ডিসেম্বরে 3 টি নতুন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। খুশির হাওয়া পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের।
নবান্ন থেকে ছুটি ঘোষণা। ডিসেম্বরে নতুন 3 টি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। কবে কবে দেখে নিন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার বিশেষ ছুটি ঘোষণা করল আজই। প্রতি বছর সরকারি কর্মীদের জন্য ছুটির তালিকা তৈরী হয়ে যায় আগের বছরেই। তবে এর পরেও নতুন কিছু ছুটি ঘোষণা হলেই তার সুবিধা পান সরকারি কর্মীরা। এবারে ডিসেম্বরে কি কি ছুটি ঘোষণা হল? চটজলদি দেখে নেওয়া যাক।
সরকারি কর্মীদের ছুটি নিয়ে বিশেষ ঘোষণা করে দিল নবান্ন। এ মেঘ না চাইতেই জল। সরকারি কর্মীদের নভেম্বরেই ছুটির তালিকা অনুসারে শেষ ছুটি কাটানো হয়ে গিয়েছিল। তবে সেই ক্ষেত্রে এবারে সরকারি কর্মীদের কথা ভেবে আবার ঘোষণা করা হল নতুন ছুটি।
অনেক ছুটি সরকারি কর্মীদের মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কারণ সেই সকল সরকারী অফিস ও ছুটি গুলি পড়ে যায় রবিবারে। বেশ কয়েক বছর আগে রাজ্যের স্কুল গুলিতে বড় দিন উপলক্ষ্যে 2 দিন ছুটি চালু ছিল। তবে এবারে লিস্টে বড় দিন উপলক্ষ্যে 1 দিন ছুটি হিসেবে তালিকভুক্ত ছিল। এবারে সেক্ষেত্রে পরিবর্তন আনা হল রাজ্য সরকারের তরফ থেকে।
রাজ্য সরকারি কর্মীদের কথা মাথায় রেখে রাজ্যে ডিসেম্বর মাসের বড়দিন উপলক্ষ্যে ছুটি ছিল 25.12.2022 তারিখ যা রবিবার। এবারে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হল শনিবার তথা 24.12.2022 তারিখ এবং 26.12.2022 তারিখ সোমবার। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মীরা এবারে ডিসেম্বরে পাচ্ছেন টানা 3 দিন এর ছুটি।
তবে রাজ্যের সমস্ত স্কুলে তৃতীয় পর্বের পরীক্ষাও শেষ হয়ে যাবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর টেস্ট পরীক্ষাও শেষ। এই উপলক্ষ্যে রাজ্যের স্কুল গুলিতে বড়দিনে এই নির্দেশিকা অনুসারে ছুটি থাকবে কিনা, তা স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি হলেই বোঝা যাবে। তবে একটানা তিন দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারী কর্মীরা।
ডিসেম্বরের শীতের আনন্দ উপভোগ করতে আর কাছে পিঠে কোথাও বেড়াতে যাবার প্ল্যান থাকলে তো বেশ ভালোই হল। তবে রাজ্যের ডিএ মামলা নিয়ে সরকারি কর্মীদের চিন্তার শেষ নেই। ইতিমধ্যেই মামলা সুপ্রিম কোর্টে আছে। আগামী 2 ও 5 ডিসেম্বরে মামলার শুনানী। এদিকে আজই কোলকাতা হাইকোর্টে ঐ একই বিষয়ে মামলা ওঠার কথা।
আধার কার্ড এর নয়া নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের। ঝামেলা এড়াতে দেখে নিন এখুনি।
অপরদিকে রাজ্যের প্রায় সমস্ত সরকারি কর্মী সংগঠন একত্রিত হয়ে সংগঠন তৈরী হয়েছে। সেই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আগামী জানুয়ারিতেই গণছুটির ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা আইনের লড়াই এবং রাস্তার লড়াই – এই দুই পথেই নিজেদের সাংবিধানিক অধিকার আদায়ের পথে নামবেন। সংগ্রামী যৌথ মঞ্চ সকল সরকারি কর্মী, ডাক্তার, নার্স, পঞ্চায়েত, পৌরসভা, স্কুল, কলেজ এর শিক্ষক অন্যান্য কর্মীদের এই যাত্রায় সঙ্গী হবার ডাক দিয়েছে।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত। স্বস্তি কর্মী মহলে।
সব মিলিয়ে সরকারি কর্মীরা বড়দিনে বাড়তি ছুটি পেলেও মানসিক দিক থেকে কতটা শান্তিতে আছেন, সে বিষয়ে সন্দেহ আছে। রাজ্যে শীতের আমেজ যেন হঠাৎ করেই কিছুটা উষ্ণতা পেল এই খবরে। আরো আপডেট খবর পেতে আমাদের সাথে থাকার আহ্বান জানাই। ধন্যবাদ।
Written by Mukta Barai.