Bank Interest – আবার ঋণের উপর সুদ বাড়ালো এই 2টি ব্যাংক, গ্রাহকদের মাথায় হাত! বিস্তারিত দেখুন।

গত ৮ই ফেব্রুয়ারি ফের ব্যাংকের রেপো রেট (Bank Interest) বৃদ্ধি করলো এই দুই ব্যাংক। এর ফলে ঐ ব্যাংক দুটির গ্রাহকদের সমস্যা বাড়তে চলেছে অনেকটাই। এবার থেকে আগের তুলনায় গুণতে হবে অনেক বেশি সুদ। এর ফলে বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছেন গ্রাহকেরা। কোন কোন ব্যাংক বৃদ্ধি এই সুদের হার তথা Bank Interest! চলুন, তবে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI নিয়ম মানতে হয় Bank Interest Rate বৃদ্ধির ক্ষেত্রে।

পাঞ্জাব নাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা – এই দুই নামী ব্যাংক বৃদ্ধি করা রেপো রেটের পরিমাণ 25 বেসিস পয়েন্ট। এরপর থেকেই একে একে Bank Interest বাড়াতে শুরু করেছে বিভিন্ন ব্যাংকগুলি। রেপো রেট বাড়ার সাথে সাথেই সুদের হার বাড়ানোর কথা প্রথম ঘোষণা করে HDFC ব্যাঙ্ক। এবার একে একে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ব্যাঙ্ক অফ বরোদা (BoB) এই দুই ব্যাঙ্কও ঋণের উপর সুদের হার বৃদ্ধি করল। দুটি ব্যাঙ্কই লোনের উপর ০.২৫ শতাংশ হারে সুদ বৃদ্ধি করেছে। এখানে উল্লেখ্য, RBI এর বাড়ানো রেপো রেটের হারও ০.২৫ শতাংশই।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে এই নতুন Bank Interest ৯ই ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। আবার, ব্যাংক অফ বরোদার তরফে জানা গেছে, তারা নতুন সুদের হার ১২ই ফেব্রুয়ারি থেকে কার্যকর করবে। একদিকে যখন ঋণের উপরে সুদের হার বাড়াচ্ছে একের পর এক ব্যাংক, অন্যদিকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে বন্ধন ব্যাংক।

সমস্যার জট কাটিয়ে Ration সামগ্রী নিতে লাগবেনা কোন কার্ড, একাজ করলেই ফ্রিতে পাবেন সব রেশন।

এই নিয়ে বিগত 3 মাসের মধ্যে 2 বার সুদের হার বৃদ্ধি করল বন্ধন ব্যাংক। এই নতুন সুদের হার কার্যকর হয়েছে 6 ফেব্রুয়ারি থেকে। বন্ধন ব্যাংকের তরফে জানানো হয়েছে, ৬০০ দিনের মেয়াদ কালের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হবে ৮.৫ শতাংশ। যেখানে সাধারণ নাগরিকরা পাবেন 8 শতাংশ হারে সুদ।

91 টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ হতেই হু হু করে গ্রাহক বাড়ছে জিও এর, এক রিচার্জে সবকিছু।

বর্তমানে বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে তার গ্রাহকদের। বন্ধন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে চাইলে বাড়িতে বসেই বিনিয়োগকারীরা এই FD- তে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে mBandhan অ্যাপের মাধ্যমে বা বন্ধন ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকেরা এই এফডিতে টাকা বিনিয়োগ করতে সক্ষম।
Written by Parna Banerjee.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button