টেট পরীক্ষার আগেই আবার নিয়ম বদল। 11ই ডিসেম্বরের আগে কি জানাচ্ছে পর্ষদ? বিস্তারিত দেখুন।
রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষায় ইতিমধ্যেই অনলাইন ফর্ম ফিলাপ শেষ হয়েছে নির্বিঘ্নেই। প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 3রা নভেম্বর, 2022. পূর্ব নিরধারিত সুচি মেনেই এই পরীক্ষা হবে 11ই ডিসেম্বর, 2022. তবে এবারে পর্ষদের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
টেট পরীক্ষা নিয়ে রাজ্যে বেশ উত্তেজনা।
রাজ্যের প্রাথমিক টেট পরীক্ষা 2022 এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার নম্বর- 1572/WBBPE/2022, তারিখ – 29.09.2022. এই প্রাথমিক টেট পরীক্ষার মাধ্যমে মোট নিয়োগ করা হবে 11 হাজার থেকেও বেশি প্রাথমিক শিক্ষক – শিক্ষিকা। বহু দিন ধরেই এই নিয়ে বেশ জল্পনা চলছিল। অবশেষে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সমস্ত বিস্তারিত বিবরণ মেনেই হতে চলেছে পরীক্ষা।
সম্প্রতি জানা গেছে এবারের প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার 7 দিন আগেই। পরীক্ষার্থীদের যাতে সেক্ষেত্রে কোন অসুবিধা না হয়, সেদিকে সদা সতর্ক আছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা WBBPE. এছাড়াও আরও একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে পর্ষদ। আসুন জেনে নেওয়া যাক।
রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই একগুচ্ছ নিয়ম তথা New Update বলে দেওয়া হয়েছিল। এবারে জানানো হল, রাজ্যের এই প্রাথমিক টেট পরীক্ষা হবে দুপুর 2 টো থেকে 2 টো 30 মিনিট পর্যন্ত। এই পরীক্ষা হবে প্রতি বছর 2 বার করে। এই বিষয়ে নিশ্চিত করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়।
পশ্চিমবঙ্গে TET – 2022 বন্ধের পথে। সবাই ঠিক হলে আসল ভুল কার? বিস্তারিত জানুন।
এবারের নতুন নিয়মে অর্থাৎ Regarding WB Primary TET – 2022 নিয়ে বেশ কড়া নিরাপত্তার মধ্যেই সম্পন্ন করা হবে Primary TET পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন সময়ে সাড়া রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হবে ইন্টারনেট পরিষেবা। এতে পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত সমস্ত রকমের সমস্যা থেকে মুক্ত থাকতে পারবে পর্ষদ। এছাড়াও আরও একটি নিয়মের কথা জানা গেছে এই প্রাথমিক পরীক্ষা ঘিরে।
এবারে প্রাথমিক টেট পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তার বলয়ে মোড়ার কথা জানানো হয়েছে। সে কারণে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোড়দাড় করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানা গেছে, উক্ত পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র ঘিরে কোন রকমের সমস্যা এড়াতে জারি থাকবে আইনি নিয়মের 144 ধারা।
টেট মামলা নিয়ে, এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে বিরুদ্ধে মামলা হলো, অতিসক্রিয়তা নাকি রাজৈতিক?
এর ফলে বাহ্যিক যেকোনো রকমের পরিস্থিতি সামলাতে প্রশাসনের বেশ সুবিধা হবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সন্ধান পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সুখবর বাংলা ওয়েবসাইটে। সকলের পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নেই সম্পন্ন হোক, এই কামনা রইল। অন্যান্য যে কোন বিষয়ে কোন রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.