RBI Rules না মানায় 8 টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল। দেখে নিন তালিকায় আপনার ব্যাঙ্ক নেই তো?
RBI Rules – সাথে সাথে জরিমানা কড়া হল 114 টি ব্যাঙ্ককে জানুন বিস্তারিত।
ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থাকে সুষ্ঠু ভাবে পরিচালনা করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Rules). আরবিআই গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রাইভেট এবং সরকারি ব্যাঙ্ককে জরিমানা করে থাকে, বা দরকার পড়লে ব্যাঙ্কের লাইসেন্স বাতিলও করে থাকে। ঠিক তেমনই গত আর্থিক বর্ষে অর্থাৎ 2022-2023 বছরে আরবিআই দেশের 8 টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। তবে জরিমানা করা ব্যাঙ্কের সংখ্যা আরও বেশি। মোট 114 টি ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা হয়েছিল আরবিআইয়ের তরফে।
লাইসেন্স বাতিল হওয়া ব্যাঙ্কগুলি মূলত সমবায় ব্যাঙ্ক। আরবিআইয়ের গাইডলাইন (RBI Rules) না মানার জন্য ওই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে আরবিআই। আরবিআইয়ের রিপোর্ট বলছে, গত কয়েকমাস যাবৎ নিদারুণ আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাঙ্কগুলি। তাই একপ্রকার বাধ্য হয়েই মোট 8 টি ব্যাঙ্কের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিয়ে, লাইসেন্স বাতিল করতে হয়েছে।
এবার থেকে জমি, বাড়ির দলিলেও করাতে হবে আধার লিঙ্ক, কেন্দ্র সরকারের নতুন নিয়ম।
যে 8 টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়েছে , তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। তালিকায় নাম আছে মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্কের।
ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে সংবিধিবদ্ধ নিয়মগুলি মেনে চলার ক্ষেত্রে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণের জন্য 8 টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে আরবিআইয়ের (RBI Rules) তরফে।
এরই সাথে দেশের প্রায় 114 টি ব্যাঙ্ককে জরিমানা করেছে আরবিআই। আরবিআইয়ের নিয়ম হচ্ছে, প্রথমদিকে নিয়ম না মানার জন্য ব্যাঙ্কগুলিকে প্রথমে জরিমানা আরোপের মাধ্যমে সতর্ক করা হয়। এরপরও যদি নিয়ম না মানে তখন লাইসেন্স বাতিল করা হয়।
প্রসঙ্গত, আরবিআই কর্তৃক কোনো ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলে, সেই ব্যাঙ্কের গ্রাহকরা সর্বাধিক 5 লক্ষ টাকা অবধি তুলতে পারেন। তবে কোনো গ্রাহকের যদি 5 লাখ টাকার বেশি অঙ্কের ফিক্সড ডিপোজিট থাকে, তবে বাকি টাকা ফেরত পাওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ।
তবে, যদি কোনও ব্যাঙ্কে জরিমানা করে আরবিআই, সেক্ষেত্রে গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়ে না। জরিমানা করা ব্যাঙ্কের গ্রাহকরা আগের মতোই স্বাভাবিকভাবে টাকা জমা করতে অথবা তুলতে পারেন।
নতুন 500 ও 2000 টাকার নোট নিয়ে সতর্ক করলো RBI, ভালো চাইলে জেনে নিন।