Primary TET – প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি, কপাল খুলছে হবু শিক্ষকদের।
Primary TET – রাজ্যে প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফে প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Primary TET Interview নিয়ে পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তরে ৫০% নম্বর নিয়ে পাস করেছিলেন, শিক্ষক প্রশিক্ষণ রয়েছে, প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় (Apply for Primary Teachers Recruitment) অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন, তারা প্রাইমারি টেট ইন্টারভিউতে যোগদান করতে পারবেন।
এর আগে যারা ২০১৭ সালের TET পাস প্রার্থী আবেদন করেছিলেন, বয়সসীমা যাদের পেরিয়ে গিয়েছে ১২/০৫/২০১৭ থেকে ২৭/১২/২২- এর মধ্যে, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এবার ১৭ দফার ইন্টারভিউ সংক্রান্ত প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ (Primary Interview Date Published) কিছুদিন আগেই ১৬ দফার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল।
প্রাইমারি টেট ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি
পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org এতে গিয়ে এই বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে পারবেন।
ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৩০/০৫/২০২৩ এবং ৩১/০৫/ ২০২৩ তারিখে। অনেক চাকরি প্রার্থীই এই ইন্টারভিউ এর জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছিলেন, এই বিজ্ঞপ্তি কারজত তাদের অপেক্ষার অবসান ঘটালো।
আরো পড়ুন, পশ্চিমবঙ্গ শ্রম ও রোজগার দপ্তরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, বেতন 56100 টাকা।
কি কি ডকুমেন্টস লাগবে?
এবার জেনে নেওয়া যাক, প্রাইমারি টেট ইন্টারভিউতে প্রার্থীদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে:
TET Admit Card
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট
D.El.Ed/ D.Ed (Special Education), B.Ed/ B.P.Ed/ B.Ed (Special Education) বা সমতুল পরীক্ষার মার্কশীট এবং সার্টিফিকেট
TET যোগ্যতার প্রয়োজনীয় নথি
SC/ ST/ OBC সার্টিফিকেট (নির্ধারিত প্রার্থীদের ক্ষেত্রে)
Para teacher হিসেবে ইস্যু করায় Engagement Letter (প্রয়োজন হলে)
DPO/ SDO দ্বারা ইস্যু করা প্যারা টিচার হিসেবে অভিজ্ঞতার শংসাপত্র
আধার কার্ড/ ভোটার কার্ড
এক কপি পাসপোর্ট সাইজের ছবি (Self Attested)
আরো বেশ কিছু প্রয়োজনীয় নথি
পর্ষদ হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে বিজ্ঞপ্তিতে তার তালিকা দেওয়া হয়েছে। পর্ষদের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা সেই বিজ্ঞপ্তিটি পড়ে বিস্তারিত জানতে পারবেন। এবং চাকরি সংক্রান্ত আরো তথ্য পেতে সুখবর বাংলা ফলো করুন।