জানুয়ারিতেই DA মিলতে চলেছে সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টে রাজ্য। তবে পঞ্চম বেতন কমিশনের বকেয়া……
সরকারি কর্মীদের বকেয়া DA মেটাবে না রাজ্য। এমন কথা তারা বলেন নি। এমনকি সুপ্রিম কোর্টেও সেই ধরণের কথা জানায় নি রাজ্য সরকার। তবে সরকারের দাবি এমন যে, সরকারি কর্মীদের সমস্ত বকেয়া DA এখনই মেটানো সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? বিস্তারিত আলোচনায় দেখে নিন।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA রাজ্য সরকার নিজের সাধ্য এবং সময় মতো মেটাতে পারে।
বিগত দীর্ঘ 6 বছর তথা সেই 2016 সাল থেকেই এই বকেয়া ডিএ সংক্রান্ত আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি তোলপাড় করে দিতে মরিয়া হয়ে উঠতে পারে রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া DA না মেটালে হয়তো রাজ্য সরকারি কর্মীরা যেতে পারেন গণ ছুটির পথে। এমনটাই ইঙ্গিত মিলছে চারিদিকে।
কয়েকদিন আগেই বিধান্সভা অভিযানে নামতে দেখা গিয়েছিল সরকারি কর্মীদের। সেখানেই রাজ্য সরকারি পুলিশের সাথে এক রকম ধস্তাধস্তি চলে। পরে সেখান থেকে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় সরকারি কর্মীদের ওপরে। গ্রেফতার হন 47 জন সরকারি কর্মী। অবশেষে তারা কোর্টের নির্দেশে ছাড়া পান।
কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বকেয়া ডিএ মামলার রায় দিয়ে দেন। কিন্তু সেই রায় বাস্তবায়নে সরকার বিলম্ব করে। দায়ের হয় রিভিউ পিটিশন। সেই দাবিও খারিজ হয়ে যাওয়ায় SLP এর দাবি জানিয়ে মামলা গড়ায় মহামান্য সুপ্রিম কোর্টে। তবে সেখানেও রাজ্য সরকার এর করা মামলাতে 10 টি ভুল থাকায় তা ঠেলে সরিয়ে রাখা হয়েছিল।
অবশেষে সেই ভুল তড়িঘড়ি সক্রিয় হয়ে সংশোধন করে রাজ্য সরকার। এবারে তা শুনানির জন্য প্রস্তুত। রাজ্য থেকে ইতিমধ্যেই নির্দিষ্ট ব্যক্তিত্বরা চলে গিয়েছেন মামলায় অংশ নিতে। সরকারি কর্মীদের দাবি, তারা যেহেতু পূর্বের 8 টি মামলার মধ্যে 7 টি তেই জয়ি হয়েছেন এবং এখন মহামান্য কোলকাতা হাইকোর্টের নির্দেশে DA তাদের অধিকারে পরিণত হয়েছে। সুতরাং এই দাবি তাদের ন্যায্য এবং একটি সাংবিধানিক অধিকার।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকার তার মহামান্য সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় রাজ্যের সরকারি কর্মী তথা WB Govt. Employees – দের সংখ্যা হিসেবে 3 লক্ষের সামান্য বেশি সংখ্যক সরকারি কর্মী তথা WB Govt. Employees – দের কথা উল্লেখ করেছেন।
তবে রাজ্যে বিভিন্ন স্কুল, পঞ্চায়েত কর্মী ছাড়াও আরও সরকারি বেতনভুক্ত হিসেবেই নিযুক্ত আছেন প্রায় 7 লক্ষ কর্মচারী। তাদের কথা রাজ্য সরকার কেন উল্লেখ করেনি, তা এই সকল কর্মীদের কাছে একটি চিন্তার বিষয়। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি শিক্ষক সংগঠন ছাড়াও আরও বেশ কয়েকটি সগঠন মামলায় পার্টি হতে চলেছে বলে খবর।
আগামী বছরের শুরুতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এর আগে রাজ্য সরকার প্রতি বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের এক কিস্তি করে DA প্রদান করত। কিন্তু ষষ্ঠ বেতন কমিশন চালু হবার পর থেক রাজ্য সরকারি কর্মীদের মাত্র 3% করেই মিলছে DA. তবে এবারে বকেয়া এর পরিমাণ অনেক। তাই হয়তো এবারে 2023 সালে DA 7% দিয়েই শুরু করবে রাজ্য।
আর পঞ্চম বেতন কমিশনের যে পরিমাণে বকেয়া DA আছে তা রাজ্য সরকারের পক্ষে কোন মতেই একসাথে দেওয়া সম্ভব নয়। কারণ রাজ্যের দাবি, তাদের ভাঁড়ারে অর্থসঙ্কট। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এবং চন্দ্রিমা ভট্টাচার্য এর কথায় বকেয়া DA নিয়ে কিছু কথা শোনা গেছে। তারা বলেছেন, রাজ্য সরকার কখনই সরকারি কর্মীদের বিপক্ষে নয়।
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ না মেলায়, গণছুটির ডাক রাজ্য সরকারী কর্মীদের। কবে থেকে কর্ম বিরতি?
রাজ্য সরকার চায় সরকারি কর্মীদের DA দিতে। কিন্তু কেন্দ্রের কাছে রাজ্যের প্রচুর টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া রাজ্যেও চলছে একাধিক জনমুখি সরকারি প্রকল্প। এই মুহূর্তে নাকি সরকারি কর্মীদের বকেয়া DA দিতে রাজ্য টাকা খরচ করে, তাহলে রাজ্য আর্থিক সংকটের মুখে পরে যাবে।
রাজ্য সরকার কর্মীদের বকেয়া DA মেটাতে পারে দুইভাবে। কয়েক কিস্তিতে মেটাতে পারে। কারণ রাজ্য সরকারের করার SLP মামলার সাথে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিষয়ে পূর্ববর্তী একটি বিষয়কেও উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে এই পথেই এগোতে পারে রাজ্য। আর যদি এভাবে না হয়, তবে হয়তো PF একাউন্টে এই বকেয়া DA মেটানোর সম্ভাবনা রয়েছে।
DA চাইতে গিয়ে আজ আবার মার খেলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন যে, “কেন্দ্রীয় সরকার রাজ্যকে 100 দিনের কাজে শ্রেষ্ঠ রাজ্য বলে পুরস্কৃত করে, সেই কেন্দ্রই 100 দিনের কাজের 6700 কোটি টাকা আটকে রেখেছে। রাজ্যের গলা টেপা হচ্ছে।”তবে ইতিমধ্যে এও জানা গেছে যে, কেন্দ্র রাজ্য সরকারকে জিএসটি বাবদ বেশ কিছু টাকা দিয়েছে রাজ্যকে।
তবে আজকের মামলায় সমস্ত বিষয়গুলি হয়তো পরিষ্কার হয়ে যাবে। কারণ, মহামান্য সুপ্রিম কোর্টে এই বকেয়া DA সংক্রান্ত SLP এর মামলার ওঠার সম্ভাব্য তারিখ ছিল আগামী 2রা ডিসেম্বর। কিন্তু এর আগে মহামান্য কোলকাতা হাইকোর্ট রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে একেবারে কড়া বার্তাই দিয়ে বলেছিলেন যে, কোর্ট এই বকেয়া DA বিষয়ে আর বেশিদিন দেরি করবে না।
মহামান্য কোলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল আগামী 30শে ডিসেম্বর, 2022 তারিখে। এর আগেই এই মামলা শুনতে চেয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। আজই এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আমাদের নজর অবশ্যই থাকবে সেদিকে। আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আর নিজের মতামত জানা কমেন্ট বক্সে। আপনি কি মনে করেন? রাজ্য সরকার কিভাবে দেবে সমস্ত বকেয়া DA? জানান আমাদের। ধন্যবাদ।
Written by Mukta Barai.