শুরু করুন এই নতুন ব্যবসা মাত্র 5 হাজার টাকাতেই, লাভ করুন বাম্পার। বিস্তারিত দেখে নিন।
ব্যবসা অনেকেই করেন তবে কম পুঁজির নতুন ব্যবসা শুনে অনেকেই হয়তো অবাক হবেন, যে এতো কম টাকা দিয়ে কিভাবে নতুন ব্যবসা শুরু করা যাবে! আজকে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটি নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে বলবো। চাকরি করা বেশ ভাগ্যের ব্যাপার। তবে সেই আশায় বসে বসে দিন গুণতে থাকলে মাথার চিন্তা আরও বাড়বে। তাই শুধু শুধু বসে না থেকে শুরু করেই দিয়ে পারেন এই সকল কম পুঁজির ব্যবসা। চলুন তবে আজকের প্রতিবেদনে সেগুলি জেনে নেওয়া যাক।
নতুন ব্যবসা কম পুঁজির হলেই লাভ দেখা যাবে খুব তাড়াতাড়ি!
পড়তে পড়তে হোক বা পড়াশোনা শেষ করেই চাকরী পরীক্ষা দিতে দিতেই হোক, ব্যবসা করা মানসিকতা থাকলে শুরু করেই দিতে পারেন নীচে আলোচনা করা নতুন ব্যবসা গুলির মধ্যে যেকোনো একটি ব্যবসা। আর এই সকল ব্যবসার জন্য যে কেউই আগ্রহী হতে পারেন। কারণ এক্ষেত্রে মুলধন লাগে খুবই কম। নতুন ব্যবসার আইডিয়া গুলি একে একে জেনে নেয়া যাক।
১. অনলাইন শিক্ষকতার নতুন ব্যবসা:-
অনলাইনে আপনার পছন্দের বিষয়টি শিখিয়ে ঘরে বসেই ভাল রকমের আয় করা সম্ভব। বিষয়টি হতে পারে পড়াশোনা, বাদ্যযন্ত্র বা ভাষা শিক্ষা। আপনার দক্ষতা ও আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করুন বিষয়। নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে বিনা বিনিয়োগেই আয় করতে পারবেন। এছাড়াও রয়েছে অনলাইন শিক্ষকতার বিভিন্ন পোর্টাল, যেখানে নাম নথিভুক্ত করে সহজেই শুরু করতে পারবেন শিক্ষকতা।
২. খাবারের হোম ডেলিভারি:-
আজকের কর্মব্যস্ততার যুগে বাড়িতে রোজ রান্না করার সুযোগ হয় না অনেকেরই, আবার প্রতিদিন হোটেলের খাবারও খেতে চান না বেশিরভাগ। এই চাহিদা মেটাতেই শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারির ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি, সময়ে মতো সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না। এই নতুন ব্যবসা শুরু করতে আপনার লাগবে সর্বাধিক 5 হাজার টাকাই।
৩. ট্যুর গাইড:-
বাঙালী বেড়াতে যেতে ভালবাসে। আর তার জন্য তারা অনেক সময়েই নির্ভর করে ট্যুর গাইডের ওপর। ফ্লাইট, ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং সহ সম্পূর্ণ ট্যুরটি প্ল্যান করা পুরোটার দায়িত্ব আপনার। অফিস, স্কুল বা কলেজের ট্যুর করাতে পারলে নিয়মিত ব্যবসা পাওয়া সম্ভব। এটি কম খরচে লাভের ব্যবসা। সব থেকে লাভজনক ব্যবসার একটি ট্যুর অপারেটিংয়ের নতুন ব্যবসা। এক্ষেত্রে তেমন কোন পুঁজি আপনার লাগবেই না।
500 ও 1000 টাকার পুরনো নোট ঘরে আছে? ফের কি চালু হবে, সুপ্রিম কোর্টের রায় জেনে নিন।
৪. বিউটিশিয়ান:-
উপযুক্ত দক্ষতা ও প্রশিক্ষণ থাকলে অল্প পুঁজিতে এই ব্যবসা করা সম্ভব। প্রথমেই কিনে ফেলুন প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ। তবে এক্ষেত্রে আপনাকে ছোট একটি সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে নিতে হবে। বাড়িতে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, অয়েল ম্যাসাজ বা ওয়্যাক্সিংয়ের মতো পরিষেবা দিন ক্রেতাকে। অনেকে বিউটি পার্লারে না গিয়ে বাড়িতেই এই সমস্ত পরিষেবা পেতে পছন্দ করেন।
যেকোনো ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই দরকার হয় মানসিক জোড়। মনের জোড় কাজ করার ইচ্ছাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নতুন করে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে অল্প পুঁজি দিয়েই শুরু করা ভালো। এতে মনের মধ্যে পুঁজি নিয়ে কোন রকমের প্রেসার থাকে না মাথায়। ফলে নিজের ব্যবসার দিকে বেশি করে মন দেওয়া সম্ভব হয়। ধন্যবাদ।
Written by Mukta Barai.