TATA Scholarship 2023 (টাটা স্কলারশিপ)

দুর্দান্ত একটি প্রাইভেট স্কলারশিপ Tata Scholarship

টাটা গ্রুপ এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থার যৌথ উদ্যোগে নতুন স্কলারশিপ (Tata Scholarship) দেওয়া শুরু হয়েছে। যার ফলে দেশের যেকোনো প্রান্তের দু:স্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বহু সময় দেখা যায়, মেধাবী হওয়া সত্বেও উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যেকোনো উচ্চশিক্ষার কোর্স করতে গেলে যে ধরনের পড়াশোনার খরচ হয়, সকলের পক্ষে করা সম্ভব হয় না।

আর সেই দিকে নজর দিয়েই অন্যান্য বেসরকারি সংস্থার মতো TATA গ্রুপ এবং অন্যান্যরা মিলে এই স্কলারশিপ দেওয়ার বন্দোবস্ত করেছে। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র-ছাত্রীরা সায়েন্স, কমার্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল (Vocational), প্রফেশনাল (Professional) বা অন্যান্য যেকোনো কোর্সে পড়াশুনা করতে চাইলে তার জন্য যাবতীয় খরচ এই স্কলারশিপ থেকে নিতে পারবেন। এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত একবার জেনে নেওয়া যাক:

স্কলারশিপটির নামঃ ফাউন্ডেশন ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যান্ড অ্যাক্সেস Foundation for Academic Excellence and Access Tata Scholarship.
স্কলারশিপটি দিচ্ছে TATA Group এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থা। ২০২৩-২৪ সালে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে।

Tata Scholarship এ আবেদনের যোগ্যতা:

  • ভারতবর্ষের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  • SC,ST,OBC এবং BPL ক্যাটাগরি ভুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ পাবেন।
  • জেনারেল কাস্ট (General Cast) এর ছাত্র-ছাত্রীরা ৯০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে তবে এই স্কলারশিপের সুবিধা পাবেন।
click here png 1

কিভাবে আবেদন করবেন:

এর জন্য প্রথমে FAEA-এর অফিসিয়াল ওয়েবসাইট faeaindia.org তে যেতে হবে।
এরপর নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
তারপর জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে Login করতে হবে।
এরপর Personal Details, Social Details, Educational Details এবং Academic Details দিতে হবে।
এবার Refference Details দিয়ে ফরম পূরণ করার পর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।

তারপরে Submit বাটনে ক্লিক করতে হবে।
আবেদন করার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
FAEA স্কলারশিপে আবেদনের শেষ তারিখ 30 জুন ২০২৩

মোট ৫০ জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। দেশের যেকোনো মেট্রোপলিটন সিটিতে একটি ইন্টারভিউ এর জন্য প্রার্থীদের ডাকা হবে। সেখান থেকে চূড়ান্ত প্যানেল তৈরি হবে এবং স্কলারশিপের জন্য বিবেচিত হবে।

আরও পড়ুন, উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত? বিশেষজ্ঞদের পরামর্শ জানুন।

Tata Scholarship স্কলারশিপ এর মাধ্যমে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পড়াশোনার যাবতীয় খরচ, বই-পত্র কেনার খরচ, মেস বা হস্টেলে থাকার খরচ সহ আনুষঙ্গিক সুবিধা পাবেন।