হবু প্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ। Primary TET Interview নিতে তড়িঘড়ি ডাক পর্ষদের। না দেখলে, এক ভুলেই সব শেষ।
প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নিতে তড়িঘড়ি নির্দেশ দিয়ে ডেকে পাঠাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। হাতে আর বাকি মাত্র 4-5 দিন। এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করে জীবনের পট পরিবর্তনের সূচনা লগ্নে এগিয়ে যেতে হবে নির্ভুলভাবে। এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত খুঁটিনাটি জানিয়ে দিয়েছে পর্ষদ। আসুন, সম্পূর্ণ আলোচনায় তা দেখে নেওয়া যাক বিশদে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের লিস্ট সহ বিজ্ঞপ্তি প্রকাশ করল WBBPE.
প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য WBBPE এর তরফ থেকে বিগত 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণ সফল হবু প্রাথমিক শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর সাথে বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছে পর্ষদ। কবে হবে এই প্রথম দফার ইন্টারভিউ, কি কি নথি সাথে নিতে হবে, কবে হবে ইন্টারভিউ, এর সম্মস্ত কিছুই জানিয়েছে পর্ষদ। আগামী মঙ্গলবার তথা 27.12.2022 তারিখে হবে এই ইন্টারভিউ।
হবু প্রাথমিক শিক্ষক নিয়োগে VIVA এবং Aptitude Test জন্য প্রস্তুতি নিতে হবে খুব তাড়াতাড়ি। ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্টের জন্য বিজ্ঞপ্তি রেফারেন্স: মেমো নং 1573/WBBPE/2022 তারিখ – 29/09/2022 এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা মেমো নং 1573(পার্ট-1)/WBBPE/2022 তারিখ 21/10/2022 এর সাথে পঠিত হবে। আসুন এবারে জেনে নেওয়া যাক, কি কি নথিপত্র সহ যেতে হবে ইন্টারভিউ দিতে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।
সমস্ত হবু প্রাথমিক শিক্ষকদের সকলকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড, পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষামূলক/সুপারিশকারী সংস্থা, তার সরাসরি অধীনে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের প্রথম পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27/12/2022 মঙ্গলবার তারিখে, প্রকাশিত তালিকা অনুসারে কোলকাতা জেলায় বেছে নেওয়া প্রার্থীদের জন্য তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণ করা হবে।
পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, 2016 হিসাবে সংশোধিত সমস্ত নিয়ম এই নিয়োগ বিধিতে প্রযুক্ত হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই ধরণের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি স্বাধীন প্রক্রিয়ায় হবে। এই প্রক্রিয়াটি খুবই প্রয়োজনীয় কারণ 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার জন্য এই ধরণের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া হবে, আবেদনকারীদের সংখ্যা বিবেচনা করে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
সমস্ত হবু প্রাথমিক শিক্ষকদের সকল রকমের নথিপত্র নিয়ে ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পর্ষদ। এক্ষেত্রে কি কি নথি নিতে হবে তার তালিকা দেখে নেওয়া যাক। নীচে তালিকাভুক্ত নথিগুলির সত্যায়িত জেরক্স নিতে হবে।
1) TET-এর অ্যাডমিট কার্ড,
2) TET-যোগ্যতার ডাউনলোড করা নথি,
3) বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষা/এর শংসাপত্রের প্রবেশপত্র,
4) বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট,
5) বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট,
6) মার্কশিট এবং দুই বছরের সার্টিফিকেট D. El. এড/ডি.এড (বিশেষ শিক্ষা VB.Ed. বা এর সমতুল্য পরীক্ষা,
7) মার্কশিট এবং স্নাতক সার্টিফিকেট (BA/B.Sc/B.Com. ইত্যাদি) বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা, যদি প্রযোজ্য হয়,
8) জাতি শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B) সক্ষম সরকার দ্বারা জারি করা (যদি প্রযোজ্য হয়),
9) পিএইচ সার্টিফিকেট, সরকারী নিয়ম অনুযায়ী, যেখানে প্রযোজ্য,
10) সক্ষম সরকার দ্বারা জারি করা অব্যাহতিপ্রাপ্ত বিভাগ-শংসাপত্র। কর্তৃপক্ষ, যদি প্রযোজ্য হয়,
11) প্রাক্তন সেনা-সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়,
12) উপযুক্ত সরকার কর্তৃক জারিকৃত প্রথম বাগদান পত্র। প্যারা-শিক্ষক হিসাবে কর্তৃপক্ষ (যেখানে প্রযোজ্য),
13) পরিষেবা এবং বয়স গণনার জন্য D.P.O./S.D.O দ্বারা জারি করা একজন প্যারা-শিক্ষকের অভিজ্ঞতার শংসাপত্র – শিথিলকরণ (যেখানে প্রযোজ্য),
রাশিফল বিচারে আপনার চাকরীর যোগ কেমন? কেমন কাটবে 2022 এর শেষটা! ভাগ্যলেখা দেখে নিন।
14) সমস্ত প্রাসঙ্গিক প্রশংসাপত্র এবং সার্টিফিকেট, সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপ সম্পর্কিত, নিয়োগের নিয়ম অনুযায়ী, যদি থাকে,
15) ভোটার আইডি / আধার কার্ড,
16) একটি পাসপোর্ট সাইজ ছবি, স্ব-প্রত্যয়িত।কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে অযোগ্য বলে প্রমাণিত হলে, তাকে সাক্ষাৎকারে উপস্থিত হতে দেওয়া হবে না।
Interview এর সময় স্লট এবং প্রক্রিয়ার স্থান প্রার্থীর বিষয়ে জারি করা ইন্টারভিউ চিঠিতে উল্লেখ করা হবে যা তার ইমেলের মাধ্যমে পাঠানো হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের 2022 পোর্টাল (https://www.wbbpconline.com/dashboard) ব্যবহার করেও ইন্টারভিউয়ের জন্য কল লেটার ডাউনলোড করা যেতে পারে।
বিক্রি হয়ে গেল, জনপ্রিয় সরকারী ব্যাংক, টাকা পয়সা ভেবে চিন্তে রাখুন, অবস্থা খুবই খারাপ।
এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও বিশেষ কিছু দ্রষ্টব্য জানিয়েছে পর্ষদের ওয়েবসাইটে। তবে হাতে আর বেশি সময় নেই। তাই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত কাগজ পত্র গুছিয়ে নিয়ে নিজে প্রস্তুত হয়ে যান। এছাড়াও আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে। পরবর্তী অন্যান্য তথ্য পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। সকলকে ইন্টারভিউ এর শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Mukta Barai.