Mobile Recharge এর সস্তা নতুন 8 টি প্ল্যান লঞ্চ করলো Jio এবং Airtel. দেখেই রিচার্জ করুন।
নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে টেলিকম সংস্থাগুলিও Mobile Recharge প্ল্যানগুলির দাম বাড়িয়েছে অনেকটাই। তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বর্তমানে মার্কেটের নামী টেলিকম সংস্থাগুলি নিয়ে এসেছে Mobile Recharge এর কয়েকটি শর্ট টার্ম প্ল্যান, যেগুলি প্রতিদিন 1 জিবি ডেটার সাথে অন্যান্য সুবিধাও প্রদান করে। এই খবরের মাধ্যমে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের কতগুলি শর্ট টার্ম প্ল্যান সম্পর্কে জেনে রাখুন।
Mobile Recharge এর ক্ষেত্রে এয়ারটেল, জিও এর শর্ট টার্ম প্রিপেড প্ল্যানগুলি দিচ্ছে বেশ কয়েকটি সুবিধা।
অনেক ইউজার আছেন, যাদের Mobile Recharge এর হিসেবে দৈনিক বেশি পরিমাণ ডেটার প্রয়োজন হয় না। তাদের জন্য দৈনিক 1.0 জিবি বা 0.5 জিবি ডেটার প্রিপেড Mobile Recharge প্ল্যানগুলি বেশ কার্যকরী। রিলায়েন্স জিও এবং এয়ারটেলের 1.0 জিবি ডেটা প্ল্যানগুলির Mobile Recharge এর দাম এবং অন্যান্য সুবিধা সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও- এর 149 টাকার Mobile Recharge প্ল্যান-
রিলায়েন্স জিও-এর এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.0 জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন 100 টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 20 দিন।
রিলায়েন্স জিও- এর 179 টাকা প্ল্যান –
রিলায়েন্স জিও-এর 179 টাকার প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.0 জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন 100 টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 24 দিন।
রিলায়েন্স জিও- এর 209 টাকা প্ল্যান –
রিলায়েন্স জিও-এর এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.0 জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কলিং -এর সুবিধা। এছাড়া পাওয়া যাবে প্রতিদিন 100 টি এমএসএসের সুবিধাও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 28 দিন।
এছাড়াও দৈনিক 1.5 জিবি ডেটা প্ল্যানের সুবিধাযুক্ত প্ল্যান
জিও -এর 239 টাকার প্রিপেড প্ল্য্যানে পাওয়া যাবে দৈনিক 1.5 জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএসের সুবিধা। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 28 দিন। এছাড়াও 119 টাকায় ইউজারদের দৈনিক 1.5 জিবি ডেটা পাওয়ার সুবিধা দেয় জিও। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 14 দিন। সাথে জিও -এর সব প্ল্যানেই কয়েকটি জিও অ্যাপ ব্যবহার করার সুযোগ পাবেন ইউজারেরা।
এয়ারটেলের দৈনিক 1.0 জিবি ডেটাযুক্ত Mobile Recharge প্ল্যান-
এয়ারটেলের 209 টাকার প্ল্যান-এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.0 জিবি। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন 100 টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 21 দিন।
আগামী সপ্তাহ থেকে Airtel 5G আনলিমিটেড ফ্রি দিচ্ছে এই 13 টি শহরে, এক টাকাও লাগবে না।
এয়ারটেলের 239 টাকার প্ল্যান-
এয়ারটেলের 239 টাকার প্রিপেড প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.0 জিবি ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন 100 টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র ২৪ দিন।
এয়ারটেলের 265 টাকার প্ল্যান –
এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1 জিবি ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন 100 টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 28 দিন।
এছাড়া 1.5 জিবি ডেটার প্ল্যান –
এয়ারটেলের 299 টাকার প্ল্যান –এয়ারটেলের এই প্ল্যানে ইউজারেরা পেয়ে যাবেন দৈনিক 1.5 জিবি ডেটা। সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া প্রতিদিন 100 টি এসএমএস করার সুযোগ। প্ল্যান ভ্যালিডিটি মাত্র 28 দিন। সাথে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, অ্যাপোলো 24/7 এর সুবিধা।
Mobile Recharge এ দুর্দান্ত অফার, মাত্র 10 টাকায় করুন রিচার্জ, আজীবন বৈধ থাকবে কানেকশন।
এছাড়া বিনামূল্যে হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস। সাথে পাওয়া যাবে অন্যান্য সুবিধাও। রিচার্জ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি। Mobile Recharge এর আরও আকর্ষণীয় নতুন প্ল্যানের সাথে নিজেকে পরিচিত করতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.