পেনশন প্রাপকদের জন্য দারুন খবর, নতুন নিয়মে লাভ হবে সবার।

কবে থেকে কার্যকর হবে পেনশনের নতুন নিয়ম?

পেনশন হল বৃদ্ধ বয়সের সঙ্গী। জরুরি ভিত্তিতে টাকা পয়সার দরকার হলে সেই সময় এই টাকাই একমাত্র ভরসা। পেনশন হোল্ডারদের জন্য দারুন সুখবর। সম্প্রতি লাইফ সার্টিফিকেট সম্পর্কিত নতুন সিদ্ধান্ত নেওয়া হল।

নতুন নিয়ম কি?
‘ডিপার্টমেন্ট অফ পেনশনার অ্য়ান্ড পেনশনার্স’ বা DoPPW এর তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে ৮০ বছর বা তার বেশি বয়স্ক Pension হোল্ডাররা বছরের ১ নভেম্বরের বদলে ১ অক্টোবর থেকেই বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। Pension হোল্ডারদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শংসাপত্র জমা করা না হলে বন্ধ হলে পেনশন মিলবে না।

পশ্চিমবঙ্গ – এর মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুজোতে 3 লক্ষ কর্মসংস্থান নিশ্চিত। বিস্তারিত জেনে নিন

লাইফ সার্টিফিকেট জমা করতে হলে কোন কোন নথিপত্র প্রয়োজন?
১) আধার কার্ড।
২) বৈধ মোবাইল নম্বর।
৩) ব্যাংক অ্যাকাউন্ট এর নথি।
৪) Pension অনুমোদনের সমস্ত নথি।

সার্টিফিকেট কোথায় জমা করতে হবে?
DoPPW অনুসারে, Pension হোল্ডাররা ১২টি সরকারি ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং অ্যালায়েন্স বা ইন্ডিয়া পোস্টের ডোরস্টেপ পরিষেবার মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। তবে JP পোর্টালে গিয়ে JP অ্যাপ্লিকেশন (DLC) করতে পারবেন। তবে বছরে অন্তত একবার এই সার্টিফিকেট জমা করতেই হবে।

আগামী বছর মহালয় থেকে দুর্গা পুজো কবে পড়ছে, দেখুন শারদীয়া 2023 এর নির্ঘণ্ট

অনলাইনে সার্টিফিকেট জমা করার পদ্ধতি-
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
ওয়েবসাইট-
https://jeevanpramaan.gov.in/

Pension হোল্ডাররা বায়োমেট্রিক ও যাচাইকরণের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। এছাড়া বৈধ ইমেল আইডি বা অ্যাপের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

SBI তে বড়োসড় নিয়ম বদল, চিন্তায় গ্রাহকেরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button