WBBSE Madhyamik Geography Suggestion 2023 PDF Download – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩। Part-1.

WBBSE Madhyamik Geography Suggestion 2023 PDF Download – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩। Part-1. Get WBBSE Madhyamik Suggestion 2023 PDF Download for all Subjects. West Bengal Madhyamik Geography Suggestion 2023 for 100% Success.

WBBSE Madhyamik Geography সাজেশন দেখে নিজেকে সফলতার পথে প্রশারিত করুন।

WBBSE Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর বিশেষ পরামর্শ নিয়ে। আজকের বিশেষ এই সাজেশনে থাকছে মাধ্যমিক ভূগোল বিষয়ের 5 নম্বরের বড় প্রশ্ন। এর পরবর্তী পার্টে থাকবে অন্যান্য ছোট প্রশ্নের সাজেশন। আসুন তবে দেখে নেওয়া যাক মাধ্যমিক ২০২৩ এর তথা WBBSE Madhyamik Geography Suggestion 2023.

WBBSE Madhyamik Geography Suggestion 2023 – ৫ নম্বরের বড়ো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।
১. নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা কর।
২. হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা কর।
৩.বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।

৪. চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ আলোচনা কর।
৫. বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের ওপর কি প্রভাব পড়েছে, আলোচনা কর।
৬. জলাধার ও বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা কর।

৭. নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্কে আলোচনা কর।
৮. জোয়ার ভাটার কারণ চিত্রসহ আলোচনা কর।
৯. সমুদ্র স্রোতের কারণ এবং তার প্রভাব বিস্তারিতভাবে আলোচনা কর।

১০. জোয়ার ভাটার প্রভাব এবং তার ফলাফল লেখ।
১১. জোয়ার ভাটার কারণ চিত্রসহ আলোচনা কর।
১২. চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা কর।
১৩. কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা কর।

১৪. কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা কর।
১৫. আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।
১৬. গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ কর।
১৭. পশ্চিম ভারতের কার্পাস এবং পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি বিস্তারিতভাবে লেখ।

১৮. ভারতের জনসংখ্যা বন্টন এর কারণ উল্লেখ কর।
১৯. বায়ুর উষ্ণতার তারতম্যের তিনটি কারণ উল্লেখ কর।
২০. ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ কর।

WBBSE Madhyamik Life Science Suggestion 2023 PDF Download – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩।LS-P2.

WBBSE Madhyamik Geography Suggestion 2023 – হিসেবে ওপরের ২০ টি প্রশ্ন বিশেষ ভাবে তৈরি করতেই হবে। এছাড়াও আরও কিছু ৫ নম্বরের প্রশ্ন দেওয়া হল। এগুলি দেখে নিতেই পারেন ১০০% কমন পাবার দৌড়ে এগিয়ে থাকার জন্য।
১. বায়ুমন্ডলে যেকোনো দুটি স্তরের বিবরণ দাও।

২. মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ কর।
৩. উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে বিশেষ পার্থক্য গুলো উল্লেখ কর।
৪. দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারী হিমালয়ের শ্রেণীবিভাগ কর।
৫. ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ কর।

এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন নিয়ম, পরীক্ষার্থীরা খুশি, বিশাল চাপে স্কুল শিক্ষকেরা।

৬. ভারতের মাটির শ্রেণীবিভাগ করে যেকোনো দুটির বিবরণ দাও।
৭. হিমবাহ ও জলাধারের বিভিন্ন মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা কর।
এছাড়াও WBBSE Madhyamik Geography Suggestion 2023 – এর পার্ট-২ দেখার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

প্রত্যেক বিষয়ে অধ্যায় ধরে ধরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সিরিজ ভিত্তিক ভাবে তুলে আনবো। নজরে রাখুন আমাদের এই ওয়েবসাইট। এছাড়াও নানা ধরণের চাকরি, ব্যবসা, সরকারি ও বেসরকারি স্কলারশিপ, শিক্ষা সংক্রান্ত বিষয় এর খোঁজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button