ব্যবসা করতে 2 লাখ টাকা দিচ্ছে SBI, এই সুযোগ আর কেউ দেবে না। আগে এলে আগে পাবেন।
নানা রকমের ব্যবসা এর কথা তো অনেক ক্ষেত্রেই শুনে থাকেন। তবে সেই ব্যবসা শুরু করতে গেলে যে মূলধন এর দরকার, সেটি না থাকলে ব্যবসা শুরু করা অসম্ভব। তবে এবারে আপনি অতি সহজেই খুব কম সুদে পেয়ে যাবেন ব্যাংক লোন। তাই আবার দেবে SBI. তবে কিভাবে পাবেন? জেনে নিন।
ব্যবসা করার ইচ্ছা থাকলে নিয়ে নিন ঋণ আর করুন স্বপ্ন পূরণ।
ভবিষ্যতের কথা এখন থেকে ভাবলে কখনো কোনো সমস্যা এলে তা খুব সহজেই সমাধান করা যায়। আর যদি আর্থিক প্রয়োজন পড়ে তাহলে হঠাৎ করে মানুষ চিন্তা করে ব্যাঙ্ক লোন এর বিষয়ে। কিন্তু সেটা কি খুব সহজে পাওয়া সম্ভব? হ্যাঁ। এখন সঠিক নিয়ম জানলে অনেক সুবিধাই পাওয়া সম্ভব।
ব্যবসা করতে গেলে যে মূলধন এর দরকার, তা এই পরিস্থিতিতে ব্যাঙ্ক থেকে সাধারণ ঋণ নিতে গেলেও অনেকটাই দেরি হয়ে যায়। কারণ ঋণ নেবার প্রক্রিয়া সব জায়গাতেই বেশ সময়সাপেক্ষ একটি বিষয়। খুব সহজে এবং কম সময়ে ঋণ পেতে গেলে প্রতিবেদনটি পরে দেখুন।
যাদের স্টেট ব্যাঙ্ক বা এসবিআই (SBI)-এ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা খুব সহজেই এই ঋণ পেয়ে যাবেন। স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর ঋণ পাওয়া যায় খুব সহজেই। তবে সম্পূর্ণ প্রক্রিয়া জেনে আবেদন করলে মিলবে ব্যবসা করার জন্য লোন তথা Loan for Business.
যে কোনও ভারতীয় নাগরিক এই ঋণ নেবার জন্য আবেদন করতে পারেন। সাধারণ গ্রাহক ছাড়াও স্ব-মালিকানা, অংশীদারি সংস্থা, সমিতি এবং ট্রাস্টগুলি ফিক্সড ডিপোজিটের উপর লোন নিতে পারে। তবে এর জন্য আপনাকে নিজের নামে ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট করে রাখতে হবে আগে থেকে।
এই ঋণ বা লোনের মধ্যে মূল বিষয় জানুন। এই লোনের জন্য আবেদন করলে প্রথমে যেটি দেখা হয় সেটি হলো ঐ ব্যক্তির সিবিল রেকর্ড তথা CIBIL Score. ফিক্সড ডিপোজিটের মোট মূল্যের 95% পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এই ঋণ নিয়ে আপনি মূলধন হিসেবে তা কাজে লাগিয়ে শুরু করতে পারেন আপনার Business.
গ্রাহক সহজেই এফডি-র 75 থেকে 90 শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন। এই লোনের জন্য গ্রাহককে কোনও প্রসেসিং ফি-ও দিতে হবে না। এমনকী গ্রাহক ডিমান্ড লোন এবং ওভারড্রাফ্ট – এই দুটি সুবিধাই পাবেন। এই লোনের সীমা হিসেবে সর্বনিম্ন 5000 টাকা থেকে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সুতরাং ছোট, মাঝারি বা বড় ধরণের ব্যবসা আপনি শুরু করতে পারবেন।
স্টেট ব্যাঙ্ক থেকে এফডি-র উপর ঋণ নেওয়া এখন খুবই সহজ করে দিল। এক্ষেত্রে নথিপত্রে কোনও রকমের জটিলতাকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখা হয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিং বা এসবিআই মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ইয়োনো-র মাধ্যমেই ঋণের জন্য আবেদন করা যাবে।
ফলে আপনি ঘরে বসেই এই সুবিধা নিয়ে নিতে পারেন খুব সহজে। অর্থাৎ, আপনার কাছে এই বিষয়টি একটি লাইফলাইন হিসেবে থাকছে যেকোন বিপদে ব্যবহার করার জন্য। তা সে যে কোন ব্যবসার ঋণ হোক বা হোক কোন রকমের অন্যান্য সমস্যা।
নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে কিভাবে করবেন আবেদন? প্রথমে নেট ব্যাঙ্কিং পোর্টালে লগ ইন করতে হবে। মেনু সেকশন থেকে ই-এফডি অপশনটি বেছে নিতে হবে। এর পর ‘ওভারড্রাফট এগেনস্ট এফডি’ অপশন বেছে নিতে হবে।
5 হাজার টাকায় শুরু করুন নতুন ব্যবসা। মহিলা-পুরুষ উভয়েই করতে পারবেন। বিশদে দেখুন।
গ্রাহকের সমস্ত এফডি-র তালিকা সামনে চলে আসবে। এর মধ্যে থেকে যে কোনও একটি এফডি বেছে নিয়ে ওভারড্রাফট চালিয়ে যাওয়ার অনুরোধ বা রিকোয়েস্ট করতে হবে। এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। ব্যাঙ্ক থেকে approved মেসেজ পেলেই বুঝবেন যে আপনার আবেদনটি গৃহীত হয়ে গেছে।
ঋণের টাকা কীভাবে পাবেন? ফিক্সড ডিপোজিটের উপরে লোনের জন্য আবেদন করার পর মাত্র কয়েক দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে। যে অ্যাকাউন্টের সঙ্গে এফডি লিঙ্ক করা রয়েছে, সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। সাথে সাথে আপনার মোবাইলেও ঢুকে যাবে মেসেজ।
সুদের হার হিসেবে কত দিতে হবে? এফডি-র সুদের হারের থেকে 1% বেশি সুদ দিতে হবে। অর্থাৎ, এফডি-র সুদ 4% হলে ঋণের সুদ হবে 5 শতাংশ। অর্থাৎ আপনি খুবই কম সুদে এই ঋণ উপভোগ করতে পারবেন। আলাদা করে আপনাকে কোনো রকম ঝামেলার মধ্যে যেতে হবে না।
50% সরকারী ভর্তুকি নিয়ে এই ব্যবসা করে 40 বছর পর্যন্ত আনন্দে কাটান।
এই ধরণের ঋণ নিয়ে আপনি নিজের নতুন ব্যবসাও শুরু করতে পারেন। এছাড়া আপনি আগে থেকে কোনো ব্যবসার মধ্যে থাকলে সেখানে করতে পারেন আর্থিক বিনিয়োগ। আপনি আপনার ইচ্ছামতো এই ঋণকে কাজে লাগাতে পারেন যে কোনো মুহূর্তে।
নতুন নতুন খবরের নির্ভুল ও সঠিক ঠিকানা হিসেবে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনার মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব রাখে। এছাড়াও নানা রকমের ব্যবসার খোঁজ পেতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Yes
Darun news
Hi.ineed loan
Ki vabe apply korbo .