7th Pay Commission : সরকারি কর্মচারীদের পোয়াবারো! হোম লোনে কমতে চলেছে সুদের হার, সঙ্গে থাকছে আরও বাড়তি সুবিধা
7th Pay Commission : সুদের হার কমার সাথে সাথে পাওয়া যাবে অগ্রিম টাকাও, জানুন বিস্তারিত
সরকারি চাকুরীজীবীদের জন্য সুখবর ( 7th Pay Commission)। কেন্দ্রীয় সরকারের অধীন কর্মরত কর্মীরা বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে পেয়ে যাবেন বিশেষ সুবিধা। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীন কর্মচারীরা ব্যাঙ্ক থেকে হোম লোন নিলে সুদের হার কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
প্রসঙ্গত, এই বিষয়ে সরকারি নির্দেশ মূলত আন্তঃ অফিস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (7th Pay Commission)। হোম লোনের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৭.৯%। যেটি কমিয়ে ৭.১% করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কেন্দ্রীয় সরকার কর্মীদের ২০২২ সালের এপিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ি তৈরি বা কেনার ক্ষেত্রে টাকা অ্যাডভান্স দেওয়া সুবিধা চালু করেছে। এই টাকার অঙ্কের উপর সুদের হার ০.৮% বা ৮০ পয়েন্ট বেসিস হ্রাস করা হয়েছে।
অন্যান্য সুবিধা-
১) কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় সুবিধা দেওয়া হচ্ছে। বাড়ি কেনা বা তৈরি করা ক্ষেত্রে সর্বাধিক পরিমাণে অগ্রিম হিসেবে ২৫ লাখ টাকা নিতে পারেন।
২) ৩৪ মাসের মূল বেতন বা বেসিক স্যালারি হিসেবে সর্বাধিক ২৫ লাখ টাকা অগ্রিম পাবেন কর্মীরা।
কবে থেকে চালু করা হয়েছে এই সুবিধা-
২০২০ সালের ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এই সুবিধা দেওয়া ( 7th Pay Commission)। অনেক কর্মী আছেন, স্বপ্ন থাকলেও স্বপ্নের মতো বাড়ি বানাতে পারেন না। কারণ একটাই, বেতনের চেয়ে অধিক পরিমাণ অর্থ। আর তাই কর্মী এবং পরিবারের স্বপ্নের বাড়ি বানানোর ইচ্ছে পূরণে এই সুবিধা অর্মীদের দেওয়া হচ্ছে।
এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা শুধু বাড়ি কেনা বা তৈরি করার ক্ষেত্রে নয়, ফ্ল্যাট তৈরির ক্ষেত্রেও এই সুবিধা পেয়ে যাবেন ( 7th Pay Commission)। এই সম্পর্কিত অন্যান্য সকল খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.