গরম কমেছে, স্কুল খুলতেই, গরমের ছুটি নিয়ে নতুন ভাবনা। ফের পেছতে পারে গরমের ছুটি।
এক সপ্তাহের গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে ফের খুলছে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। আজ সোমবার ২৪ এপ্রিল থেকেই খুলে গেল স্কুল কলেজ। শুরু হয়ে যাচ্ছে স্বাভাবিক পঠন পাঠন। তীব্র তাপ প্রবাহের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় স্কুল কলেজের পড়ুয়াদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেন। তীব্র দাবদাহের কারনে যাদের স্কুল কলেজের পড়ুয়াদের কোনো সমস্যা তৈরি না হয় সেই দিকে নজর দিয়েই এক সপ্তাহের জন্য তড়িঘড়ি ছুটি দেন মুখ্যমন্ত্রী।
গরমের ছুটি নিয়ে নতুন ভাবনাঃ
সেই এক সপ্তাহ সময়সীমা পার হয়ে গিয়েছে। এরমধ্যেই দুইদিন আগে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছিল, যে ফের সরকারের তরফে কোনো নির্দেশিকা জারি করা না হলে সোমবার থেকে কি আদৌ স্কুল কলেজ স্বাভাবিকভাবে খোলা হবে? সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার থেকেই খুলে যাবে স্কুল কলেজ টানা প্রায় এক সপ্তাহ ছুটির পরেই স্কুল কলেজ খুলছে।
তবে মধ্যশিক্ষা পর্ষদ এটাও জানিয়ে দিয়েছে, স্কুল খুললেই এই ৬ দিন স্কুল বন্ধ থাকার কারণে সমস্ত ক্লাসের পড়ুয়াদের যে পড়াশুনার অভাব তৈরি হয়েছে সেই ঘাটতি পূরণের জন্য শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস করাতে হবে। এই নির্দেশ আগেও দেওয়া হয়েছে পর্ষদের তরফে। কারণ গরমের জন্য গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) এগিয়ে আনা হয়েছে। সাধারণত গরমের ছুটি দেওয়া হয় মে মাসের শেষ সপ্তাহের দিকে।
সেই ছুটি এগিয়ে এনে ২ মে থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তখনই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে, ২ মে থেকে গরমের ছুটি পড়ার কারণে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হলে স্কুল খোলার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের। যাতে তাড়াতাড়ি ছুটি দেওয়ার কারণে যে ক্লাস বন্ধ ছিল সেই ঘাটতি পূরণ হয়ে যায়।
এমনকি এটাও জানা গিয়েছে, অতিরিক্ত ক্লাস করানো হচ্ছে কিনা সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের রিপোর্ট দেওয়ার কথা জানাতে পারে। তবে এই ছুটির সময়ে মধ্যশিক্ষা পর্ষদের একাধিক স্কুলে অনলাইনে ক্লাস চলছিল বলে জানা গিয়েছে। একাধিক স্কুল অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিল। ফলে গরমের ছুটি ২ মে থেকে পড়ার পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফেও বিভিন্ন স্কুল যাতে অনলাইনে ক্লাস করতে পারে সেই বিষয়ে উৎসাহিত করা হতে পারে।
কারণ পরীক্ষার আগে সিলেবাস সম্পূর্ণ না হলে পরীক্ষা নেওয়া সম্ভব হয় না। আর তাই মধ্যশিক্ষা পর্ষদ এই প্রসঙ্গে গাইডলাইন তৈরি করতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও গরমের ছুটিতে স্কুলের পড়ুয়াদের বিশেষ কিছু নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তারা আগামী দিনে পেশাগত জীবন সম্পর্কে একটি ধারণা তৈরি করতে পারে। একেবারে স্কুল স্তর থেকেই সমস্ত পড়ুয়াদের ভবিষ্যতের ভিত তৈরি হয়।
সেই কারণেই রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে সমস্ত স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে স্কুল স্তরের পড়ুয়ারা বিভিন্ন ধরনের পেশাগত জীবনের উপর পর্যবেক্ষণ এবং গবেষণা করে সেই সম্পর্কে একটি ধারণা তৈরি করে নিতে পারে। সাম্প্রতিক সময়ে জাতীয় শিক্ষানীতিতেও (NEP) হাতে-কলমে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারও চাইছে স্কুল স্তর থেকেই এই ধরনের হাতে-কলমে শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ জীবন সম্পর্কে পড়ুয়াদের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া। বর্তমানে আগের তুলনায় গরম কিছুটা হলেও কমেছে। তবে আগামীতে আবার গরম বাড়বে কিনা সেটা স্পষ্ট নয়। প্রায় এক সপ্তাহ ছুটি শেষ করার পর সোমবারেই খুলছে স্কুল কলেজ।
তবে জানা যাচ্ছে, ২ মে থেকে গরমের ছুটি পড়ার কথা রয়েছে সেটা নিয়ে নতুন্নকরে ভাবনা চিন্তা শুরু হয়েছে। একাধিক শিক্ষক সংগঠন দাবী করছেন, এইভাবে মাসের পর মাস স্কুল ছুটি না দিয়ে, প্রতিবছর ই যেহেতু গরম পড়ছে, তাই গরমের ছুটির সময় পরিবর্তন করার সময় এসেছে। এই ছুটি মে মাসের মাঝামাঝি না দিয়ে প্রতিবছর এটা এপ্রিলের শেষের দিকে করা উচিৎ। এছাড়া হটাত গরম পড়লে টানা ছুটি না দিয়ে মর্নিং ক্লাস বা দুই একদিন ছুটি দেওয়া উচিৎ।
আর এর ফলেই যে আগাম ১৪ দিন ছুটি এগিয়েছিলো সেটা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে কি ২রা মে থেকে ছুটি পড়ছে না? এই বিষয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আপডেট আসছে।
ফলো করুন সুখবর বাংলা।
Written by Satadal Ghosh.