BSNL Recharge – একমাসের রিচার্জে চলবে সারা বছর। Jio, Airtel কুপোকাত।

বর্তমান ভারতে টেলিকম জগতে অন্যতম স্থান দখল করেছে BSNL. যদিও Jio বা Airtel সারা ভারতের বেশ কিছু প্রধান শহরে চালু করেছে 5G পরিষেবা। আর এই 2023 সালের মধ্যেই তারা এই 5G পরিষেবা ছড়িয়ে দেবে সারা ভারতের কোনায় কোনায়। সেই দিক থেকে BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড খুব বেশি পিছিয়ে নেই। তাদের দাবী, এই বছরের মাঝামাঝি সময়ে সারা ভারতে চালু হবে 4G পরিষেবা। রিচার্জের নতুন অফার চালু করেছে গ্রাহকদের জন্য। চলুন, জেনে নেওয়া যাক।

BSNL সংক্রান্ত নতুন অফারে গ্রাহকদের মিলছে আনলিমিটেড পরিষেবা।

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL এখনো 4G পরিষেবা চালু করতে না পারলেও গ্রাহকদের খামতি নেই। গ্রাহকদের বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে ভারত সঞ্চার নিগম লিমিটেড। আর এই কারণেই গ্রাহকদের মধ্যে বেশ উন্মাদনা থাকে নতুন অফার নিয়ে। এই সকল অফারগুলি রীতিমতো টেক্কা দিচ্ছে অন্যন্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে। এই নতুন প্ল্যানে মিলতে চলেছে সম্পূর্ণ আনলিমিটেড ডেটা। আর এই বিপুল পরিমাণে ডেটা পাওয়া যাবে 3G পরিষেবাতেই।

আগের যে সকল প্ল্যান ছিল BSNL এর, সেই সকল প্ল্যান গুলিকে পেছনে ফেলে দিচ্ছে এই নতুন অফার। বর্তমানে এই টেলিকম সংস্থা দৈনিক 1-2 GB ডেটা অফার করে থাকে। তবে বর্তমানে সাধারণ মানুষের কাজের বহর বেড়েছে অনেক গুণ। তাই ঐ স্বল্প ইন্টারনেট ডেটা অনেকের ক্ষেত্রেই কম পড়ে যাচ্ছিল। এই কারণে বিএসএনএল নিয়ে এসেছে নতুন এই আকর্ষণীয় প্ল্যান। নতুন প্ল্যানে কত টাকা খরচ হবে আর পাওয়া যাবে কি কি সুবিধা তা জেনে নেওয়া যাক এক নজরে।

PM Kisan প্রকল্পে 14 কোটি গ্রাহকের একাউন্টে টাকা ঢোকা শুরু। কারা আগে পাবেন?

বিএসএনএল টেলিকম কোম্পানির এই নতুন প্ল্যান পাওয়া যাবে মাত্র 398 টাকাতে। এই প্ল্যানের নাম হলো TrulyUnlimitedSTV_398. এই প্ল্যানে সম্পূর্ণ আনলিমিটেড ডেটার সুযোগ মিলবে গ্রাহকদের। এক্ষেত্রে অফুরন্ত কলিং এর সুবিধা থাকবে। এরই সাথে সাথে মিলবে আনলিমিটেড ইন্টারনেট এর সুবিধা। এর সাথে সাথে গ্রাহকেরা তার প্রিয়জনের কাছে বা অন্যান্য প্রয়োজনে SMS পাঠাতে পারবেন প্রতিদিন আর তাও আবার 100 টি করে।

BSNL এর তরফে জানানো হয়েছে যে তাদের এই প্যানের ভ্যালিডিটি থাকবে 30 দিনের। যদিও অধিকাংশ প্ল্যানের ভ্যালিডিটি থাকে 28 দিনের জন্য। তবে এই প্ল্যানের রিচার্জ করলেই গ্রাহকেরা একবারে নিজেদের কলিং, SMS আর ইন্টারনেট এর ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন দীর্ঘ 30 দিনের জন্য। তাহলে আর দেরি না করে আপনার বিএসএনএল সিম কার্ডে রিচার্জ করে নিন এই প্ল্যান আর সমস্ত সুবিধা উপভোগ করুন।

টয়লেট বানানোর জন্য 12000 টাকা দিচ্ছে সরকার। Swachh Bharat Mission Gramin Phase 2 প্রকল্পে নাম নেওয়া শুরু হলো।

রিচার্জ সংক্রান্ত আরও আকর্ষণীয় অফার জানতে দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন। এছাড়া সরকারি ও বেসরকারি চাকুরী, সরকারি প্রকল্প, স্কুল, কলেজের খবর, নানা ধরণের স্কলারশিপ সংক্রান্ত বিষয়ে জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। এছাড়া আপনি আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। প্রতিবেদন পাঠের জন্য ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

2 Comments

  1. মোবাইল রিচার্জ সম্পর্কে আরও জানান।✍ ধন্যবাদ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button