PMSS Scholarship – 2022 মোদীর ঘোষণা, 36 হাজার টাকা পাবে প্রত্যেক পড়ুয়া ! জানতে ক্লিক করুন।

মেধাবীদের পাশে থেকে এই (PMSS Scholarship) স্কলারশিপ বেশ কার্যকরী ভূমিকা নেবে।

এবার থেকে প্রত্যেক মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্য করছে কেন্দ্রীয় সরকারের এই PMSS Scholarship 2022. কেন্দ্রের ঘোষণা অনুসারে ইতিমধ্যেই আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। সমস্ত কিছু বিস্তারিত ভাবে জেনে নিতে দেখে নিন আমাদের এই প্রতিবেদন।

এবারে 2022-23 শিক্ষবর্ষের পড়ুয়ারা PMSS Scholarship – 2022 এর আবেদন জানাতে পারবেন। তবে শুধুমাত্র মেধাবী এবং যোগ্য পড়ুয়ারাই এই স্কলারশিপ পাবে। এক্ষেত্রে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে www.kab.gov.in ওয়েবসাইটে।

এখানে আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া আছে। সেক্ষেত্রে সঠিক তথ্য সহকারে অনলাইনে আবেদন জানালেই মিলবে এই স্কলারশিপ। এক্ষেত্রে, প্রাক্তন সৈনিক এবং প্রাক্তন কোস্ট গার্ড এর সৈনিকদের ওপরে নির্ভরশীল পরিবারের পড়ুয়াদের প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন।

এক্ষেত্রে, 2022-23 শিক্ষাবর্ষে পাঠরত পড়ুয়ারা আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে PMSS অপশনে ক্লিক করে নির্দেশ মেনে আবেদন জানাতে হবে। নতুনদের জন্য “New Application” অপশনে ক্লিক করতে হবে।

ষষ্ঠ শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত 60 হাজার টাকার স্কলারশিপ। এখুনি জেনে নিন।

ইতিমধ্যেই আবেদন চলছে। এই আবেদন শেষ হবে আগামী 30.12.2022 তারিখে। সুতরাং আর দেরি না করে আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি। এই স্কলারশিপ 2016-17 আর্থিক বছর থেকে দেওয়া শুরু হয়েছে। যে পরিমাণে আবেদন জমা পড়ে, তার প্রায় 90% বেশি আবেদনকারীদেরকেই এই PMSS Scholarship দেওয়া হয়ে থাকে।

একসাথে দুটি স্কলারশিপ পাবেন, আবেদন করুন আদিত্য বিড়লা স্কলারশিপে।

প্রতি বছরই প্রায় 5,500 জনের বেশি পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, এমবিএ, এমসিএ ইত্যাদি কোর্স নিয়ে পড়লেও আবেদন করা যায়। এক্ষেত্রে ছেলেদের 2,500/- প্রতি মাসে এবং মেয়েদের 3,000/- প্রতি মাসে স্কলারশিপ দেওয়া হয়।

এটা কেন্দ্র সরকারের এক দারুণ পদক্ষেপ বলেই সারা দেশে প্রচলিত। সারা ভারতের যেকোন রাজ্য থেকেই এই আবেদন করা যাবে। এমন আরো খবরের সন্ধান পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার মতামত জানা কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

3 Comments

    1. I think nothing can better than this news. If these process starts then we will be highly obliged to our
      dear prime minister.
      Thanks 🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button