সরকারি ছুটি বাতিল, বিশেষ পরিস্থিতিতে সমস্ত রাজ্য সরকারী অফিস ও স্কুল কলেজে। কি কারনে জেনে নিন।

রাজ্যে সবে সবে সরকারি ছুটির (Govt. Holiday) আমেজ শেষ হল। ছন্দে ফিরেছে সরকারি কর্মীরা (Govt. Employees). বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, স্কুল, কলেজ সহ সমস্ত প্রতিষ্ঠান। তবে এই বছরের এখনো বাকি আছে প্রায় ৪৫ দিনের বেশি সময়। আর আগামী দিনে এই বিশেষ পরিস্থিতিতে আর ছুটি পাচ্ছেন না কেউ। আসুন বিস্তারিত দেখে নি।

ডিসেম্বরের সরকারি ছুটির (Govt. Holiday) লিস্টে শনি এবং রবি বাদে আর নেই কোন বাড়তি ছুটি।

নানকশাহী ক্যালেন্ডার অনুসারে, গুরু নানক 15 এপ্রিল, 1469 সালে, বৈশাখীতে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়েছিল। কিন্তু, কিছু শিখ সম্প্রদায় বিশ্বাস করে যে গুরু নানক কার্তিকের পূর্ণিমা দিনে জন্মগ্রহণ করেছিলেন। এটা চন্দ্র মাস যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অক্টোবর এবং নভেম্বরের মধ্যে পড়ে।

এই হিসেবেই গত 8ই নভেম্বর, 2022 তারিখে শিখদের প্রথম ধর্মগুরু ও শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন উপলক্ষে সমস্ত রাজ্য দপ্তরগুলিতে সরকারি ছুটি (Govt. Holiday) ছিলো। আর এবার 12 এবং 13 ই নভেম্বর সরকারি অফিসে সাপ্তাহিক সরকারি ছুটি। কারণ উপরক্ত 2 দিন যথাক্রমে শনিবার এবং রবিবার।

আর এরপর আগামী 14 ই নভেম্বর রাজ্যে শিশু দিবস পালন হবে। রাজ্যের প্রাথমিক স্কুলে এই দিনটি পালনীয় এবং হাইস্কুল গুলিতে থাকে সরকারি ছুটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি জনসভা থেকে স্মরন করেন যে আগামী 15 ই নভেম্বর, 2022 তারিখের “বিরসা মুন্ডা” – এর জন্মদিন উপলক্ষে ছুটির কথা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 15ই নভেম্বর, 2022 তারিখে “বীরসা মুন্ডা” – এর জন্মদিন পালন উৎসবে যোগদান করতেই ঐদিন ঝাড়গ্রামে ঝটিকা সফরে যাচ্ছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরসা মুন্ডা অ্যাকাডেমির সভাপতি নয়াগ্রামের তৃণমূল বিধায়ক দুলাল মুর্মু, স্থানীয় জেলাশাসক সুনীল আগারওয়াল, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, দুই বিধায়ক দুলাল মুর্মু ও দেবনাথ হাসদা মহাশয়।

অপরদিকে সারা রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এর ফলে ছুটি বাতিল হয়েছে, রাজ্য পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট ও একাধিক জরুরী বিভাগের কর্মীদের। পরিস্থিতি বেগতিক হলে স্কুল, কলেজ ছুটি ঘোষণার পথেও হাটতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এমনই ইঙ্গিত মিলেছে। যদিও শীতের প্রকোপ বাড়লে ডেঙ্গি সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে আসবে বলে আশাবাদী রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

“হয় বকেয়া ডিএ মেটান, নাহলে কড়া শাস্তির জন্য প্রস্তুতি নিন”। কড়া বার্তা ডিভিশন বেঞ্চের। তাদের ওপরে কী ধরণের ব্যবস্থা? বিস্তারিত দেখুন।

তবে দুঃখের বিষয়, এরপর থেকে সরকারি কর্মীরা এই মাস ছাড়াও আগামী ডিসেম্বরে পাবেন না আর কোন বাড়তি ছুটি। এমনিতেই ডিসেম্বরে তেমন ছুটি থাকে না। সারা বছরের বাচানো ছুটি ব্যাবহার করে এদিক অদিক বেড়ানোর প্লান করেন। যদিও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর 25শে ডিসেম্বর ছুটি থাকে। তবে এবারে এই বিশেষ পরিস্থিতির মধ্যে অর্থাৎ 25শে ডিসেম্বর হচ্ছে রবিবার, যা স্বাভাবিকভাবেই একটি সরকারি ছুটির দিন। তাই কার্যত আরও একটি ছুটি কমে গেল।

তবে আগামী বছর অর্থাৎ 2023 সালে এই 25শে ডিসেম্বর তারিখটি সোমবার হওয়ায় রীতিমতো উপভোগ করতে পারবেন এই সরকারি ছুটি। এই দিনটিতে রাজ্যে ধর্ম, বর্ণ, জাত-পাত বিচার না করে সকলেই মেতে ওঠেন মহানন্দে। তবে এবারে এই 2022 ক্যালেন্ডার ইয়ারে আগামী 15ই নভেম্বর, 2022 তারিখের শেষ সরকারি ছুটি সকলেই আনন্দে কাটান, এই কামনা রইল সকলের জন্য।

বাতিল হবে রাজ‍্যের ১০ লক্ষ রেশন কার্ড, Ration Card বাঁচাতে চাইলে এই কাজটি এক্ষুনি করুন

প্রতিবেদন পাঠের জন্য ধন্যবাদ। এছাড়া ব্যাঙ্ক, পোস্ট অফিস, মোবাইল রিচার্জ এর লেটেস্ট অফার, স্কুল, কলেজ, বিভিন্ন রকম স্কলারশিপ, সাপ্তাহিক রাশিফল, সরকারি, বেসরকারি চাকরি সহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button