এবার রেশন দোকান হবে ব্যাংকের মতো, টাকা তোলা, জমা, অনলাইন ব্যাংকিং সব করা যাবে।

রাজ্যের সাধারণ মানুষের কাছে রেশন পৌঁছে দিতে কেন্দ্র সরাসরিভাবে রাজ্যের সাহায্যে করে থাকে রসদ সরবরাহের কাজ। তবে এবারে কেন্দ্র সরকারের নতুন চিন্তা ভাবনাতে উঠে এসেছে নতুন পদক্ষেপ। এক্ষেত্রে Ration দোকানের সাথে যেহেতু সরাসরি সমাজের মানুষের সম্পর্ক থাকে, সেহেতু এই সকল বিষয়ে কেন্দ্র নিতে চলেছে এই পদক্ষেপ। চলুন, জেনে নেওয়া যাক।

রেশন দোকান হয়ে যাবে কাস্টমার সার্ভিস সেন্টার।

মিড ডে মিল সহ একাধিক প্রকল্পে বকেয়া মেটানো নিয়ে কেন্দ্র–রাজ্য টানাপোড়েন চলেছে বর্তমানে। এখন এই তালিকায় নতুন সংযোজন Ration প্রকল্প। বাংলার Ration দোকানগুলি থেকে অনলাইনে নানা সরকারি পরিষেবা প্রদান নিয়ে বিরোধ বেঁধেছে ইতিমধ্যেই। মূলত, রাজ্যের রেশন দোকানগুলিতে রাজ্য সরকারের বিএসকে (বাংলা সহায়তা কেন্দ্র) থাকবে নাকি কেন্দ্রের সিএসসি (কমন সার্ভিস সেন্টার) সেটা নিয়েই চলছে মতভেদ। প্রসঙ্গত, এই CSC তে কেবলমাত্র রেশন তোলাই নয়, বিভিন্ন সরকারী পরিষেবা, ব্যাংকিং পরিষেবা ছাড়াও একাদিক পরিষেবা দেওয়া হয়।

স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার চাইছে, Ration Shop থেকে অনলাইন সরকারি পরিষেবা দিতে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সিএসসি শুরু করা হোক। তবে রাজ্য সরকার তা মানতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ধারণা, এতে মানুষ সমস্ত পরিষেবা পাবে না। কেন্দ্রের খাদ্য ও গণবন্টন মন্ত্রী পীযূষ গোয়েলসহ মন্ত্রকের শীর্ষকর্তারা এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক করে ফেলেছেন।

সিএসসি চালু করার প্রস্তাবনা প্রতিটি রাজ্যের সরকারের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে। এরপরেই বেঁকে বসেছে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘‌আমরা চাইছি রাজ্যের রেশন দোকানগুলিতে কেন্দ্রীয় সরকারের সিএসসি নয়, রাজ্য সরকারের বিএসকে চালু হোক।

কারণ এটার মাধ্যমে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষকে অনলাইনে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।’‌ এদিকে বিএসকে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম। বর্তমানে রাজ্যে বিএসকে থেকে সরকারের ৪০টি দফতরের ৩২৩ ধরনের পরিষেবা অনলাইনে পাওয়া যায়। এই সমস্ত পরিষেবা কেন্দ্রের সিএসসি দিয়ে সম্ভব নয় বলে দাবি করছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়লো, জেনে নিন 14.2KG ঘরোয়া রান্নার গ্যাসের দাম কত?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখন রাজ্যে ৩,৫৬১টি বিএসকে রয়েছে। আরও ১,৪৬৪টি কেন্দ্র খোলা হবে খুব তাড়াতাড়ি। এমন আবহে, রাজ্যের প্রায় ২১ হাজার রেশন দোকানে বিএসকে চালু করা গেলে একধাক্কায় বিএসকের সংখ্যা অনেকটাই বাড়ানো সম্ভব হবে। আবার, কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, বর্তমানে ২০টি রাজ্যের রেশন দোকানে সিএসসি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

হোলিতে সুরাপ্রেমীদের সুখবর, দেশি, বিদেশি মদ একেবারেই সস্তা, কোন মদের কি দাম, একনজরে দেখে নিন।

এই রাজ্যগুলির প্রায় ৩৩ হাজার ১৮৮টি রেশন দোকান সরকারের তরফে প্রয়োজনীয় আইডি পেয়ে গিয়েছে। এই সিএসসি থেকে অনলাইনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিষেবা ছাড়াও মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। তবে রেশন দোকানগুলি থেকে এই পরিষেবা সাধারণ মানুষের আদৌ কতটা কাজে লাগাতে পারবেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button