উচ্চ মাধ্যমিক সংক্রান্ত Urgent Notice দিল WBCHSE. একাজ না করলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। বিশদে দেখুন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো WBCHSE. এই বিজ্ঞপ্তি নম্বরঃ- L/SECY/104/2022, তারিখ – 14.12.2022, যেখানে প্রত্যেক পরীক্ষার্থীদের এই কাজ সঠিক সময়ে সেরে ফেলার নির্দেশ দিয়েছে কাউন্সিল।

বিশেষ গুরুত্বের সাথে এই কাজ না করলে পরীক্ষার্থীদের বেশ সমস্যার মধ্যে পড়তে হবে। পরীক্ষার অ্যাডমিট সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হবে। আসুন, আজকে আলোচনায় দেখে নেওয়া যাক, কাউন্সিলের তরফে কি করতে বলা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বার্তা সকলকেই মানতে হবে।

WBCHSE তথা West Bengal Council Of Higher Secondary Education এর তরফ থেকে জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তি অনুসারে কাজ সেরে ফেলার জন্য বেশি সময় হাতেও নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি দ্রুততার সাথে সম্পন্ন করার নির্দেশ এসেছে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে।

2022-2023 শিক্ষাবর্ষে যে সমস্ত শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের এনরোলমেন্ট ফর্ম আপলোড করার সময়সীমা বাড়ানো হয়েছে। 14ই ডিসেম্বর, 2022 তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তাঁদের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, লেট ফাইন ছাড়া উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম আপলোড তথা Enrolment Form Upload করার মেয়াদ আগামী 23শে ডিসেম্বর, 2022 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর জন্য লেট ফাইন দিয়ে এনরোলমেন্ট ফর্ম শিক্ষার্থীরা আপলোড করতে পারবেন ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত।

একই সঙ্গে, একাদশ শ্রেণির শিক্ষার্থীরা লেট ফাইন-সহ রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে পারবেন আগামী 1লা জানুয়ারী, 2022 তারিখ থেকে 7ই জানুয়ারি 2023 তারিখের মধ্যে। এই সকল তথ্য সহকারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি তথা WBCHSE এর সচিব শ্রী তাপস কুমার মুখোপাধ্যায় মহাশয়।

সংশোধিত বার্ষিক কর্মপরিকল্পনার মাধ্যমে 2022-2023 এর পরীক্ষার ক্ষেত্রে আগেই জানানো হয়েছে 2টি বিজ্ঞপ্তি দিয়ে যেগুলি হল যথাক্রমে মেমো নম্বরঃ- L/SECY/99/2022, তারিখ – 30/11/2022 এবং মেমো নম্বরঃ- L/SECY/101/2022, তারিখ – 05/12/2022.

সেক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর জন্য পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ জরিমানা ছাড়া ছিল 15.12.2022 তারিখ। আর সময়ের পরে জরিমানা সহ তালিকাভুক্তি ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল 19.12.2022 থেকে 23.12.2022 পর্যন্ত।

অপরদিকে, নির্দিষ্ট সময়ের পরে জরিমানা সহ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা – 2023 এর নিবন্ধন ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল 26.12.2022 তারিখ থেকে 31.12.2022 তারিখ পর্যন্ত। তবে এবারে এই তারিখে আরও কিছু পরিবর্তন আনা হচ্ছে।

Whatsapp এ কল রেকর্ডিং সহ আসছে আরও 7 টি নতুন সুবিধা। কিভাবে পাবেন এই সুযোগ? দেখুন।

উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর জন্য তালিকাভুক্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ এবং নির্দিষ্ট সময়ের পরে জরিমানা ছাড়া অর্থ প্রদানঃ- 23 ডিসেম্বর, 2022.
তালিকাভুক্তির জন্য ফর্ম জমা দেওয়ার তারিখ এবং দেরিতে জরিমানা সহ অর্থ প্রদানঃ- 24 থেকে 31 ডিসেম্বর, 2022.

উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর জন্য রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার তারিখ এবং দেরিতে জরিমানা সহ অর্থ প্রদানঃ- 1 থেকে 7 জানুয়ারী – 2023.
এই সময়ের মধ্যে ছাত্রদের নিবন্ধনের জন্য আবেদনকারী স্কুলগুলি সেই ছাত্রদের জন্য রেজিস্টার করার পর কোন চেক লিস্ট পাবে না। সেক্ষেত্রে তাদের সমস্ত কাগজ পত্র তথা শংসাপত্রগুলি সরাসরি বিতরণ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

শিক্ষক বদলিতে নতুন আইন পশ্চিমবঙ্গে, কমপক্ষে একবার গ্রামের স্কুলে বদলি নিতে হবে।

সুতরাং, উচ্চ মাধ্যমিক তথা WBCHSE Exam এর নাম নথিভুক্তিকরণ জন্য আর দেরি না করে যারা এখনো পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন নি তারা অতি সত্ত্বর এই কাজ করে ফেলুন। এছাড়াও বিভিন্ন ধরণের পরীক্ষার সাজেশন, সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নানা ধরণের প্রকল্প, সস্তায় মোবাইল রিচার্জ প্ল্যান ইত্যাদি নানা বিষয়ে জানতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button