পর্ষদের নির্দেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগে হবে কম্পিউটার স্কিল টেস্ট। কবে? বিশদে দেখুন।
পশ্চিমবঙ্গে টেট পরীক্ষা সবে সম্পন্ন হল। তবে এর মধ্যেই নতুন সুখবর রয়েছে চাকরী প্রার্থীদের জন্য। প্রাথমিক শিক্ষক পদে নতুন করেই বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর। এতে বেশ খুশির ছোঁয়া দেখা যাচ্ছে হবু প্রাথমিক শিক্ষকদের মধ্যে। এক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে ছাড়াও সমস্ত খুঁটিনাটি দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ আলোচনায়।
TET পরীক্ষার সাথেই প্রাথমিক শিক্ষক নিয়োগ।
স্কুলে নির্দিষ্ট সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তথা Primary Teacher Recruitment সম্পন্ন না করতে পারলে স্কুলগুলিতে থেকে যায় ঘাটতি। সেই ঘাটতি মেটাতে রীতিমতো হিমশিম খেতে হয় স্কুলের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের। সেই কারণে প্রয়োজন মতো শুন্যপদের ভিত্তিতে নির্দিষ্ট সময়ে নিয়োগ আবশ্যক। এই শুন্যপদের বিস্তারিত আলোচনা সেরে নেওয়া যাক।
দেশের কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ নিয়ে 6414 টি শুন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। এক্ষেত্রে নিয়োগ করা হবে কোলকাতা, তিনসুকিয়া, শিলচর, দিল্লী, ভুবনেশ্বর, রাঁচি, পাটনা, গুয়াহাটি – সহ সারা ভারত জুড়ে হবে এই নিয়োগ। এক্ষেত্রে শুন্যপদের ভিত্তিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
কতগুলি স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে?
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে সারা ভারত জুড়ে মোট ১২৫২ টি সংস্থা বা শাখায় করা হবে এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ। এক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা এক নজরে দেখে নেওয়া যাক।
আবেদন করতে গেলে বেশ কয়েকটি যোগ্যতা এর কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে যেকোনো একটি যোগ্যতা থাকলেই এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করা যাবে। পরপর প্রাথমিক শিক্ষক নিয়োগ এর যোগ্যতা মানগুলি দেখে নেওয়া যাক।
প্রাথমিক শিক্ষক নিয়োগে নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য :
(১) মোট অন্তত ৫০% (তপশিলী ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা (ডি.এল.এড.) কোর্স পাশ হলে আবেদন করা যাবে।
(২) মোট অন্তত ৫০% ( তপশিলী ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ডিগ্রি (বি.এল.এড.) কোর্স পাশ হলে আবেদন করা যাবে।
(৩) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন) এর ২ বছরের কোর্স পাশ হলে আবেদন করা যাবে।
(৪) মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি. হলে ৪৫%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা এডুকেশনের ডিগ্রি (বি.এড.) কোর্স পাশ হলে । সব ক্ষেত্রে সি.বি.এস.ই.’র নেওয়া ‘CTET (পেপার-1)’ পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। হিন্দি ও ইংরিজি মাধ্যমে পড়ানোয় দক্ষতা থাকা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে ভালো হয় ।
বয়সঃ-
বয়স হতে হবে ২৬-১২-২০২২’র হিসাবে ৩০ বছরের মধ্যে । তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর, মহিলারা ১০ বছর, প্রাক্তন সমরকর্মী ও দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মীদের বয়সের কোনো কড়াকড়ি নেই। শুরুতে ২ বছরের প্রবেশন ।
বেতনঃ-
প্রাথমিক শিক্ষক পদে মূল মাইনে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা। শূন্যপদ : ৬,৪১৪টি (জেনাঃ ২,৫৯১, ও.বি.সি. ১,৭৩১, তঃজাঃ ১৬২, তঃউঃজাঃ ৪৮১, ই.ডব্লু.এস. ৬৪১)। এর মধ্যে অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ১৭, দৃষ্টিহীন প্রতিবন্ধী ১৬। এই পদের বিজ্ঞপ্তি নং : ১৬/২০২২
Whatsapp এ হবে কল রেকর্ডিং! এছাড়াও আসছে আরও 7 টি নতুন সুবিধা। কিভাবে পাবেন এই সুযোগ? দেখুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাই প্রক্রিয়াঃ-
প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট তথা Computer Test হবে। সফল হলে ডেমো ক্লাস / ইন্টারভিউ / স্কিল টেস্ট হবে। পরীক্ষা হবে পূর্ব ভারতে এইসব কেন্দ্রে : কলকাতা, আসানসোল, বহরমপুর, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, মালদা, পশ্চিম মেদিনীপুর, সিউড়ি, আগরতলা, জামশেদপুর, রাঁচী, পটনা, গুয়াহাটি, বোকারো, শিলং, আইজল।
কবে পরীক্ষা হবে তা পরে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.kvsangathan.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন।
প্রাইমারী টেট এর রেজাল্ট কবে দেবে এইমাত্র ঘোষণা, তারিখ জেনে নিন।
অনলাইনে দরখাস্ত করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফী বাবদ ১,৫০০ টাকা অনলাইনে জমা দেবেন নির্দিষ্ট লিঙ্কে। লিঙ্ক দরখাস্ত করার সময় পাবেন। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের জন্য ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.