Nabanna Scholarship 2023 – পশ্চিমবঙ্গের পড়ুয়াদের 10000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, আজই আবেদন করুন।
Nabanna Scholarship & Uttarkanya Scholarship
রাজ্যের পড়ুয়াদের ১০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার, Nabanna Scholarship & Uttarkanya Scholarship এ কিভাবে আবেদন করবেন।
রাজ্যের পড়ুয়াদের জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। নিম্ন মধ্যবিত্ত, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীরা এই ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
এই স্কলারশিপের উদ্দেশ্য
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা টাকার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাদের জন্য রাজ্য সরকারের তরফে এই স্কলারশিপের (Scholarship) বন্দোবস্ত করা হয়েছে।
এই স্কলারশিপটির নামঃ নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)
উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য এটি উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship) নামেও পরিচিত।
নবান্ন স্কলারশিপের মাধ্যমে মেধাবী পড়ুয়াদের 10 হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়ে থাকস
আবেদনের যোগ্যতা:
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে হতে হবে।
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরে ভর্তির প্রমাণপত্র থাকতে হবে।
- একাদশ, দ্বাদশ এবং স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে ৫০ থেকে ৫৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে:
- পূর্বের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।
- নতুন কোর্সে ভর্তির রশিদ।
- ব্যাংক পাস বুকের জেরক্স।
- পঞ্চায়েত প্রধান, বিধায়কের সুপারিশ পত্র।
- পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
- Self Declaration Certificate
- মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
কিভাবে আবেদন করবেন:
বর্তমানে অনলাইনে Nabanna Scholarship & Uttarkanya Scholarship এর আবেদন নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ অফলাইনে নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপের আবেদন করতে হবে।
সেক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
সঠিকভাবে সম্পূর্ণ আবেদন পত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জুড়ে দিতে হবে।
আরও পড়ুন, এই নতুন সরকারি স্কলারশিপে আবেদন করলেই পাবেন নগদ টাকা।
কোথায় পাঠাতে হবে?
এরপরে নিচে দেওয়া এই ঠিকানায় একটি খামে ভরে জমা দিয়ে আসতে হবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই ঠিকানায়:
The Honourable Chief Minister
Government of West Bengal
Nabanna
325,Sarat Chatterjee Road
Howrah, Pin – 711102
উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ঠিকানায়:
The Honourable Chief Minister
Government of West Bengal
Uttarkanya
P.O. Satellite Township, Fulbari
Jalpaiguri, Pin – 734015.
এই বিষয়ে কোনও প্রশ্ন ও মতামত থাকলে নিচে কমেন্ট করুন। পশ্চিমবঙ্গ ও সারা ভারতের সরকারী ও প্রাইভেট স্কলারশিপ এর তথ্য পেতে সুখবর বাংলা পোর্টাল ফলো করুন। নিয়মিত আপডেট আসছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের ৫টি নতুন সরকারি স্কলারশিপ, আবেদন করলেই পাবেন নগদ টাকা।