Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো কবে ও কারা পাবেন তালিকা দেখুন।
Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন? জানবেন কীভাবে?
রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু তথা Krishak Bandhu প্রকল্পের মাধ্যমে রাজ্যের চাষীদের চাষের কাজে সহায়তা করার উদ্দেশ্যে বছরে দুই বার টাকা প্রদান করা হয়। 2021 সাল থেকে রবি শষ্য এবং খারিফ শস্যের ফলনের সময় দুই বার এই স্কিমের আওতায় টাকা প্রদান করা হয় কৃষকদের। বছরে 4,000 বা 10,000 টাকা পেয়ে থাকেন কৃষকরা। যে সমস্ত চাষীরা খারিফ ফসল ফলান, তাদেরকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হয়। যারা রবি শস্য ফলান, তাদেরকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হয়। জমির পরিমাণের উপর ভিত্তি করে এখানে টাকা প্রদান করা হয়।
রবি শস্যের টাকা রাজ্যের সকল কৃষককে দেওয়া হয়ে গেছে, এখন টাকা ঢোকা শুরু হবে খারিফ শস্য চাষ করা চাষীদের। নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 31 তারিখের মধ্যে সকল খারিফ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবার কথা। তবে Krishak Bandhu প্রকল্পের টাকা ঠিক কবে থেকে টাকা পাঠানো শুরু হবে, তা নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি সরকারের তরফে।
তবে ধারণা করা হচ্ছে, সামনেই যেহেতু পঞ্চায়েত ভোট, তাই এই বছর তাড়াতাড়ি টাকা পাঠানোর কাজ শুরু করা হবে। মে থেকে জুন মাসের মধ্যে সকল রেজিস্টার করা কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার বড়ো সম্ভবনা আছে। আর এই বিষয়ে সাম্প্রতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, যে এপ্রিলে নতুন অর্থ বর্ষ শুরু হওয়ায় টাকা পাঠাতে দেরি হচ্ছে।
মে মাসের পর থেকে আপনি টাকা পেয়েছেন কিনা তা জানতে চাইলে আপনাকে প্রথমেই যেতে হবে krishakbandhu.net এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা কৃষকদের তথ্যের একটি অপশন পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করুন। এখান থেকে এবার আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে।
এই পর্যায়ে আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে ও সার্চ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি যদি কোনো রেকর্ড খুঁজে না পান, তাহলে আপনাকে নিজের স্ট্যাটাস সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে (Krishak Bandhu)। টাকা রিলিজ করা সংক্রান্ত কোনো আপডেট এলে তা আমাদের পক্ষ থেকে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
Email address should be published,