Holiday List 2023

Holiday List 2023 – ছুটির তালিকায় যুক্ত থাকবে বাড়তি ছুটিও।

রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। ইতিমধ্যেই নতুনভাবে Holiday List 2023 ছুটির তালিকা করল নবান্ন। এবছর সরকারি কর্মচারীরা গত ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টবর, টানা ১১ দিন পেয়েছিলেন পুজোর ছুটি। এবার সেই ছুটি নিয়েই নতুন ঘোষণা। ছুটি কি আরো বাড়লো? কতটা?

দুর্গাপুজোয় মাত্র ৪ দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এই ৪ দিনে মনে ভরে না। তাই পঞ্চমী-ষষ্ঠী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। কিন্তু কাজের ব্যস্ততার কারণে অনেকেরই সেটা হয়েছে ওঠে না। তবে গত ২১ অক্টবর নবান্নের তরফে পরের বছরের অর্থাৎ ২০২৩ সালের সরকারি কর্মীদের ছুটির তালিকা ঘোষণা করা হল।

2022 বন্ধের পথে। সবাই ঠিক হলে আসল ভুল কার? বিস্তারিত জানুন

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
Holiday List 2023 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট আইনের ২৫ নম্বর ধারা মেনেই পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের অধীনের সকল দপ্তরের কর্মীরা এই তালিকা অনুসারে ছুটি পাবেন। কেবলমাত্র কলকাতার কালেক্টর দপ্তর ও রেজিস্ট্রারের দপ্তরে এই ছুটির তালিকা অনুসারে ছুটি দেওয়া হবে না।

কোন কোন দিন ছুটি?
Holiday List 2023 এর বিজ্ঞপ্তির তালিকা অনুসারে সরকারি দপ্তর ছুটি থাকবে, আগামী বছরের ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন,
২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী,
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস,
২৬ জানুয়ারি সরস্বতী পুজো,
৭ মার্চ দোলযাত্রা,
৭ এপ্রিল গুড ফ্রাইডে,
১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী,
১৫ এপ্রিল নববর্ষ,
২২ এপ্রিল ইদ-উল-ফিতর।

বদলে গেল ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেশন তোলার নিয়ম, না মানলে কেউ রেশন পাবেন না

১ মে মে দিবস,
৫ মে বুদ্ধ পূর্ণিমা,
৯ মে ছুটি,
২৯ জুন বকরি ইদ,
২৯ জুলাই মহরম,
১৫ অগস্ট স্বাধীনতা দিবস,
২ অক্টোবর গান্ধী জয়ন্তী,
১৪ অক্টোবর মহালয়া,
দুর্গাপুজোর ছুটি থাকবে ২১, ২৩, ২৪ অক্টোবর।
২৮ অক্টোবর লক্ষ্মীপুজো,
১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া,
২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিবস,
২৫ ডিসেম্বর ক্রিসমাস।

Holiday List 2023 তে বাড়তি ছুটির আনন্দও পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কবে?
রাজ্য সরকারের নির্দেশে ২০২৩ সালে সরকারি কর্মীরা ২৫ জানুয়ারি,
১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে,
শিবরাত্রি,
৮ মার্চ,
ইদের আগের দিন,
রথযাত্রা,
রাখী পূর্ণিমা,
জন্মাষ্টমী,
ফতেয়া দোয়াজ দাহাম,
১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষ্যে ছুটি।

পুজোতেও দ্বিগুন আনন্দ মিলবে দুর্গাপুজোয় ১৮ অক্টোবর চতুর্থী থেকে ছুটি। ২৫ অক্টোবর, ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর,
১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি।
১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন,
১৬ নভেম্বর ছুটি,
২০ নভেম্বর ছটপুজো উপলক্ষ্যে বাড়তি ছুটি।
উল্লেখ্য, কেবলমাত্র খ্রিস্টানরা ৮ এপ্রিল ইস্টার স্যাটারডে’র ছুটি পাবেন। আদিবাসীরা ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত, কিনতেই হবে iphone, বিজ্ঞপ্তি জারি নবান্নের