লক্ষীর ভান্ডার নিয়ে বড় আপডেট, দেখে নিন নয়া ঘোষণা।
বদলে যাচ্ছে লক্ষীর ভান্ডারের নিয়ম, জানুন নতুন নিয়ম।
ফের লক্ষীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করা হল রাজ্য সরকারের থেকে। পয়লা এপ্রিল থেকে চালু করা হয়েছিল দুয়ারে সরকার শিবির। এই বারের শিবিরে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে চেয়ে আবেদন জমা পড়েছে ১১ লক্ষ ১৬ হাজারটি। এর মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ ৩৯ হাজার আবেদনকে। বুধবার লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আলোচনা সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই দিন নবান্নে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন এই তথ্য তুলে ধরা হয়েছে। ওইদিন থেকেই নতুন গ্রাহকদের অ্যাকাউন্টেও সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা শুরু করার কথা ভাবা হয়েছিল, যদিও পরে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন গ্রাহকদের টাকা দেবার জন্য রাজ্যকে এখন ১০৩০ কোটি টাকার সাথে আরো অতিরিক্ত ৬০ কোটি, অর্থাৎ মোট ১০৯০ কোটি টাকা খরচ করতে হবে।বর্তমানে রাজ্যের মোট ১ কোটি ৮৮ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আর্থিক অনুদান পান। এবার সেই তালিকায় আরো ১০ লক্ষ মহিলা যুক্ত হয়ে গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৯৮ লক্ষে! সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই, জনতার ভোট টানতে ফের নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পের গ্রাহক সংখ্যা বাড়ালেন মুখ্যমন্ত্রী।
এই বিষয়ে এক সরকারি আধিকারিক বলেন, “এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা।” এপ্রিল মাস থেকে বদলে গিয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের নিয়ম। এবার থেকে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে তবেই মিলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। এই বারের দুয়ারে সরকার শিবিরে আবেদনের সময় যাদের নাম সংক্রান্ত কোনো ত্রুটি ধরা পড়েছে কেবলমাত্র সেই সব গ্রাহকদেরই অনুমোদন দেওয়া হয়নি।
তবে এই পদক্ষেপ যে সরকারকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।
রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, কবে থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে! জেনে নিন।