Salary Hike – পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের জিভ ছেড়ার নিদান, আসি যাই মাইনে পাই চলবে না।

কাজকর্ম ছেড়ে দিয়ে Salary Hike তথা বকেয়া ডিএ মেটানোর দাবিতে কলকাতার রাজপথে মিছিল করল DA আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ার উপর দিয়ে সেই মিছিল করে দক্ষিণ কলকাতা সংলগ্ন এলাকায় কর্মসূচি করে যৌথ মঞ্চ। আর যৌথ মঞ্চের সেই কর্মসূচি থেকে বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে নিশানা করেন।

DA Salary Hike News in West Bengal

পাশাপাশি, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত Salary Hike ডিএ মামলার শুনানি না হওয়ায় সেটিকে পিছনের খেলা বলেও অভিহিত করেন তিনি। তবে সেই পিছনের খেলাটি ঠিক কি, তা অবশ্য স্পষ্ট করতে পারেননি শুভেন্দু। দীর্ঘদিন ধরেই বকেয়া ডি এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি করছেন। কখনো ধর্মঘট, কখনো পেন ডাউন, কখনো ডিজিটাল স্ট্রাইক, এই ধরনের কর্মসূচি করে রাজ্য সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছেন তারা।

সম্প্রতি আবার দিল্লিতে গিয়েও তারা বিক্ষোভ দেখিয়ে এসেছেন। তবে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের চাকরি করে কেন্দ্রীয় হারে DA দেওয়া সম্ভব নয়। দুই সরকারের Salary Hike বা বেতন পরিকাঠামো আলাদা। কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের DA মেটানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SLP দাখিল করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলা। সেই মামলার শুনানি এখনো পর্যন্ত হয়নি। ফের পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানির দিন।

আর তাই দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সংগঠন যৌথ মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই বিষয়েই মন্তব্য করেছেন। পাশাপাশি, তৃণমূল সরকারকে নিশানা করেছেন। ডিএ আন্দোলনকারী সংগঠন যৌথ মঞ্চের এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য থেকেই পরিষ্কার এই Salary Hike DA আন্দোলনের পিছনে বিরোধী দলগুলির উস্কানি রয়েছে।

মোচা ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর রূপ নিলো, দুই শত্রুর আগমনে কপাল খারাপ বাংলার।

এর আগে একাধিকবার এমনটাই অভিযোগ করেছে তৃণমূলও। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, করোনা সংক্রমণ চলাকালীন ঘরে বসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা প্রতি মাসে নিয়মিত বেতন নিয়েছেন। কেন্দ্রের মোদি সরকার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে, কোভিডকালের ১৮ মাসের DA সরকারি কর্মচারীদের দেওয়া হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার প্রতি মাসের ১লা তারিখে বেতন দিয়ে গিয়েছে।

পোস্ট অফিস সেভিংস একাউন্টে কি কি সুবিধা মেলে, কত চার্জ দিতে হয়?

দিন কয়েক আগে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছিলেন, আসি যাই মাইনে পাই, এসব আর চলবে না। DA আন্দোলনের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করলে জিভ ছিঁড়ে দেওয়ার নিদান দেন তিনি। কলকাতার শহীদ মিনার চত্বরে ডিএ আন্দোলনকারীদের ধরণা কর্মসূচি চলছে। সেই কর্মসূচি ১০০ দিন অতিক্রান্ত। তারপরেও কোনো সমাধান হতে দেখা যায়নি। যদিও বর্তমানে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। তাই এই Salary Hike DA মামলায় কি নির্দেশ দেয় শীর্ষ আদালত, সেই দিকেই এখন লক্ষ্য রয়েছে সবার।
Written by Shatadal.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button