FIFA Word Cup 2022 – আর্জেন্টিনা সমর্থকদের স্বপ্ন ভঙ্গ, ম্যাচ শুরুর আগেই এগিয়ে গেল ফ্রান্স।

ফিফা বিশ্বকাপ 2022 (FIFA Word Cup 2022) এর ইতি টানতে আজ 18ই ডিসেম্বর, 2022 তারিখে মুখোমুখি সংঘর্ষে 2 দল নামছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি টক্কর। এগিয়ে কারা? দুর্দান্ত সমাপ্তির জন্য প্রস্তুত 2 দলই। আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপের ফাইনালটি IST রাত 8:30 PM এ শুরু হতে চলেছে ভারতে।

ফিফা তথা FIFA Word Cup 2022 এর ট্রফি ছাড়তে নারাজ ফ্রান্স, একাই 100 Kylian Mbappe.

17ই ডিসেম্বর, 2022 তারিখে অনুষ্ঠিত হল ক্রোয়েশিয়া এবং মরক্কো টিমের মধ্যে ফিফা এর 3য় স্থানাধকারী নির্বাচক ম্যাচ। ফিফা টুর্নামেন্টের চমকপ্রদ 2 দলের তৃতীয় স্থান অধিকারী নির্ণায়ক ম্যাচে জয় পেল ক্রোয়েশিয়া। FIFA Word Cup 2022 এর ফাইনালে এগিয়ে কারা? কোন জার্সিতে কারা নামছে? রেকর্ডে এগিয়ে কারা? আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মেসি এবং এম্বাপে।

ভারতের ফুটবল অনুরাগীদের মধ্যে FIFA Word Cup 2022 ফাইনাল নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই 1930 সালে শুরু হওয়া এই ফিফা বিশ্বকাপ জয়ীদের ভিড়ে উরুগুয়ে, ফ্রান্স আর আর্জেন্টিনা জিতেছে 2 বার করে, ইতালি পেয়েছে 4 বার, জার্মানির হাতে উঠেছে 4 বার, ব্রাজিলের 5 বার। এছাড়া ইংল্যান্ড আর স্পেন দলের হাতে এসেছে 1 বার করে। তবে এবারে 3 বারের জন্য বিশ্বকাপ উঠতে চলেছে আর্জেন্টিনা অথবা ফ্রান্স।

আর্জেন্টিনা এবং ফ্রান্স উভয়ই তাদের FIFA Word Cup এ তৃতীয় শিরোপা জিততে মরিয়া এবারেরে বিশ্বকাপ ফাইনালে ম্যাচে। আর্জেন্টিনা 1978 এবং 1986 সালে বিশ্বকাপ জিতেছিল। অপরদিকে ফ্রান্স, তাদের দ্বিতীয়বারের সাফল্য খুঁজে পেয়েছিল 2018 সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ সংস্করণে। এর আগে প্রথমবারের জন্য জয়ের সাফল্য পেয়েছিল 1998 সালে। সেই বছর ঘরের মাঠে শিরোপা জিতেছিল ফ্রান্স। তবে এবারে কারা কতটা এগিয়ে থাকছে?

ম্যাচ খেলার দৌড়ে 2 দলই এবারের 22তম FIFA Word Cup 2022 ইতিমধ্যেই খেলেছে 6টি করে ম্যাচ। সুতরাং এবারের 2022 সালের বিশ্বকাপের অভিজ্ঞতা উভয় দলেরই সমান। তবে এবারের ফাইনাল ম্যাচে ফ্রান্স তাদের গতবারের বিশ্বকাপের খেতাব নিজেদের হাতে রাখতে মরিয়া। কারণ এটা নিশ্চিত যে বিশ্ব দরবারে আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার পেছনে ফেলবে ফ্রান্সকে। তবে ফাইনালে কার হাতে থাকবে ট্রফি! কে হতে চলেছে 3য় বারের জন্য বিশ্বকাপ জয়ী?

2023 এ জোড় ধাক্কা SBI গ্রাহকদের! না জানলে সম্মুখে মহা বিপদ। বিশদে দেখুন।

গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসি আর এম্বাপে, পেছনে নেই কেউ। ট্র্যাকে সমান তালে যাচ্ছে দুজনই। তবে এবারে 2 জনই করেছে 5টি করে গোল। তবে মেসিকে আটকাতে প্রস্তুত ফ্রান্স ব্রিগেড। তবে এম্বাপেকে আটকে রাখতে না পারলে সাফল্য নিশ্চিত এম্বাপের। তবে গোল করাতে এগিয়ে মেসি। তার পাশে ফাইনাল টাচে গোল এসেছে 3টি। ওদিকে এম্বাপে অ্যাসিস্ট করেছে 2টি গোল।

মাঠে নেমে 570 মিনিট খেলেছেন লিও মেসি। আর অন্যদিকে বেশ পিছিয়ে আছেন এম্বাপে। তার রেকর্ডে আছে মাত্র 477 মিনিট। আর গোলের চেষ্টায় শটের ক্ষেত্রে মেসি করেছে 27টি শট আর অপরদিকে এম্বাপে করেছেন 25টি শট। সুতরাং সমানে সমানে টক্কর। আর বল পাসিং এ সেরা মেসি। তিনি মোট 121টি পাস দিয়েছেন এবারে বিশ্বকাপে আর ওদিকে মাত্র 83টি পাস দিয়েছেন এম্বাপে।

ডিসেম্বরে সবার SBI Account থেকে কাটা হচ্ছে টাকা, কি কারনে ও কত করে চার্জ দিতে হবে জেনে নিন।

তবে আজকে FIFA Word Cup 2022 এ কি হতে চলেছে? এতো দিন 3 বারের জন্য কোন বিশ্বকাপ জয়ী দল খুঁজে পায়নি ফিফা। তবে এবারের বিশ্বকাপে 3য় বারের জন্য দল নিশ্চিত হয়েছে বিশ্বকাপে। কারণ আর্জেন্টিনা হোক বা ফ্রান্স, উভয়েই 2 বার করে বিশ্বকাপ স্পর্শের সুযোগ পেয়েছে। আজকেই টান টান উত্তেজনায় হতে চলেছে ফাইনাল। আপনার পছন্দে কোন দল? জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button