Holiday List 2023 (ছুটির তালিকা)

School Holiday List 2023

ছুটি পেতে চায় (Holiday List 2023) সকলেই। কাজের মাঝে বা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ফাঁকে ছুটি পড়লে সীমাহীন আনন্দ। আর তখনই ইতি উতি ঘোরাফেরার পরিকল্পনা শুরু হয়ে যায়। ফলে সরকারি কর্মচারী বলুন আর পড়ুয়ারা, সকলেই বছরের শুরুতেই সরকারের ছুটির ক্যালেন্ডারের (Govt. Holiday Calendar) দিকে নজর দেয়।

কোন কোন দিন, কি উপলক্ষে ছুটি (Holiday List 2023)পেতে পারেন, সেই বছরে কতগুলি মোট ছুটি পাওয়া যেতে পারে, সেই বিষয়টি আগেভাগে জেনে নিতে চায়। সম্প্রতি স্কুলগুলিতে গরমের ছুটির জন্য একটা দীর্ঘ লম্বা ছুটি পড়েছিল। কারণ তীব্র দাবদাহে স্কুলে পড়ুয়ারা যেতে পারছিল না। সেই পরিস্থিতির দিকে নজর দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি গরমের ছুটি (Summer Vacation) এগিয়ে আনার কথা ঘোষণা করেন।

তারপরে আবার স্কুলগুলি গরমের ছুটি কাটিয়ে স্বাভাবিক ভাবে খুলে গিয়েছে। শুরু হয়েছে পঠন পাঠন। আর স্কুল খুলতেই পড়ুয়াদের মধ্যে আবার আলোচনা চলছে, ফের ছুটি কবে পড়তে পারে, স্কুলগুলিতে আবার কোন কোন দিন কত দিনের জন্য ছুটি পড়বে, এবার চলতি বছর ২০২৩ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলগুলিতে ছুটির তালিকাটা একবার দেখে নেওয়া যাক।

Holiday List 2023

  • ২৯ জুন- বৃহস্পতিবার- বকরি ঈদ
  • ৩০ জুন- আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস
  • ১৩ ই জুলাই- কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলে ছুটি থাকবে।
  • ২৯ জুলাই- শনিবার- মহরম
  • ১৫ ই আগস্ট- মঙ্গলবার- স্বাধীনতা দিবস।

৩০ শে আগস্ট- বুধবার- রাখিপূর্ণিমা
6 সেপ্টেম্বর- বুধবার- জন্মাষ্টমী
২৯ শে সেপ্টেম্বর- শুক্রবার- ফাতেহা- দোয়াজ-দাহাম
২ অক্টোবর- সোমবার- গান্ধীজয়ন্তী

আরও পড়ুন, আপনার কন্যা সন্তানের পড়াশুনার সকল খরচার দায়িত্ব নিলো সরকার, বড় ঘোষণা কেন্দ্রের।

১৪ ই অক্টোবর থেকে ১৬ ই নভেম্বর- পূজোর ছুটি দুর্গাপুজোর চতুর্থী থেকে ভাইফোঁটা পর্যন্ত
১৫ ই নভেম্বর- বিরসা মুন্ডার জন্মদিন। পুজোর ছুটির মধ্যেই থাকছে।
১৯ নভেম্বর- রবিবার- ছটপুজো

২০ নভেম্বর- সোমবার- ছটপুজো উপলক্ষে ছুটি থাকছে
২৭ নভেম্বর- সোমবার- গুরু নানকের জন্মজয়ন্তী
২৫ ডিসেম্বর- সোমবার- বড়দিন

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত বকেয়া বেতন মেটানোর নির্দেশ।

রাজ্য সরকারের তরফে এই ছুটির তালিকা প্রকাশ (Holiday List 2023) করা হয়েছে। তবে পরবর্তীতে ছুটির তালিকার পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণ বা অন্যান্য বিশেষ কিছু কারণে ছুটির তালিকার পরিবর্তন হতে পারে।