পশ্চিমবঙ্গে ফের ডিএ ঘোষণা, রাজ্যের কর্মীদের নববর্ষের উপহার। কত বাড়ছে বেতন?
ফের ডিএ ঘোষণা বাড়লো, এবার কত শতাংশ?
৪% ডিএ ঘোষণা পশ্চিমবঙ্গেঃ
কেন্দ্রের হারে বকেয়া Dearness Allowance মেটাতে হবে, এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই রাস্তায় বসে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আর এদিকে ৩% ডিএ ঘোষণা করেও দাবী পূরণ হয়নি। আর আবার আজ ফের ডিএ ঘোষণা হলো পশ্চিমবঙ্গের আরেক ডিপার্ট্মেন্ট এর কর্মীদের।
বকেয়া ডিএ এর দাবিতে একের পর এক আন্দোলনের ঘোষণা করেছে সংগ্রামী মঞ্চ থেকে। কখনো কর্মবিরতি, কখনো ডিজিটাল স্ট্রাইক, কখনো পেন ডাউন, কিন্তু তারপরেও তাদের দাবি অনুযায়ী কেন্দ্রীয় হারে DA বাড়ায়নি রাজ্য সরকার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মত DA চাওয়া যায় না। কেন্দ্রীয় পরিকাঠামো আর রাজ্যের পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। ফলে কেন্দ্রের হারে DA দেওয়া সম্ভব নয়।
আর এই ঘোষণার পরেই যৌথ সংগ্রামী মঞ্চের তরফে আন্দোলনের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে একেবারে দিল্লিতে গিয়ে সেই দাবিতে বিক্ষোভ ধরনা কর্মসূচি চালানো হয়েছে। দুইদিন ধরে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর দাবিতে যৌথ মঞ্চের সদস্যরা ধরনা চালিয়েছেন। এইভাবে রাজ্য সরকারের উপরে তারা চাপ সৃষ্টি করার কৌশল নিতে চলেছেন। এখনো পর্যন্ত ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। সেখানে এখনো শুনানি শুরু হয়নি।
তবে এর মধ্যেই রাজ্য সরকারের তরফে আরেকটি দপ্তরের কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করা হলো। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ শতাংশ DA বাড়ানো হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকেই সেই বর্ধিত DA কার্যকর হয়ে যাবে বলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (West Bengal Judicial Service) এর সমস্ত সদস্যদের Dearness Allowance ৪ শতাংশ বাড়ানো হলো।
এতদিন তারা ৩৮% হারে ডিএ পেতেন। এবার আরও ৪% ডিএ ঘোষণায় এবার থেকে ৪২ শতাংশ হারে DA পাবেন। রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই অনুযায়ী মার্চ মাস থেকেই সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে DA পান। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের তরফে কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবি জানানো হচ্ছে।
ভারতের 3 টি নিরাপদ ও বিশ্বস্ত ব্যাঙ্কের তালিকা প্রকাশ করলো রিজার্ভ ব্যাঙ্ক।
এই দাবিতে কলকাতার শহীদ মিনার চত্বরে ৭৯ দিন ধরে ধরনা চলছে। আন্দোলন চালিয়ে যাচ্ছেন যৌথ মঞ্চের সদস্যরা। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করার কৌশল নিয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা। কিন্তু সেই জায়গায় স্পষ্টভাবে রাজ্য সরকারের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রের হারে DA দেওয়া সম্ভব নয়।
ধর্মঘটে যোগ দেওয়ায় পশ্চিমবঙ্গে বেতন কাটা শুরু হলো, বদলির সম্ভাবনা, তালিকা
পাশাপাশি, যে সমস্ত সরকারি কর্মচারীরা ধর্মঘটে সরকারি দপ্তরে অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার রাজ্য সরকারের তরফে যে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে, তা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সমস্ত কর্মচারীদের জন্য। তারা এবার থেকে এই বর্ধিত হারে DA পাবেন বলেই জানানো হয়েছে।
Written by Satadal Ghosh.