WBCHSE Exam 2023 – রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কাউন্সিলের জরুরী ঘোষণা। প্র্যাকটিক্যাল সহ অন্যান্য বিষয়ের আপডেট দেখুন।
আর কিছুদিন পরই উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা (WBCHSE Exam 2023). আর বছর ঘুরলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যে সকল পরীক্ষার্থী তথা শিক্ষকদের জন্য 9ই নভেম্বর, 2022 তারিখের গুরুত্বপূর্ণ ঘোষণা সংসদের (WBCHSE). এক নজরে দেখে নেওয়া যাক, কি কি বদল হলো।
এবারের পশ্চিমবঙ্গে উচ্চ-মাধ্যমিক (WBCHSE Exam) পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আপডেট দেখেন নিন।
তবে এবারে রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কাউন্সিলের জরুরী ঘোষণা করে বিজ্ঞপ্তি দিল গত 9ই নভেম্বর, 2022 তারিখে। আসুন জেনে নেওয়া যাক, কি বলা হয়েছে কাউন্সিলের বিজ্ঞপ্তিতে। রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দুটি অংশে হয়ে থাকে। একটি হল প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং অপরটি লিখিত পরীক্ষা।
আর এবারে এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্যের উচ্চ-মাধ্যমিক কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 5.12.2022 তারিখ থেকেই শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই পরীক্ষাটি পরীক্ষার্থীদের উচ্চ-মাধ্যমিকে নম্বর তোলায় বেশ ভালো ভূমিকা পালন করে। ভালো করে পরীক্ষা দিলেই 80-100 শতাংশ নম্বর পাওয়া যায়।
কবে থেকে শুরু হচ্ছে উচ্চ-মাধ্যমিক প্র্যাক্টিক্যাল?
আগামী 5 ডিসেম্বর থেকে উচ্চ-মাধ্যমিক 2023 সালের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্দেশিকা দিয়ে একথা জানানো হয়েছে। আগামী 5 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে 2023 সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে।
WBCHSE Exam 2023 – প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র কবে দেওয়া হবে?
সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র 23শে নভেম্বরের ক্যাম্পে স্কুলগুলিকে দেওয়া হবে। প্রতিটি স্কুলকে আবশ্যিকভাবে নির্দিষ্ট তারিখের মধ্যেই সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ফয়েল-এর হার্ড কপি এসে জমা দিতে হবে। যে পরীক্ষার্থী পূর্বে উচ্চ-মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্র্যাকটিক্যাল WBCHSE Exam – এর পরীক্ষার মার্কস কবে পাঠাতে হবে?
পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 2রা জানুয়ারি, 2023 থেকে 10ই জানুয়ারী, 2023 তারিখের মধ্যেই এই কাজ সেরে ফেলতে হবে রাজ্যের স্কুলগুলিকে। বিষয়টি বেশ সতরকতার সাথে দেখার নির্দেশ কাউন্সিলের।
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল, খুশি হলো সব পরীক্ষার্থী।
গতানুগতিক অফলাইন সিস্টেমকে পাল্টে এবার গোটা WBCHSE Exam 2023 – পরীক্ষার প্রস্তুতি হবে অনলাইনে। সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, তারা ইতিমধ্যেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা (WBCHSE Exam 2023) এর জন্য নতুন ভাবে একটি ওয়েবসাইট তৈরী করে ফেলেছেন। এর আনুষ্ঠানিক উদ্বোধন হইয়েছিল 26শে আগস্ট, 2022. অনলাইন বিষয়টি যুক্ত হবার ফলে কাজগুলি করা হচ্ছে নির্ভুলভাবে এবং খুব দ্রুত।
উচ্চ-মাধ্যমিক পরীক্ষা (WBCHSE Exam 2023) নিয়ে সকল পরীক্ষার্থীদের জন্য আমাদের তরফ থেকে রইলো বিশেষ শুভ কামনা। পরবর্তীকালের বিভিন্ন আপডেট খবর পেতে আমাদের ওয়েসাইটে একটু নজর রাখতে হবে। আমরা পড়ুয়াদের জন্য বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ ছাড়াও চাকরী সংক্রান্ত নানা খবর আপনাদের জন্য নিয়ে আসি। প্রতিবেদন ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও উপকৃত করুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.