প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সরকার এর 2023 সালের ছুটির তালিকা। PFD Download করুন।

পশ্চিমবঙ্গ সরকার এর দপ্তর থেকে প্রকাশিত আগামী 2023 সালের ছুটির তালিকা অর্থাৎ WB Govt. Employees Holiday List অনুসারে সরকারি কর্মীদের কবে কবে থাকছে ছুটি, তা এবারের প্রতিবেদনে জেনে নিন। প্রতিবারের মতো এবারেও আগেভাগেই এই তালিকা প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত জেনে নেওয়া যাক।

ছুটির তালিকা প্রতিবারের মতো এবারেও পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই প্রকাশ করল।

পশ্চিমবঙ্গ সরকার এর দপ্তর নবান্ন থেকে গত 21st October, 2022 তারিখ একটি মেমো নাম্বার – 4331-F(P2) Howrah, প্রকাশ করে। এটি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, 1881 (1881 সালের XXVI) এর ধারা 25-এর ব্যাখ্যা দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে পঠিত, বিজ্ঞপ্তি নং 20/25/56-pub(l) তারিখ 8ই জুন, 1957 গভর্নর নীচের তালিকা-1-এ উল্লেখিত দিনগুলিকে 2023 সালের মধ্যে সরকারি ছুটির দিন ঘোষণা করতে পেরে বেশ খুশি রাজ্য সরকার।

উক্ত নোটিশে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত হয় যে, গভর্নর এটা জানাতে পেরে আনন্দিত হয়েছিলেন যে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অফিসগুলি রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স, কলকাতা এবং স্ট্যাম্প রেভিনিউ, কলকাতার কালেক্টরের অফিসগুলি ব্যতীত তালিকা-তে উল্লেখিত দিনগুলিতে বন্ধ থাকবে- II যার নীচে 2023 সালের মধ্যে সরকারী ছুটি হিসাবে ঘোষণা করা হয়নি।

আরও, গভর্নর এই ঘোষণা করতে পেরে আনন্দিত যে তালিকা-III এ উল্লিখিত দিনগুলি 2023 সালের বিভিন্ন সম্প্রদায়ের কর্মচারীদের জন্য বিভাগীয় ছুটির দিন হিসাবে পালন করা যেতে পারে। আর সেই অনুসারে এবারে পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে একটি ছুটির তালিকা প্রকাশ করা হল। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ সরকার এর ছুটির তালিকা অনুসারে,
১. স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি, বৃহস্পতিবার
২. নেতাজির জন্মদিন ২৩শে জানুয়ারি সোমবার
৩. সরস্বতী পূজার আগের দিন ২৫ জানুয়ারি বুধবার
৪. প্রজাতন্ত্র দিবস ২৬শে জানুয়ারি, বৃহস্পতিবার

৫. সরস্বতী পূজা [শ্রীপঞ্চমী] ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার
৬. ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার
৭. **শিবরাত্রি ১৮ই ফেব্রুয়ারি, শনিবার

৮. দোলযাত্রা ৭ই মার্চ, মঙ্গলবার
৯. হোলি (দোলযাত্রার পরের দিন) ৮ই মার্চ, বুধবার
১০. মহাবীর জয়ন্তী ৪ঠা এপ্রিল, মঙ্গলবার
১১. শুভ শুক্রবার ৭ এপ্রিল, শুক্রবার

১২. ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল শুক্রবার
১৩. **বাংলা নববর্ষ দিবস (নববর্ষ) ১৫ই এপ্রিল, শনিবার
১৪. ঈদ-UI-ফিতরের আগের দিন 21শে এপ্রিল, শুক্রবার
১৫. **ঈদ-ইউআই-ফিতর ২২শে এপ্রিল, শনিবার

১৬. মে দিবস ১লা মে সোমবার
১৭. বুদ্ধ পূর্ণিমা ৫ মে শুক্রবার
১৮. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৯ মে মঙ্গলবার
১৯. রথযাত্রা ২০শে জুন, মঙ্গলবার

২০. ঈদ-উদ-জোহা (বকরীদ) ২৯ জুন, বৃহস্পতিবার
২১. কবি ভানু ভক্তের জন্মদিন (শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)
২২. ১৩ই জুলাই, বৃহস্পতিবার

২৪. ** মহররম ২৯ জুলাই, শনিবার
২৫. স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট, মঙ্গলবার
২৬. রাখি বন্ধন ৩০ আগস্ট বুধবার
২৭. জন্মাষ্টমী 6 সেপ্টেম্বর, বুধবার

২৮. ফাতেহা-দোয়াজ-দহম ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
২৯. গান্ধীজির জন্মদিন ২রা অক্টোবর, সোমবার
৩০. **মহালয়া ১৪ই অক্টোবর, শনিবার

৩১. দুর্গাপূজা, মহা চতুর্থী ১৮ অক্টোবর বুধবার থেকে দুর্গাপূজা,
৩২. মহাপঞ্চমী 19 অক্টোবর, বৃহস্পতিবার
৩৩. দুর্গাপূজা, মহাষষ্ঠী ২০শে অক্টোবর, শুক্রবার

৩৪. **দুর্গা পূজা, মহা সপ্তমী ২১শে অক্টোবর, শনিবার
৩৫. দুর্গাপূজা, মহা নবমী ২৩শে অক্টোবর, সোমবার
৩৬. দুর্গাপূজা, দশমী ২৪শে অক্টোবর, মঙ্গলবার
৩৭. দুর্গাপূজার অতিরিক্ত দিন ২৫ অক্টোবর বুধবার

Fixed Deposit করলে পান 8.5% হারে সুদ। দিচ্ছে কোন কোন ব্যাংক! জেনে নিন।

৩৮. দুর্গাপূজার অতিরিক্ত দিন ২৬ অক্টোবর, বৃহস্পতিবার
৩৯. দুর্গাপূজার অতিরিক্ত দিন ২৬ অক্টোবর, বৃহস্পতিবার
৪০. **লক্ষ্মী পূজা ২৮ অক্টোবর শনিবার
৪১. কালী পূজার অতিরিক্ত দিন ১৩ই নভেম্বর, সোমবার

৪২. কালী পূজার অতিরিক্ত দিন ১৪ই নভেম্বর, মঙ্গলবার
৪৩. ভ্রাতৃদ্বিতীয়া ১৫ নভেম্বর বুধবার
৪৪. ভারাত্রিদ্বিতিয়ার পরের দিন ১৬ নভেম্বর বৃহস্পতিবার
৪৫. ছট পূজার অতিরিক্ত দিন 20 নভেম্বর, সোমবার

সরকারি কর্মী ও শিক্ষকদের ‘বাবুগিরি’ বন্ধ করতে, DA ও বেতন বন্ধের হুশিয়ারি দিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।

৪৬. গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর, সোমবার
৪৭. বড়দিনের দিন ২৫শে ডিসেম্বর, সোমবার।
প্রতি বছরই সরকারি কর্মীদের সারা বছরের ছুটির তালিকা নিয়ে যাতে কোন রকম সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগে ভাগেই এই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে মাঝে মাঝে বিশেষ ছুটির ঘোষণা হয়ে থাকে। সেই সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button