জিও রিচার্জে মিলছে বিরাট সুযোগ, 1 মাসের জন্য পুরো ফ্রি! সুযোগ কেন ছাড়বেন, দেখে নিন তাড়াতাড়ি।
সারা দেশেই টেলিকম জগতে একাধিপত্য বিস্তার করে চলেছে জিও। গ্রাহক টানতে নতুন করেই অফার দিচ্ছে রিলায়েন্স জিও। জিও রিচার্জে এবার থেকে গ্রাহকেরা নিতে পারবেন এই ফ্রি সুযোগ। তবে জিও ছাড়া অন্যান্য কোম্পানি গুলিও বাজারে গ্রাহক টানতে নতুন অফার নিয়ে আসে। তবে টেলিকম জগতে মোবাইল ব্যবহার করেন অথচ নেই জিও নাম্বার, ব্যাপারটা খুবই অবাক করার ব্যাপার। যাই হোক, আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক।
জিও রিচার্জে নতুন অফারে বেশ লাভবান হবেন গ্রাহকেরা।
জিও রিচার্জের এই প্ল্যানটি রিচার্জ করালে পাবেন এক মাসের ভ্যালিডিটি ফ্রি। জিও তার গ্রাহকদের জন্য যেমন স্বল্প দৈর্ঘ্যের রিচার্জ প্ল্যান অফার করে, তেমনই বছরভর লম্বা দৈর্ঘ্যের প্ল্যানও অফার করে থাকে জিও। কিছু গ্রাহক থাকেন, যারা মাসে মাসে রিচার্জ করার ঝক্কি পোহাতে চান না। এক বছরের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানই তাদের পছন্দ।
এই এক বছরের ভ্যালিডিটি যুক্ত জিও রিচার্জ প্যাকগুলিতে ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং-সহ SMS-অফার, একটু বেশি পরিমাণেই পেয়ে যান গ্রাহকরা। পাশাপাশি, 365 দিন ভ্যালিডিটি প্ল্যানের খরচ দেখতে গেলে সেগুলি 1 মাস বা 28 দিনেক তুলনায় বেশ খানিকটা কম হয়। আবার জিও-র এমন একটি প্ল্যান রয়েছে, যা রিচার্জ করলে আপনি একমাসের ফ্রি রিচার্জের অফার পেয়ে যাবেন। সেই প্ল্যানটি হল জিও অ্যানুয়াল প্ল্যানের একটি প্ল্যান, যা রিচার্জ করতে গ্রাহকদের 2879 টাকা খরচ করতে হয়।
2879 টাকার এই জিও রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি প্রদান করা হয়। এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যান। সাথে মেলে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের অফার। পাশাপাশি রয়েছে, প্রতিদিন 100 টা করে SMS কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাঠানোর সুযোগ। এছাড়াও এই প্ল্যানে জিও গ্রাহকদের সমস্ত জিও অ্যাপস যেমন, JioTV, Jio Cinema, Jio Security, Jio Cloud ইত্যাদি সবকিছু অফার করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
প্যান আধার লিঙ্ক করা থাকলেও দেখুন, নাহলে SEBI এর সিদ্ধান্তে বিপদের সম্মুখীন হতে পারেন আপনিও।
এটি ছাড়াও, জিও-র 719 টাকার একটি প্ল্যান রয়েছে। তবে 719 টাকার প্ল্যানের বৈধতা মাত্র 84 দিন। এই প্ল্যানটি এক বছরের মেয়াদে রিচার্জ করতে হলে গ্রাহকের খরচ হবে 2876 টাকা। সাথে গ্রাহক ভ্যালিডিটি পেয়ে যাবেন 336 (84X4) দিনের। কিন্তু গ্রাহক যদি 2,879 টাকার প্ল্যানটি রিচার্জ করেন, তাহলে তিনি এক্কেবারে এক বছর বা 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। অর্থাৎ 719 টাকার রিচার্জ প্ল্যানটির তুলনায় আরও 29 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি মিলবে।
আগামী মাস থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না, যদি না করেন এই কাজ।
719 টাকার এই জিও রিচার্জ প্ল্যানটি যারা রিচার্জ করেন তাঁদের অন্তত চার বার রিচার্জ করতে হয়। চার বার রিচার্জ করার পর 719 টাকার Jio প্ল্যানটি মাত্র 336 দিন ব্যবহার করা যায়। তবে, গ্রাহকরা যদি 3 টাকা বেশি খরচ করে 2,879 টাকার বার্ষিক প্ল্যানটি রিচার্জ করেন, তবে একাধারে যেমন অতিরিক্ত ডেটাও মিলবে, তেমনই আবার 29 দিন অতিরিক্ত ব্যবহার করে 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাওয়া যাবেন। অর্থাৎ, গ্রাহকরা 29 দিন বা প্রায় এক মাসের ভ্যালিডিটি ফ্রি-তে পেয়ে যাবেন!
Written by Parna Banerjee.