেকে যেসমস্ত লোন পাওয়া যায়।
SBI Loan Schemes:
- Pradhan Mantri Mudra Yojana
- SBI Personal Loan
- SBI Home Loan
- SBI Car Loan
- SBI Gold Loan
Pradhan Mantri Mudra Yojana
১. প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana):
ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলেই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় লোন পেতে পারেন। খুব সহজ শর্তে SBI- এর পক্ষ থেকে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন দেওয়া হয়।
কত টাকা পাওয়া যাবে মুদ্রা যোজনায় (PM Mudra Yojana Loan Amount):
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা প্রয়োজন অনুযায়ী লোন পেতে পারেন। এক্ষেত্রে ব্যাংকের তরফে যে সমস্ত নিয়ম রয়েছে তা একবার দেখে নিতে হবে।
State Bank of India Personal Loan
2. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন (State Bank of India Personal Loan):
এস বি আই এর তরফে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় যেমন ঋণ দেওয়া হচ্ছে, ঠিক তেমনি SBI পার্সোনাল লোন খুব সহজ শর্তেই গ্রাহকদের দিচ্ছে। সহজ কিছু শর্ত মেনে নিলে নিয়ম অনুযায়ী এসবিআই পার্সোনাল লোন পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের 3% ইনক্রিমেন্ট ঘোষণা, কার কত বেতন বাড়লো হিসাব দেখুন।
কত টাকা পাবেন পার্সোনাল লোনে (SBI Loan Personal Loan Amount):
পার্সোনাল লোন এর ক্ষেত্রে খুব সহজেই 10 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের কাছে ঋণের বিস্তারিত ব্যবহার সম্বন্ধে জানাতে হবে। তার অর্থ, এই টাকা নিয়ে আপনি কোথায় কিভাবে কাজে লাগাবেন, সেই বিষয়টিও ব্যাংক কর্তৃপক্ষ জানতে চাইবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এসবিআই পার্সোনাল লোন সাধারণত সরকারি চাকুরিজীবী গ্রাহকদেরই দেওয়া হয়ে থাকে। আর এক্ষেত্রে ব্যাংকের সিবিল স্কোর (Cibil Score) খুব ভালো হতে হবে।
৩. একসঙ্গে এসবিআই এর জোড়া ঋণ ( Same Time 2 SBI Loan):
এক্ষেত্রে এসবিআইএর প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ৫০ হাজার টাকা লোনের আবেদন করতে পারেন। আবার তার পাশাপাশি এসবিআই পার্সোনাল লোন ১০ লক্ষ টাকা পর্যন্ত খুব সহজেই নিয়ে নিতে পারেন। এবার দুটি স্কিম থেকে লোন নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র SBI ব্যাংকে জমা দিতে হবে।
তাহলে খুব সহজ শর্তেই এসবিআই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সঙ্গে পার্সোনাল লোন মঞ্জুর করে দিতে পারে। আর তারপরে নির্দিষ্ট সময়ে EMI দিয়ে সেই লোন পরিশোধ করতে পারেন। এস বি আই এর এই লোন নিয়ে প্রয়োজনীয় কাজ সহজেই মিটিয়ে নেওয়া সম্ভব।
হোম লোনের সুদের হার কত?
ষ্টেট ব্যাংকে হোম লোনে সুদের হার ৮.৫০ থেকে ৯.৪৫% পর্যন্ত।
পার্সোনাল লোন কি?
গ্রাহকের ব্যাক্তিগত প্রয়োজনে গ্রাহকের আয় ও পরিশোধের ক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট পরিমান পরজন্য ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন দিয়ে থাকে। এক্ষেত্রে কোনও বন্ধক রাখতে হয়না, আয়ের উপর ভিত্তি করে এই লোন দেওয়া হয়।
Which bank has cheapest home loan?
It depends on customers CIBIL score and others conditions. At presents Indian Bank, HDFC Bank, Punjab National Bank is offering minimum interest rate from 8.45% to 9.20% on home loan. And SBI Loan interest rate is 8.50% to 9.45%.
আরও পড়ুন, জমি কেনা বেচার নয়া নিয়ম। জমি কেনার আগে এই বিষয়গুলো যাচাই করুন, নাহলে পরে ঠকতে পারেন।
SBI, Loan,পেতে গেলে খুব সহজ উপায় (১) নুতন জুতা কিনুন সেটা চপ্পল হলে ভালো হয় না হলে চামড়া জুতা নিতে পারেন। (২) প্রতিদিন ওয়ারেস বা নুন চিনি জল সঙ্গে নেবেন। (৩) সাথে ওনাদের কথা শোনার পর শরীরের ঘাম মোছার জন্য কাপড় বা গামছা সঙ্গে রাখবেন (৪) কিছু দেবার মানসিকতা নিয়ে যাবেন (৫) কন্ট্রাকউচুয়াল স্টাফ যাবেন না লোন পাবেন না আপনার যাই থাকুক, মোস্ট ফর চোর ব্যাঙ্ক এরা তেলা মাথায় তেল দিতে খুব ভালো বাসে। সুস্থ থাকবেন ভালো থাকবেন।
SBI এর এইসব প্রলোভন,, জুতো ছিঁড়ে যাবে লোন পাওয়া যাবে না,,,এতই যদি SBI ভাল পরিষেবা দিত তাহলে প্রাইভেট বেংক গুলোর এত রমরমা বেপসা করত না