Education – বদলে গেল স্কুলের নিয়ম, স্কুল ব্যাগ বাতিল, শিক্ষকদের লেসন প্লান বাধ্যতামূলক, কি কি নির্দেশ এলো।
সারা দেশের শিক্ষা ব্যবস্থায় (Education System) এক বড় পরিবর্তন আসতে চলেছে (National Education Policy). আর তার প্রথম পদক্ষেপ নেওয়া হলো। এবার থেকে ব্যাগ নিতে হবে না কাঁধে, বদলে গেল বাচ্চাদের স্কুলে যাওয়ার নিয়ম।
National Education Policy:
পরনে স্কুল ইউনিফর্ম, কাঁধে একটা বড় ঢাউস ভারী ব্যাগ। ব্যাগের ভার যে যথেষ্টই, তা ঐ পড়ুয়ার চলাফেরাতেই স্পষ্ট। স্কুল পড়ুয়াদের এই ছবি এখন স্বাভাবিক। এবার এই পরিস্থিতির কিছুটা হলেও বদল ঘটাতে চাইছে সিআইএসসিই বোর্ড CISCE Board. জাতীয় শিক্ষানীতিতে National Education Policy আগেই বলা হয়েছে, এবার থেকে হাতে-কলমে শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞানকেই বেশি করে প্রয়োগ করতে হবে।
ব্যাগের মধ্যে বহু খাতাপত্র বই নিয়ে শুধুমাত্র মুখস্ত বিদ্যার উপর নির্ভর করে শিক্ষা গ্রহণ করার দিন আর নেই। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সময় শিক্ষা ক্ষেত্রেও (Education System) বদল প্রয়োজন। বিশেষ করে শিক্ষা পর্ব শেষ করার পরে জীবনে বেঁচে থাকার জন্য উপার্জন প্রয়োজন। আর তার জন্য ব্যবহারিক শিক্ষা প্রয়োগ করার দরকার।
এবার সেই জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করেই ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বছরে ১০ দিন বা ৬০ ঘন্টা ব্যাগ ছাড়া স্কুলে কাটানোর নির্দেশিকা জারি করা হয়েছে সিআইএসসিই বোর্ডের তরফে।
এবার ব্যাগ ছাড়া কিভাবে পড়ুয়ারা স্কুলে সময় কাটাবে, কিভাবে শিক্ষকদের কাছ থেকে ব্যবহারিক বিষয়ে শিক্ষা গ্রহণ করবে, সেই সমস্ত কিছু নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। বইপত্র ছাড়া শিক্ষকেরা কিভাবে ক্লাস করবেন তার জন্য আলাদা পাঠ টীকা বা লেসন প্ল্যান করতে হবে।
বোর্ডের নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, হাতে-কলমে শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে। এই বিষয়ের উপরেই গুরুত্ব (Education System) দিতে হবে। খেলাধুলো, কুইজ এবং বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার উপরে জোর দেওয়া হচ্ছে। মাটির জিনিস তৈরি করা, বৈদ্যুতিন মডেল তৈরি করা, ছবি আঁকা, বাগান করা সহ বিভিন্ন পদ্ধতিতে হাতে কলমে শেখার মাধ্যমে পড়ুয়ারা শিক্ষা লাভ করবে।
বাংলার ছেলে মেয়েদের 1500 টাকা করে দিচ্ছে সরকার, নাম লেখাতে ক্লিক করুন।
সেই বিষয়ে শিক্ষকদেরকেও গুরুত্ব দিয়ে উদ্যোগী হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের এই উদ্যোগকে কলকাতার অধিকাংশ স্কুলের অধ্যক্ষরা স্বাগত জানিয়েছেন। ন্যাশনাল ইংলিশ হাই স্কুলের অধ্যক্ষা বলেন, বর্তমানে গুগল থেকে সবকিছু জানা যায়। মুখস্ত করার আর সেই অর্থে দরকার পড়ে না। তাই পড়ুয়াদের ব্যবহারিক জ্ঞান বাড়ানোর প্রয়োজন। আর সেই কাজে ব্যাগ ছাড়া স্কুলের এই দিনগুলি ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট উপকারী হবে।
স্কুল কলেজে ভর্তি হলেই স্কলারশিপ দিচ্ছে Jio, নগদ টাকা পেতে ক্লিক করুন।
Education বোর্ডের এই নির্দেশিকার প্রসঙ্গে অভিভাবকেরাও খুশি। তাদের কথায়, প্রতিদিন তাদের ছেলেমেয়েরা ভারী ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়। ১০টা দিন যদি বছরে সেই অবস্থা থেকে তারা একটু মুক্তি পায়, তাহলে খোলা মনে আনন্দের সঙ্গে তারা এই হাতে-কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারবে। যা তাদের পক্ষে যথেষ্টই ভালো হবে।
CISCE Board এর তরফে নির্দেশিকায় আরো বলা হয়েছে, পড়ুয়ারা যে দিনগুলিতে স্কুলে ব্যাগ ছাড়া আসবে, সেই দিন প্রয়োজনে শিক্ষামূলক ভ্রমণের (Educational Tour) ওপরে গুরুত্ব দিতে হবে। ব্যাগ ছাড়া স্কুলের ওই দিনগুলিতে পড়ুয়ারা শিক্ষকদের সহযোগিতায় কোনো বিষয়ের ওপর সমীক্ষাও (Survey) করতে পারে। পাশাপাশি ওই সমীক্ষার জন্য তারা বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎকারও (Interview) নিতে পারে। যদি পড়ুয়ারা হাতে-কলমে শিক্ষার মাধ্যমে একটু অন্যভাবে শেখে তাহলে পড়ুয়াদের পক্ষে উপকারী হবে।
Written by Satadal.
বাংলার ছেলে মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর নতুন স্কলারশিপ, আবেদন করলেই নগদ টাকা।