Adenovirus – জ্বর, সর্দি, কাশি ভাইরাস মোকাবিলা করতে নির্দেশিকা দিল স্বাস্থ্য দপ্তর। আতঙ্কিত না হয়ে জেনে নিন।

এবারে রাজ্যের স্বাস্থ্য দপ্তর রাজ্যবাসীদের Adenovirus নিয়ে বিশেষভাবে সতর্ক করতে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে নতুন নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তাদের বক্তব্য অনুসারে সমাজে এই ভাইরাসের প্রকোপ কমাতে সতর্ক হতে হবে বড়দের। এবারে দেখা যাচ্ছে শিশুরাই বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে। বড়দের সতর্ক করা গেলে শিশুদের আরও বেশি সুরক্ষিত করা সম্ভব।

রাজ্যে Adenovirus প্রকোপ কমাতে সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ।

Adenovirus থেকে নিজেদের রক্ষা করতে মেনে চলা দরকার বেশ কিছু নিয়ম। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর বেশ কিছু পরামর্শ দিচ্ছে। সেগুলই একে একে জেনে নেওয়া যাক।
বারংবার সাবান বা স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার করতে হবে। বাইরে থেকে এলে এই কাজ করতেই হবে বড়দের।

ঘরের মধ্যে ঢোকার পর জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করেই বাড়ির শিশুদের সংস্পর্শে আসতে হবে।
ভিড় থেকে নিজেদের যতটা সম্ভব সরিয়ে রাখুন।
শিশুদের নিয়ে জনবহুল এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।

মোবাইল রিচার্জে BSNL – এর নতুন প্ল্যান, রিচার্জ করার আগে দেখে রাখুন।

নিজের হাঁচি, কাশি হলে সর্বদা রুমাল ব্যবহার করুন।
যেখানে সেখানে থুতু ফেলার অভ্যেস পরিত্যাগ করতে হবে।
সাথে রুমাল না থাকলে কনুই দিয়ে নিজের মুখ ঢেকে হাঁচি, কাশি দিন।
দুর্বল শিশুদের একটু সাবধানে রাখা খুবই দরকার।

এই Adenovirus আক্রান্ত হলে কিছু বিশেষ নিয়ম মেনে অবশ্যই চলা উচিৎ। সেক্ষেত্রে,
এই সক্রামক রোগ থেকে বাঁচতে শিশুদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হবে। এতে সঙ্ক্রমন কমবে।
বড়রা কেউ আক্রান্ত হলে তাকে একটু আলাদা স্থানে রাখলে এই রগ কম ছড়াবে।

বয়স্ক নাগরিকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেবে সরকার, প্রকল্পের বিবরণ জেনে নিন।

আদা, গোল মরিচ, গরম জল ব্যবহার করে নিজের গলা সুরক্ষিত রাখুন।
গরম পানীয় বারবার ব্যবহার করতে থাকুন।
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলুন। নিজে নিজে কোন ওষুধ প্রয়োগ করা ঠিক নয়।
আয়ুর্বেদিক হিসেবে লবঙ্গ, বাসক, রাম তুলসি, গোল মরিচ, পিপুল ব্যবহার করাই যেতে পারে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের সমস্ত হাসপাতালে Adenovirus নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেক্ষেত্রে নম্বর হচ্ছে – 1800 313 444 222. এই নম্বর 24 ঘণ্টা খোলা থাকবে। যেকোন পরামর্শ পেতে এই নম্বরে যোগাযোগ করা যাবে। এমন আরও আপডেট পেতে দেখতে থাকুন সুখবর বাংলা। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button