ব্যাংকিং, আধার, প্যান সব মিলিয়ে 31শে মার্চের আগে সেরে ফেলুন এই বিশেষ কাজ! কী কী করবেন, জেনে নিন এখুনি।

সময়ের বদলের সাথে সাথে সারা দেশ জুড়ে এসেছে ডিজিটাল পরিবর্তন। ব্যাংকিং সহ সমস্ত দপ্তর হয়েছে ডিজিটাল। কাজে এসেছে নতুন গতি। তবে যদি সময়ের সাথে সাথে আমরা নিজেদের আপডেট করতে না পারি, তাহলে নানা রকমের সমস্যার সম্মুখীন হতেই হবে আমাদের। আগামী 31শে মার্চ তারিখের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা খুবই জরুরী। তবে কি সেই সকল গুরুত্বপূর্ণ কাজ, তা জেনে নেয়া খুব দরকার। চলুন, আজকের প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক।

ব্যাংকিং, আধার, প্যানের কাজ সারার শেষ তারিখ মার্চেই।

হাতে আর বাকি নেই বেশি দিন। মার্চ মাস যেন অনেকের কাছেই হয়ে উঠেছে বেশ আতঙ্কের। কারণ তারা ব্যাংকিং এর কাজ ছাড়াও বেশ কিছু জরুরী কাজ সেরে উঠতে পারেন নি এখনো। হয়তো ভাবছেন যে, শেষ তারিখ আরও বৃদ্ধি হবে। কিন্তু বিষয়টি এবারে অনেকটাই আলাদা। কারণ এর আগে বিভিন্ন বিষয়ে শেষ তারিখ বেড়েছে। তো, এবারে ব্যাংকিং সহ এমনই বেশ কিছু কাজ সম্পর্কে জেনে নেয়া যাক।

প্রথমত, আগামী 31শে মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে 1,000 টাকা ফাইন দিয়ে কাজটি করে ফেলতেই হবে। কারণ এর পর থেকে লিংক না করলে এই প্যান কার্ড বাতিল হয়ে যাবে। সাথে সাথে নিজের বিভিন্ন ব্যাংকিং করার কাজে আসবে নানা রকমের বাধা। যেকোনো লেনদেন করতে গেলেই সমস্যা দেখা দেবে।

যেকোনো ট্যাক্স সেভিং এর ক্ষেত্রে ব্যাংকিং করার মাধ্যমে যেকোনো ইনভেস্টমেন্ট করার শেষ তারিখ আগামী 31শে মার্চ। যেকোনো বেতন ভোগী কর্মচারীদের ট্যাক্স ছাড়ের জন্য 80C ধারা সঞ্চয়ের জন্য সবথেকে ভালো সুযোগ। তবে এর জন্য শেষ তারিখ শেষ হতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তাই এই কাজ শেষ করুন এখনই।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেখুন এই LIC প্ল্যান, এখন থেকেই জমাতে থাকুন।

2021-22 অর্থবছরের জন্য 12B জমা দেওয়ার শেষ তারিখ হলো 31শে মার্চ। এই ফর্মটি সেই সকল বেতনভোগী কর্মচারীদের জন্য যারা একটি অর্থ বর্ষ শেষ হওয়ার আগেই অন্য সংস্থায় যোগ দেন। চাকরি পরিবর্তন করা সেই সকল কর্মচারীদের নতুন রিপোর্ট জমা করার জন্য 12B ফর্ম পূরণ করতে হয়। 2021-22 অর্থ বর্ষের জন্য যারা আয়কর দেন নি, তাদের আইটিআর বা সংশোধিত আইটিআর ফিলাপ করার শেষ তারিখ হল 31শে মার্চ 2023.

Damage Note বা ছেড়া নোট নিয়ে RBI এর নতুন নিয়ম, কিভাবে বদলাবেন জেনে নিন।

RBI তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট KYC করার জন্য সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 31শে মার্চ 2023. সুতরাং ব্যাংকের যেকোনো গ্রাহকের কেওয়াইসি সংক্রান্ত মেসেজ পেয়েছেন অথবা কেওয়াইসির জন্য ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, তাদের 31শে মার্চের মধ্যেই কেওয়াইসি করিয়ে নিতে হবে। এমন আরও বিশেষ কাজের বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button