ভারতীয় পোস্ট অফিস এর বাজার কাঁপানো স্কিম। 100 টাকার গুণিতক হারে বিনিয়োগেই পান লক্ষ লক্ষ টাকা।
সারা ভারতবর্ষ জুড়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অর্থনৈতিক দিক থেকে ভরসার এক অন্যতম নাম হল ভারতীয় পোস্ট অফিস। পোস্ট অফিস তথা India Post Office – এ এখন এসেছে নতুনত্ব। চালু করা হচ্ছে নানা রকম স্কিম। সুযোগ সুবিধাও বেড়েছে অনেক। এই বিপুল পরিমাণ লাভ কিভাবে পাবেন? দেখে নিন।
পোস্ট অফিসের স্কিমগুলি সব ক্ষেত্রেই লাভজনক রিটার্ন দেয়।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট তথা NSC হল 5 বছরের জাতীয় সঞ্চয় শংসাপত্র (VIII ইস্যু)। এক্ষেত্রে 01.04.2020 থেকে, সুদের হার 6.8% যা বার্ষিক চক্রবৃদ্ধি কিন্তু মেয়াদপূর্তিতেই দেওয়া হয়ে থাকে। শুরুতে 1000/- টাকা দিয়ে খুলতে হবে এই একাউন্ট। 5 বছর পর সুদ এবং আসল বেড়ে হিসেব মতো ঐ টাকা বেড়ে হবে 1389/- টাকা। সর্বনিম্ন টাকা 1000/- এবং ঐ টাকার গুণে 100/- টাকা হিসেবে টাকা জমা করা যাবে। এর কোন সর্বোচ্চ সীমা নেই।
কারা খুলতে পারবেন পোস্ট অফিস এর এই NSC একাউন্ট?
(i) একক প্রাপ্তবয়স্ক
(ii) যৌথ অ্যাকাউন্ট (3 প্রাপ্তবয়স্ক পর্যন্ত)
(iii) একজন অভিভাবক নাবালকের পক্ষে বা অস্বাস্থ্যকর মনের ব্যক্তির পক্ষে
(iv) তার নিজের নামে 10 বছরের বেশি বয়সী একজন নাবালক।
পোস্ট অফিস স্কিমে (NSC) আমানত কত জমা করা যাবে?
(i) সর্বনিম্ন টাকা 1000 এবং টাকার একাধিক 100 হিসেবে গুণ করে টাকা জমানো যাবে। সর্বোচ্চ সীমা নেই।
(ii) স্কিমের অধীনে যে কোনও সংখ্যক অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
(iii) আমানত আয়কর আইনের ধারা 80C এর অধীনে ছাড় যোগ্য।
কত দিন পর পোস্ট অফিসের এই স্কিমে টাকা তোলা যাবে?
জমার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হলে আমানত তুলে নিলে আপনি সবথেকে বেশি লাভবান হবেন। তবে বিশেষ পরিস্থিতিতে এর আগেও টাকা তুলে নেওয় যাবে।
হিসাবের কি প্রতিশ্রুতি দেওয়া হয়?
(i) NSC অঙ্গীকার গ্রহীতার কাছ থেকে গ্রহণযোগ্যতা পত্র সহ সমর্থিত সংশ্লিষ্ট পোস্ট অফিসে নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে জামানত হিসাবে স্থানান্তর করা যেতে পারে।
(ii) নিম্নলিখিত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর/ অঙ্গীকার করা যেতে পারে।
ভারতের রাষ্ট্রপতি/ রাজ্যের রাজ্যপাল, আরবিআই/শিডিউলড ব্যাঙ্ক/কো-অপারেটিভ সোসাইটি/কো-অপারেটিভ ব্যাঙ্ক, কর্পোরেশন (সরকারি/বেসরকারী)/সরকারি কোম্পানি/স্থানীয় কর্তৃপক্ষ, হাউজিং ফাইন্যান্স কোম্পানি।
Post Office-Ppf-epf এর টাকা নির্দিষ্ট মেয়াদের মধ্যে না তুললে বড় ভুল করবেন।
বিশেষ প্রয়োজনে কিভাবে পোস্ট অফিস NSC স্কিম থেকে টাকা তুলবেন?
নিম্নলিখিত শর্ত ব্যতীত 5 বছরের আগে NSC অসময়ে বন্ধ করা যাবে না।
(i) একটি একক অ্যাকাউন্টের গ্রাহকের মৃত্যুতে বা একটি যৌথ অ্যাকাউন্টের যেকোনো বা সমস্ত অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে
(ii) গেজেটেড অফিসার হওয়া বন্ধক দ্বারা বাজেয়াপ্ত করা।
(iii) আদালতের আদেশে।
এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে অ্যাকাউন্ট স্থানান্তর করা যায় কিভাবে?
NSC শুধুমাত্র নিম্নলিখিত শর্তে একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তরিত হতে পারে।
(i) নমিনি/আইনগত উত্তরাধিকারীদের কাছে অ্যাকাউন্টধারীর মৃত্যুতে।
(ii) যুগ্ম ধারক থেকে অ্যাকাউন্টধারীর মৃত্যুতে।
(ii) আদালতের আদেশে।
(iii) নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাব বন্ধ রাখার ক্ষেত্রে।
আগামীকাল থেকে সম্পূর্ণ প্রাইভেট হয়ে যাচ্ছে এই ব্যাংক, এবার টাকা কোথায় রাখবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। আপনাদের অন্য কোন বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানান আমাদের। এছাড়াও স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি চাকরি, নানা ধরণের প্রকল্প সম্পর্কে জানতে দেখতে থাকুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ। Written by Mukta Barai.