suggestion Madhyamik Physical Science part 2

WBBSE Madhyamik Physical Science Suggestion 2023, মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023. Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science Suggestion 2023. পার্ট-১/৪। West Bengal Madhyamik Physical Science Suggestion Full syllabus – 2023.

Madhyamik Physical Science Suggestion 2023 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন, 2/4.

Physical Science Suggestion 2023 – এর পার্ট –2/4 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। Physical Science Suggestion 2023 – এর পার্ট – 2/4. অন্যান্য বিষয়ের সাজেশন ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে।

এই প্রতিবেদনে Madhyamik Physical Science এর পার্ট – 2/4 এবং এর আগের পার্ট – 1/4 মিলিয়ে সমস্ত 2 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হল। আগামী পার্ট গুলি অবশ্যই ফলো করতে থাকুন। সেখানে আমরা নিয়ে আসবো 3 নম্বরের প্রশ্নগুলি। পরীক্ষায় 100% নম্বর পেতে ফলো করুন আমাদের সুখবর বাংলা।

Madhyamik Physical Science Suggestion. 2 মার্কের প্রশ্নের সাজেশন।
31. একটি দর্পণ সমতল দর্পণ উত্তল না অবতল তা কিভাবে চিনবে?
32. দীর্ঘ দৃষ্টি কি? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
33. আলোর বিচ্ছুরণ কাকে বলে?
34. সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখা যায় এবং কেন?

35. বিপদ সংকেত হিসাবে লালবর্ণ ব্যবহৃত হয় কেন?
36. সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল বর্ণের দেখায় কেন?
37. ব্রাউন গ্লাসের প্রতিসরাংক 1.52 বলতে কী বোঝায়।
38. ওহমের সূত্রটি লেখ। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।

Madhyamik Physical Science সাজেশন 2023 Part-2/4
39. রোধাঙ্ক কাকে বলে? এর এসআই এককটি লেখ।
40. পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
41. তড়িত ক্ষমতা কাকে বলে?
42. সিএফএল ও এলইডি এর মধ্যে পার্থক্য লেখ।

43. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখ।
44. ডিসি কারেন্ট অপেক্ষা এসি কারেন্ট এর সব বেশি বিপদজনক হবার কারণ কি এবং কেন?
45. ডট গঠন দেখাও।
46. আয়নীয় বন্ধন কাকে বলে?

Madhyamik Physical Science সাজেশন 2023 Part-2/4
47. আয়নীয় যৌগ গুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন?
48. তড়িৎযোজী বন্ধন কে প্রকৃত বন্ধন বলা হয় না কেন?
49. তড়িৎযোজী এবং সমযোজী যৌগের দুটি ধর্মের মধ্যে তুলনা কর।
50. H2SO4 যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচএস চালনা করা হলে কি ঘটে সমীকরণসহ লেখ।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। Part-1.

51. নাইট্রোলিয়াম কিভাবে প্রস্তুত করা হয়?
52. নাইট্রোজেন পরীক্ষার প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও বিক্রিয়ার সমীকরণ লেখ।
53. ওলিয়াম কি?
54. সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা কর।

55. তড়িত রাসায়নিক শ্রেণী বলতে কী বোঝো?
56. খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখ।
57. গ্যালভানাইজেশন কি?
58. ধাতু শংকর কাকে বলে? একটি ধাতু শংকরের উপাদান উল্লেখ কর।

ডিসেম্বরে 3 টি নতুন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! ক্লিক করে দেখুন, কবে কবে?

Madhyamik Physical Science সাজেশন 2023 Part-2/4
59. জার্মান সিলভার, পেতল, ব্রোঞ্জ এবং স্টেনলেস স্টিল ধাতু সংকর গুলোর উপাদানের নাম লেখ।
60. পলিমার ও মনোমার এর মধ্যে পার্থক্য লেখ।
61. কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝো?
62. কার্যকরী মূলকের সংজ্ঞা দাও।
63. সমবায়তা কাকে বলে? মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখ।

আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে 100% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.