LPG গ্যাস সিলিন্ডার ব্যবহারে নতুন নিয়মে বেশ সমস্যায় গ্রাহকেরা। বিস্তারিত দেখুন।
বুকিং, LPG গ্যাসের দাম, অফারে গ্যাস কিনলেই আপনি বেশ লাভবান হবেন।
সারা দেশে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় LPG গ্যাসের সুবিধা পৌঁছে গেছে নানা প্রান্তে। তবে আগে বেশ ভালো ভর্তুকি মিললেও এখন তা অনেক কমে যাওয়ায় গ্যাসের দামে দেখা দিয়েছে উর্ধগতি। এবারে আরো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, যেগুলি জানলে আপনিও চমকে যাবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এবার থেকে আর ইচ্ছা মতো LPG সিলিন্ডার বুকিং করলেই পাওয়া যাবে না গ্যাস। এই বিষয়ে বেশ কঠোর হল সরকার। কারণ, এতদিন, এই রান্নার LPG গ্যাস অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছিলো। এই গ্যাস দিয়ে রেস্টুরেন্ট বা হোটেলে রান্না, বিভিন্ন যানবাহন চালানোর মতো কাজ করা হচ্ছিল যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ।
তাই এবার থেকে ঘরোয়া LPG গ্যাস এর বুকিং সংখ্যা বেঁধে দিল সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা প্রতি একাউন্ট এর হিসেবে বছরে মাত্র 15 টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র 2 টি LPG গ্যাস সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার গুলির মধ্যে প্রথম 12 টি গ্যাস সিলিন্ডার এর জন্য মিলবে ভর্তুকি। বাকি গুলিতে আর ভর্তুকি পাবে না গ্রাহকেরা।
গ্যাস কোম্পানি গুলির নিজস্ব সফ্টওয়ার এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্চতা আনা হয়েছে। এতদিন ধরে নানা রিপোর্টে উঠে আসছিল যে, ভর্তুকিযুক্ত ঘরোয়া সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল কমার্শিয়াল গ্যাস হিসেবে। এবারে এই নিয়ম জারি হবার ফলে আর অপব্যবহার হবে ডোমেস্টিক গ্যাসের।
রেশনের সাথেই এবারে দিচ্ছে বছরে 3টি ফ্রি LPG. নিয়ম জেনে আবেদন করুন।
গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে কি? ভারত সরকার প্রতি 6 মাস পরপর সাধারণত গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। আর এই মূল্য পরিবর্তন এর ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই গ্যাস সম্পূর্ণ প্রকৃতিক গ্যাস থেকে পরিশোধন করেই তৈরী করা হয়। তাই এক্ষেত্রে দাম নির্ধারণ করে থাকে সরকার।
এমাসে LPG গ্যাসের দাম দেখে নেওয়া যাক। এই অক্টোবরে গ্যাস সিলিন্ডার এর দাম হিসেবে 14.2 কেজি ওজনের ডোমেস্টিক গ্যাস এর দাম সিলিন্ডার পিছু 1079/- টাকা ধার্য্য করা হয়েছে। এছাড়া 19 কেজি গ্যাস সিলিন্ডার এর কমার্শিয়াল দাম 1959/- টাকা। এই বছর মে মাসে এই দাম ছিল সর্বোচ্চ অর্থাৎ 2,454/- টাকা। অর্থাৎ, দাম কমেছে প্রায় 500/- টাকার কাছাকাছি।
LPG রান্নার গ্যাস বুকিং এ নিষেধাজ্ঞা, এইমাসে আর গ্যাস পাবেন না, নতুন নিয়ম জেনে নিন।
গ্যাসকেই এখন ভারতের অধিকাংশ মানুষ নিজেদের রান্নার জন্য উপযুক্ত জ্বালানি হিসেবে বেছে নিয়েছেন। এর কারণ হল, সহজে পাওয়া যায়। আর এর দাম বেশ কম ছিল। তবে বিভিন্ন কারণেই এই গ্যাস এখন অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় তাদের। তবে এই নিয়ম চালু হবার পর আবার দাম কমলেও কমতে পারে। এমন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.