Pension budget

সরকারী কর্মীরা প্রতি মাসে কিছু টাকা পেয়ে থাকে অবসর কালীন সময়ে যা Pension নামেই পরিচিত। মানুষের কর্ম ক্ষমতা বা শারীরিক দুর্বলতা ফুটে ওঠে বয়সের সাথে সাথেই। এবারে তাদের মুখেই হাসি ফোটাতে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগ। বরাদ্দ বেড়েছে অনেক বেশি। কিভাবে আর কি পরিমাণে সুবিধা পেতে চলেছেন পেনশন প্রাপকেরা, চলুন জেনে নেওয়া যাক।

পেনশনারদের জন্য বিশেষ ঘোষণা করেছে সরকার। এবারের কেন্দ্রীয় বাজেটে পেনশনারদের জন্য রয়েছে সুখবর। এবারের কেন্দ্রীয় বাজেটে পেনশনারদের জন্য 28 হাজার 138 কোটি টাকা বেশি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ এর ফলে লাভবান হবেন সকল পেনশনার।

Pension দেবার জন্য 28 হাজার 138 কোটি টাকা বাজেট বরাদ্দ কেন্দ্রীয় সরকারের।

কেন্দ্রীয় বাজেট 2023-24 বর্ষে One Rank One Pension (OROP) স্কিমের অধীনে সশস্ত্র বাহিনীর পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের সমস্ত প্রয়োজনীয়তা পূরণের জন্য এই 28 হাজার 138 কোটি  টাকা বরাদ্দ করা করেছে কেন্দ্র৷ এতে পেনশন প্রাপকরা বিশেষ কিছু সুবিধা পাবেন।

2022-23 অর্থবছরে 3,582.51 কোটি টাকার তুলনায় 2023-24 অর্থবছরে মোট 543 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে প্রাক্তন সৈনিকদের অবদানকারী স্বাস্থ্য প্রকল্পের (ECHS) জন্যও বরাদ্দ অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে।

বাজেটে বরাদ্দ বৃদ্ধির ফলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পেনশনার সৈনিকদের পরিবারের প্রবীণ সদস্যরা সবরকম পরিষেবা পাবেন আরও সুলভে। এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, 2023-24 অর্থবছরে প্রতিরক্ষা Pension বাজেটে 15.5 শতাংশের উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে। 2023-24 সালে এই বরাদ্দের পরিমাণ ছিল 1,38,205 কোটি টাকা। 2022-23 সালে যার পরিমাণ ছিল 1,19,696 কোটি টাকা।

আধার কার্ডে ভুল সংশোধন করুন ঘরে বসে, পদ্ধতি জানতে ক্লিক করুন।

অন্যদিকে RE খাতে 28 শতাংশ বৃদ্ধি করেছে সরকার। One Rank One Pension (OROP)-এর অধীনে সশস্ত্র বাহিনী পেনশনভোগী বা তাদের পরিবারের পেনশনভোগীদের প্রয়োজন মেটাবার জন্য 28,138 কোটি টাকাও এর মধ্যে ধরা হয়েছে।

2023 সালের বাজেটে, অর্থমন্ত্রী ঘোষণা করেন যে, 7 লাখ টাকা পর্যন্ত উপার্জনকারীদের কোনও কর দিতে হবে না। গত বছর অবধি যাদের আয় ছিল 5 লাখ টাকা তাদের কোনো কর দিতে হতো না। কিন্তু 2023 সালের বাজেটে করা ঘোষণা অনুযায়ী, এখন 7 লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না।

মাত্র একবার টাকা দিয়েই 10 বছরেই পাবেন লাখ লাখ টাকা, সাধ‍্যের মধ্যেই প্রিমিয়াম।

চলতি বছরের বাজেট অনুযায়ী, নতুন কর ব্যবস্থায় করদাতারা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধাও পাবেন। 2023 সালের বাজেটে বেতনভোগী এবং পেনশনভোগীরা 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন। অর্থাৎ, এই বছরে যাদের আয় 7.50 লাখ টাকা, তাদেরকে কোনও কর দিতে হবে না। তবে বেতনভোগী বা পেনশনভোগী নন এমন ব্যক্তিদের কর দিতে হবে।
Written by Parna Banerjee.