পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট! ভুলে ভরা আবেদন। ফেলা হলো ডিফেক্ট লিস্টে। সংশোধনের সময় 90 দিন। বিস্তারিত দেখুন।

সকলেরই বিষয়টি অবগত যে, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কড়া নেড়েছে কোলকাতা হাইকোর্ট আর স্যাট এর ঘরে। এবারে গত ৩ রা ডিসেম্বর ২০২২ তারিখে রাজ্যের বকেয়া ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টে। তবে অজস্র ভুল রয়েছে আবেদনে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা 3 মাসের আগে পৌছবে না বিচারপতির টেবিলে।

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার সবে মাত্র ডায়েরি নাম্বার পড়েছে। এখন পর্যন্ত কেস নাম্বার পড়ে নি। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (DA) মামলার ডায়েরি নাম্বার হল – 35292/2022, তারিখ – 03-11-2022, সময় – 02.43 PM. এই মামলার পিটিশনার হল পশ্চিমবঙ্গ সরকার এবং রেসপন্ডেন্ট হল কনফেডারেসন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ।

আজকের আলোচনায় দেখে নেবো সুপ্রিমকোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় কি সেই 10 টি ভুল। এই ভুলগুলি নোটিফিকেশন আকারে দেওয়া আছে ওয়েবসাইটে। প্রথমেই পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (DA) মামলায় যেই ভুল নজরে এসেছে সেটি হল কেসের রেসপনডেন্ট হিসেবে শুধুমাত্র কনফেডারেসন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ এর নাম লেখা আছে। অই ক্ষেত্রে “others” – কথাটিও যুক্ত করার কথা। কারণ এক্ষেত্রে মামলায় আরও কয়েকটি সরকারি কর্মী সংগঠনও যুক্ত আছে।

সুপ্রিমকোর্টে (SC-Supreme Court) পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (DA) মামলায় 10 টি ভুল নিচে দেওয়া হল।
ডিফেক্ট নম্বরঃ- ১। কেস করলে কেস ফি দিতে হয়। সেক্ষেত্রে 2,330/- টাকা বকেয়া রাখা হয়েছে।
ডিফেক্ট নম্বরঃ- ২। কলাম নাম্বার 4(B) তে (L/P) কিছু ত্রুতি আছে।
ডিফেক্ট নম্বরঃ- ৩। প্যারা নাম্বার 3, 7(I), 8(I), এর বয়ান I/O.(SLP) এর সাথে ট্যালি করা হয় নি।
ডিফেক্ট নম্বরঃ- ৪। অ্যানেক্সার নাম্বার P-1 এ কিছু কপি দেওয়া হয়েছে যা কম কালির কারণে আবছা থাকায় তা বোঝা যাচ্ছে না।

সকাল 10টার মধ্যে, শিক্ষকদের স্কুলে ঢোকার নির্দেশ। শিক্ষাদপ্তরের নির্দেশ অমান্যে কাটা হবে বেতন।

ডিফেক্ট নম্বরঃ- ৫। অ্যানেক্সার নাম্বার P-14 এ কিছু ভাষার সমস্যা দেখা গেছে। অরিজিনাল টাইপ করা কপি চাওয়া হয়েছে।
ডিফেক্ট নম্বরঃ- ৬। 293-294 নম্বর অসম্পূর্ণ। 295 নম্বর পৃষ্ঠা ওলটানো আছে।
ডিফেক্ট নম্বরঃ- ৭। অ্যানেক্সার নাম্বার P-32 তে স্মল ফন্ট ব্যবহার করা হয়েছে।
ডিফেক্ট নম্বরঃ- ৮। 583 নম্বর পৃষ্ঠা ফাঁকা। কিছুই লেখা নেই।

সুপ্রিমকোর্টে (SC-Supreme Court) পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (DA) মামলায় অন্যান্য ভুলগুলি হলঃ-
ডিফেক্ট নম্বরঃ- ৯। SLP চাওয়া হয়েছে।
ডিফেক্ট নম্বরঃ- ১০। এই বিশাল বইটিতে সূচিপত্র অনুসারে পেজ নাম্বার মিলছে না।
এই সকল ডিফেক্ট গুলির যেগুলি মেটানো হবে সেগুলি ধিরে ধিরে ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে। এগুলি মেটানোর জন্য সরকার কত তাড়াতাড়ি পদক্ষেপ নেবে, সেটাই দেখার।

সরকারি কর্মীরা আর পাবেন না পেনশন ও গ্রাচুইটি, নতুন বিল প্রস্তাব, সরকারি চাকরি আর সুখের রইলো না।

কোলকাতা হাইকোর্টের কন্টেম্পট মামলা ওঠার তারিখ আগামী 9ই নভেম্বর, 2022 তারিখ। রাজ্য সরকার হলফনামা দিয়ে এই মামলা তুলে নেবার বা নিস্পত্তি করার দাবি রাখলেও এখন পর্যন্ত এই মামলার কোন স্টে অর্ডার দেওয়া হয় নি কোর্টের তরফ থেকে। অর্থাৎ আদালতে উঠবে মামলাটি। সেক্ষেত্রে রাজ্য সরকার কি বক্তব্য রাখবে সেটাই এখন দেখার।

কোলকাতা হাইকোর্ট (HC-High Court), উক্ত দিনে উভয় পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন। আর সুপ্রিম কোর্টে স্ক্রুটুনি করেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, সুপ্রিম কোর্ট ঐ মামলাটি গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ করে তাহলে তখনই কেস নাম্বার পড়বে এবং সেই মামলার শুনানির দিন ঠিক করা হবে। এমন আরও আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button