UIDAI থেকে আধার কার্ড নিয়ে 2023 সালে জারি হলো নতুন সতর্কতা। প্রতিবেদন দেখে নিন।

UIDAI থেকে সাধারণ জনগণকে আরও বেশি করে সুরক্ষার বলয়ে মোড়ার লক্ষ্য নিয়ে জারি হয়েছে সতর্কতা। ভারতের যেকোনো রকমের সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেকটি দপ্তরই নির্ভর করে এই আধার কার্ডের ওপরে। আধার কার্ড না থাকলে যেকোনো রকমের সুবিধাই অনিশ্চিত এবং সময় সাপেক্ষ।

UIDAI এর নিয়ম গুলি জেনে সতর্ক থাকুন।

বর্তমানে সাধারণ মোবাইল এর সিম কার্ডই হোক বা হোক রেশন তোলা, সব কিছুতেই UIDAI এর আধার কার্ডের গুরুত্ব সর্বাধিক। এর প্রধান কারণ হলো বায়োমেট্রিক তথ্য। আধার কার্ডের মাধ্যমে যেকোনো দপ্তর আপনার তথ্য যাচাই করে নিতে সক্ষম কিন্তু তা অবশ্যই আপনার অনুমুতি সাপেক্ষ। তবে এই আধার কার্ডের তথ্যকে আপনি করে রাখতেই পারেন আরও বেশি সুরক্ষিত।

বর্তমানে UIDAI থেকে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আপনি যেকোনো কাজেই ব্যবহার করছেন আধার কার্ড। তবে অসাধু ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে আপনি এই সাবধানতা অবলম্বন করতেই পারেন। আর প্রয়োজন অনুসারে আপনি এর ব্যবহার নিজের নিয়ন্ত্রণেও রাখতে পারবেন। কিভাবে আর কেনই বা করবেন এই সুরক্ষার ব্যবহার?

আধার কার্ডকে আপনি যেকোনো কাজেই ব্যবহার করতে পারেন। ব্যাংক, প্যান কার্ড, পাসপোর্ট এই সকল নথিগুলির মতোই নিরাপত্তার সাথেই ব্যবহার করুন UIDAI এই আধার কার্ড। নতুন এই বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, “আধার ভারতের নাগরিকদের ডিজিটাল আইডি। এটি সমগ্র দেশবাসীর অনলাইন এবং অফলাইন পরিচয় যাচাইকরণের প্রধান মাধ্যম। কেউ যে কোনও যাচাইকরণ প্রক্রিয়ায় এটি ব্যবহার করতে পারেন”।

রান্নার গ্যাসের দাম থেকে ব্যাংকের সুদ, নতুন বছর থেকে বদলাচ্ছে 4টি নিয়ম। মাথায় হাত মধ্যবিত্তের।

যে কাজে এই আধার কার্ডটি ব্যবহৃত হবে তা আগে থেকে সুনিশ্চিত করে নিন। কোন অজ্ঞাত ব্যক্তির কোন রকম ডিভাইসে হঠাৎ করেই নিজের আঙ্গুলের ছাপ দেবেন না। কোন অফিসে গিয়েও একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে না জানিয়ে হঠাৎ করে তাকাতে বললেও তা করবেন না। এতে আপনার ফিঙ্গার প্রিন্ট বা রেটিনা স্ক্যান করে নিতে পারেন তারা।

আধারের সাথে থাকে একটি VID নাম্বার। আধার নাম্বার ব্যবহার না করতে চাইলে আপনি এই VID নাম্বারও ব্যবহার করতে পারেন। এই VID যদি কারো কাছে না থাকে তাহলে আপনি খুব সহজেই UIDAI এর আধার পোর্টালে গিয়ে নিজের VID নিজেই বানিয়ে নিতে পারবেন। আধারের নাম্বারের জায়গায় আপনি এই VID নাম্বার ব্যবহার করতেই পারেন। কাজ একই। এক্ষেত্রে আপনাকে দিতে হবে না আপনার আশার নাম্বার।

পোষ্ট অফিসে টাকা রেখে একাউন্ট ফাঁকা! আজই পাসবই আপডেট করে দেখুন।

এছাড়াও আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করেও রাখতে পারেন। এমন আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পের বিষয়ে তথ্য জানতে দেখতে থাকুন আমদের প্রতিবেদন। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

2 Comments

  1. Aamar meyer aadhar no fingerprint aase na .jar darun Bank er Taka tola jay na . school stipend er Taka sab joma hoye jachhe.aami khub samasyar modhye aachhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button