লক্ষ্মীর ভাণ্ডার এর 500, 1000 টাকা দেওয়া বন্ধ। আর্থিক সঙ্কটেও সিদ্ধান্ত মমতার।
নারী উন্নয়নে লক্ষ্মীর ভাণ্ডার এ প্রশংসা পেয়ে আসছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবারে?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যে নারী কল্যাণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এর মতো নতুন প্রকল্প তুলে ধরেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই এমন সিদ্ধান্ত কিরূপ প্রভাব ফেলবে জনগণের ওপরে, সেটাই দেখার। আর্থিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পূর্বে রাজ্যের নেওয়া যেকোনো সিদ্ধান্তই ভূয়সী প্রশংসা কুড়িয়েছে অনেক। আসুন, জেনে নেই আজকের প্রতিবেদনে।
সারা পশ্চিমবঙ্গে প্রতম দিনেই মোট ৮৫৭ টি ক্যাম্পের মাধ্যমে গত মাসেই হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যবাসীর কাছে তুলে ধরা হয়েছিল সমস্ত রাজ্য সরকারি সুবিধা গুলি। হিসেবে দেখা গেছে যে, এই সমস্ত আবেদনের মধ্যে ৭০% আবেদন হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সেক্ষেত্রে নতুন আবেদন, সংশোধন বিষয়েই আবেদন জমা পড়েছে।
রাজ্যে এখন চলছে পুজোর মাস। একই মাসে হচ্ছে দুর্গা পুজা থেকে শুরু করে লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো। বাড়ির নারীরা বেশ ব্যস্ত এই মাসে। আর খরচের দিকেও বেশ টান বাঙ্গালির পকেটে। এর মধ্যেই রাজ্যের মানব দরদী মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি বেশ প্রশংসা পাবার মতো সিদ্ধান্ত। আসুন দেখে নেই যে কত করে বাড়ছে?
আগামী পুজোতে রাজ্যের আয় বৃদ্ধিতে ১ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কারণ ২০১৯ সালের তুলনায় এবারে আয় বেড়েছে প্রায় ৫৪%। রাজ্যে ছুটি চালু থাকলেও বিভিন্ন দপ্তরে কাজ শুরু হয়ে গিয়েছে গত ৮ই অক্টোবর থেকে অনলাইনে। ২ তারিখ থেকে রাজ্যের সমস্ত কাজই বন্ধ ছিল ৭ই অক্টোবর পর্যন্ত। আজ ১২ই অক্টোবর থেকে আবার সমস্ত রকমের কাজ শুরু হচ্ছে জোড় কদমে।
কোটি কোটি জনগনকে জনধন যোজনায় প্রতিমাসে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার, কিভাবে পাবেন, জেনে নিন।
তবে ঘোষণা হলেই প্রকল্প চালু হয় না। দরকার হয় সরকারি নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশের। তাই সংশ্লিষ্ট আধিকারিকেরা তাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ক কাজের অনেকটাই সেরে ফেলেছেন গত শনিবারেই। তবে হয়তো আজকালের মধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ সামনে চলে আসবে। তবে এই ভাতা বৃদ্ধির ফলে বাংলার লক্ষ্মীদের মুখে দেখা মিলেছে মিষ্টি হাসির।
রেশনের সাথেই এবারে দিচ্ছে বছরে 3টি ফ্রি LPG. নিয়ম জেনে আবেদন করুন।
বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার নারীরা পাচ্ছেন প্রতি মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে। তবে এবারে প্রত্যেকেরই বারান হচ্ছে মাসিক ভাতা। এটাই রাজ্যের অত্যধিক বাজার মুল্যের বাজারে বেশ স্বস্তি দেবে বাংলার নারীদের। এবারে যারা ৫০০ টাকা করে পাচ্ছিলেন, তারা পাবেন মাসিক ৭৫০ টাকা করে। আর যারা ১০০০ টাকা করে পাচ্ছিলেন এতদিন, তারা পাবেন মাসিক ১২৫০ টাকা করে।
তবে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার এর বর্ধিত সুবিধা পেতে নতুন করে কোন আপডেট করার দরকার নেই। তবে ব্যাঙ্ক এর সাথে আধার বা মোবাইল নাম্বার সংক্রান্ত লিঙ্ক করা না থাকলে আপনার এর ভাতা বন্ধ হয়েও যেতে পারে। তাই সেই দিকে নজর দিতে হবে। আর সরকারি নির্দেশিকা এলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.