WBBPE Primary TET 2022 উত্তীর্ণদের বিরাট সুখবর, শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কবে থেকে, জেনে নিন।
WBBPE Primary TET 2022 শিক্ষক নিয়োগ কবে? জানালেন ব্রাত্য বসু।
শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে বহু সংখ্যক শিক্ষকের চাকরি (WBBPE Primary TET 2022)। কলকাতা হাইকোর্টে চলছে একাধিক মামলা। এরই মধ্যে 2022 সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নিয়েছে পর্ষদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষার রেজাল্টও প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন প্রায় দেড় লাখ পরীক্ষার্থী। কিন্তু এই পরীক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ কবে করা হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
গত কাল একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাতকারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, ঠিক কবে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে? এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকারি চাকরি দেবেন (WBBPE Primary TET 2022)। ওঁদের অনুভব করতে পারছি। যাঁরা যোগ্য, তাঁদের চাকরি দেবে রাজ্য’।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুজনকে চাকরি দিয়েছেন, আবার তিনিই সরকারি চাকরি দেবেন। তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। আমরা বিষয়টি ওদের জানিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যাঁরা যোগ্য, যাঁরা মেধাবী তাঁরা অবশ্যই চাকরি পাবেন। এই সরকারই চাকরি দেবে (WBBPE Primary TET 2022)। খুব অবাক হবেন না এটা জেনে ওই ধর্নামঞ্চে আমাদেরই কাউকে কাউকে দেখলে। আমি এই বিষয়ে আর কিছু বলছি না। সময় হলে সব জানবে।’
ডিএ আন্দোলনের মাঝেই পশ্চিমবঙ্গে 3000 বেতন কমে গেল, বিজ্ঞপ্তি প্রকাশ।
তবে ঠিক কবে নাগাদ নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তা জানান নি শিক্ষামন্ত্রী। অনেক যোগ্য প্রার্থীরা পরীক্ষায় পাশ করেও নিজেদের হকের চাকরি পাননি সরকারের দুর্নীতির জন্য। নিজেদের প্রাপ্য চাকরি আদায় করে নিতে রাজ্যের দূরদূরান্ত থেকে বহু যোগ্য শিক্ষিত বেকার ঘরবাড়ি ছেড়ে দিনের পর দিন, রাতের পর রাত গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান রয়েছেন।
বেকারত্বের হতাশায় অনেকেরই চোখের কোণে যন্ত্রণার জলছাপ রয়েছে। আবার অনেকের শরীরে ক্লান্তি ভর করেছে। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার শক্তি হারাননি তাঁরা কেউ। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায় বিন্দুমাত্রও কি আশ্বাস পেলেন তাঁরা? আদৌ কি কথা রাখবে সরকার, নাকি সবই মিথ্যে প্রতিশ্রুতি? উত্তর দেবে সময়।