রাজ্যে মিড ডে মিল সংক্রান্ত দায়িত্বে অব্যহতি মিলছে শিক্ষকদের, তবে UC কাদের হাতে! বিস্তারিত দেখুন।
রাজ্যের মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে শিক্ষকেরা দায়িত্ব ছাড়ার জন্য অনেক দিন থেকেই নিজেদের আবেদন জমা করে যাচ্ছিলেন তারা। সম্প্রতি কেন্দ্রের দলের রাজ্য স্কুল পরিদর্শন করার পরপরই এবারে নবান্ন নিচ্ছে এই সিদ্ধান্ত। এবার থেকে শিক্ষকদের মুক্তি মিলতে চলেছে এই Mid Day Meal থেকে। তবে কাদের হাতে যাচ্ছে দায়িত্ব, বিস্তারিত জেনে নেওয়া যাক।
মিড ডে মিল থেকে শিক্ষকদের দায়িত্ব থেকে মিলছে মুক্তি।
খুশির খবর রাজ্যের সমস্ত স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবার বড়ো বদল আনতে চলেছে নবান্ন। এক বৈঠকে নবান্নের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে Mid Day Meal সংক্রান্ত আর্থিক পরিচালনা সংক্রান্ত দায়িত্বের ঝক্কি আর পোহাতে হবে না শিক্ষক শিক্ষিকাদের।
এবার থেকে মিড ডে মিলের আর্থিক বিষয় সংক্রান্ত আয় – ব্যয়ের হিসাবের দেখভাল করবেন স্কুলের আশেপাশে থাকা স্বনির্ভর গোষ্ঠীর অধীনে বিভিন্ন ব্লকে ব্লকে যে মহা সঙ্ঘগুলি রয়েছে, তারা। মিড ডে মিলের দায়ভার হস্তান্তর হয়ে যাওয়ার ফলে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শিক্ষকরা, এমনটাই ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে নবান্ন জানিয়েছে, এবার থেকে মিড ডে মিলের আয় – ব্যয় পরিচালনা সংক্রান্ত দায়িত্ব, খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি বিষয় পরিচালনার দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলির অধীনস্থ বিভিন্ন ব্লকে ব্লকে উপস্থিত মহা সঙ্ঘগুলিকে। শুরুর দিকে পরীক্ষামূলক ভাবে রাজ্যের প্রতিটি জেলার চার-পাঁচটি ব্লকে পাইলট আকারে এই প্রকল্প চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তীতে যদি পাইলট প্রকল্পে সাফল্য আসে তবে গোটা রাজ্য জুড়েই এই পদ্ধতি কার্যকরী হবে। জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকেই পাইলট আকারে এই প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে। প্রকল্প ফলপ্রসূ হচ্ছে কিনা তা পরীক্ষা করতে দেরী করতে চাইছে না রাজ্য সরকার। বৈঠক শেষে জানানো হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে খুব শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতর এই বিষয় নিয়ে একটি গাইডলাইনও প্রকাশ করবে।
জ্বর, সর্দি, কাশি ভাইরাস মোকাবিলা করতে নির্দেশিকা দিল স্বাস্থ্য দপ্তর। আতঙ্কিত না হয়ে জেনে নিন।
ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এতদিন অবধি স্কুলের মিড ডে মিলের আর্থিক পরিচালনা সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত হিসাব স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরাই দেখাশোনা করতেন। তবে এত বছর পর হয়ত এবার সেই গুরু দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়ার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল সরকারের প্রায় সমস্ত নিয়োগ এবং হিসেব সংক্রান্ত নথিপত্রে মিলছে গোজামিল, দুর্নীতি এবং অস্বচ্ছতা। ব্যতিক্রম নয় কেন্দ্রের তরফে অনুদান পাওয়া মিড ডে মিল সংক্রান্ত বিষটিও। এদিকে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পশ্চিমবঙ্গে মিড ডে মিলের শেষ তিন আর্থিক বর্ষের হিসেবে ক্যাগ অডিট-এর নির্দেশ দিয়েছেন।
বয়স্ক নাগরিকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেবে সরকার, প্রকল্পের বিবরণ জেনে নিন।
আর্থিক নয়ছয়ের অভিযোগ নিয়েই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। এই উপলক্ষে সম্ভবত মার্চ বা এপ্রিল মাসেই কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে মিড ডে মিলের অডিট মেলাতে আসছে। তার আগেই স্বনির্ভর গোষ্ঠীর অধীনে মহাসঙ্ঘগুলির হাতে মিড ডে মিলের আর্থিক লেনদেনের বিষয়টি তুলে দিয়ে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে রাজ্যের তৃণমূল সরকার।
Written by Parna Banerjee.