WBCHSE উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিন ঘোষণা, কিভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে, সংসদের বড় সিধান্ত।

নির্ঝঞ্ঝাটেই সম্পন্ন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা HS Examination এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পালা। পরীক্ষার আগে থেকেই যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কোনোরকম বিশৃঙ্খলা বা টোকাটুকির মত ঘটনার অভিযোগ সামনে না আসে, সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তথা WBCHSE এর তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এখন অপেক্ষা উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ (HS Result) হওয়ার।

পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটিতে বাড়িতে বসে করতে হবে এই কাজ, শিক্ষক ছাত্রদের নির্দেশ দিল শিক্ষা দপ্তর।

কবে নাগাদ বের হতে পারে উচ্চ মাধ্যমিক রেজাল্ট?
এই বিষয়ে সরকারিভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সঠিক দিনক্ষণ ঘোষণা না করা হলেও জানা যাচ্ছে, আগামী ১০ জুনের মধ্যে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ (WB HS Exam Result) করে দিতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার পরে তারপর থেকে উত্তরপত্র মূল্যায়ন সহ অন্যান্য যাবতীয় কাজ যে গতিতে এগিয়েছে, তাতে মনে করা হচ্ছে নির্ধারিত সময়ের অনেক আগেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে।

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবার যে ধাঁচে তৈরি করা হয়েছে, তাতে উত্তরপত্র মূল্যায়ন করতে বেশি সময় লাগার কথা নয়।
শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও এ পর্যন্ত যা বার্তা পাওয়া গিয়েছে, তাতে শিক্ষা সংসদের তরফে আশা করা হচ্ছে খুব শীঘ্রই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে। যত তাড়াতাড়ি উত্তরপত্র জমা পড়বে তত তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংসদের আধিকারিকরা।

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ ই মার্চ থেকে, চলেছে ২৭ মার্চ পর্যন্ত। আগের বছর উচ্চমাধ্যমিকের ফলাফল জুনের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয়েছিল। তবে এবার এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ১০ই জুনের মধ্যেই নিশ্চিতভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। পরীক্ষা শুরু হওয়ার আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই কথা জানিয়েছিলেন।

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা পাবেন প্রতি মাসে 2500 টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন।

তবে এখনো পর্যন্ত সরকারি ভাবে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। যে পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকারা যাবতীয় কাজকর্ম করছেন, তাতে মনে করা হচ্ছে ১০ জুনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে। রেজাল্ট দেখা যাবে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং বিভিন্ন আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button