Aadhar Card Update – আধার কার্ড নিয়ে নয়া নির্দেশ, এই কাজ না করলে বতিল হবে কার্ড, প্রকল্পের টাকা পাবেন না।
Aadhar Card Update – আধার কার্ড এর নিয়ম বদল, জানুন বিস্তারিত।
ফের নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের আধার কার্ড বা Aadhar Card Update নিয়ে. এখনো চলছে প্যান ও আধার লিঙ্কের কাজকর্ম। জরিমানা দিতে হচ্ছে ১০০০ টাকা। সাধারণ মানুষকে গুনতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। কারণ সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করতে গেলেই ১ হাজার টাকা জরিমানা, তার সঙ্গে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কেউ কেউ চেয়ে বসছে।
কার্ড বাঁচাতে লিংক করা ছাড়া কিছুই করার নেই সাধারণ মানুষের। কারন এই প্যান কার্ডের সাথে লিংক রয়েছে সব ব্যাংক একাউন্টের! যখন মানুষের এই পরিস্থিতি লাগামছাড়া মূল্যবৃদ্ধি, দেশজুড়ে কাজের অভাব, ব্যাংক, পোস্ট অফিসে টাকা রেখে ঠিকমতো সুদ পাওয়া যায় না, প্রায় প্রতিদিন পেট্রোপন্যের দাম বাড়ছে, রান্নাঘরের গ্যাসের দাম চড়চড় করে বাড়ছে,আর ঠিক তখনই কেন্দ্রের মোদি সরকার একের পরের নিত্য নতুন নির্দেশ জারি করছে, যেমন কি Aadhaar Pan Link. যার মাধ্যমে সাধারণ মানুষের একেবারে নাজেহাল পরিস্থিতি।
এবার আবার কি নতুন নির্দেশ জানা গেল?
UIDAI কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১০ বছরের পুরনো আধার কার্ড হলেই আপডেট করতে হবে (Aadhar Card Update), তা না হলে আধার কার্ড বাতিল হয়ে যাবে। দেশবাসীর এই মুহূর্তে প্রধান পরিচয় পত্র আধার কার্ড। সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন। ফলে আধার কার্ড নিয়ে যদি এই ধরনের নির্দেশিকা জারি হয় তাহলে মানুষ তড়িঘড়ি ছুটে যাবেন আধার কার্ড আপডেট করার জন্য।
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা 5 স্কলারশিপ। আবেদন করলেই পাবেন পড়াশোনার খরচ।
আর আপডেট করতে গেলেই এবারো কি পয়সা খরচ করতে হবে? কারণ বিনামূল্যে এই মুহূর্তে তো কোনো কিছুই করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, আধার কার্ড আপডেট আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত UIDAI এর তরফে পুরনো আধার কার্ড আপডেট করে ফেলার জন্য সময়সীমা দেওয়া হয়েছে। ১৪ই জুনের মধ্যে যদি Aadhar Card Update না করেন তাহলে বাতিল হয়ে যাবে।
সরকারি কর্মচারীদের পোঁয়া বারো, বছরে 42 দিন অতিরিক্ত ছুটি! জানুন কবে কবে?
আর তারপরেই যদি আপডেট করতে যান তাহলে ৫০ টাকা করে ফি দিতে হবে। ফের সেই কেন্দ্রের মোদি সরকারের টাকার খেলা। দেশের সাধারণ মানুষের কাছ থেকে যে কোনো পদ্ধতিতে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া। আধার কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, বাসস্থানের ঠিকানা, ব্যক্তির ছবি, বায়োমেট্রিক স্যাম্পেল এই সমস্ত বিভিন্ন কারণে বদলে গিয়ে থাকতে পারে। তাই Aadhar Card Update করতে হবে।
যদি ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হয় তাহলে আপডেট করতেই হবে। এবার জেনে নেওয়া যাক, কিভাবে আধার কার্ড আপডেট করা যেতে পারে:
এর জন্য প্রথমেই UIDAI- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর আধার নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের জন্য লগইন করতে হবে।
জাগো প্রকল্পে আবেদন করলেই পশ্চিমবঙ্গের মহিলারা পাবেন প্রতিমাসে 5 হাজার টাকা।
আধার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করে ID Proof এবং Address Proof-এর কপি আপলোড করতে হবে। তারপরেই ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে।
আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কও করে নিতে পারেন যদি না করা থাকে। এই প্রক্রিয়াটি ঠিকভাবে করলেই আধার কার্ড আপডেট হয়ে যাবে।
প্রতিবেদক শতদল ঘোষ।