Physical Intimacy

Physical Intimacy : সুখী দাম্পত্যের জন্য যৌনতা ঠিক কতটা জরুরি। জানুন বিস্তারিত

আমাদের সমাজে শারীরিক সম্পর্ক (Physical Intimacy) নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কিন্তু সামাজিক ও পারিপার্শ্বিক কারণে মানুষ অনেক কিছুই প্রশ্ন করতে পারে না, তা নিয়ে চর্চাও করতে পারে না। কিন্তু  প্রত্যকটি মানুষকে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেঁচে থাকার ক্ষেত্রে মিলনের গভীর প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন, সেফটি পিন দিয়ে আটকানো পোশাকে উপছে পড়ছে শরীরী ভাঁজ, দেখে চোখ ফেরানো দায়। জানুন কে এই সুন্দরী।

অনেকেই হয়তো জানেন না যে বর্তমান সময়ে দেশে ডিভোর্সের হার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর পিছনে অনেক কারন থাকেলও অন্যতম একটি কারন হল শারীরিক সম্পর্ক (Physical Intimacy)। কিন্তু এই বিষয়টি কখনও সচারাচার সামনে আসে না। এর এক মাত্র কারন হল আমাদের সামাজিক অবস্থান। 

অনেকক্ষেত্রে দেখা যায় দম্পতি বা যারা লিভ-ইন করছেন বা সংসার করছেন তারা জানতে চান যে মিলন (Physical Intimacy) ঠিক কেমন হওয়া জরুরি। সোজা কথায় অর্থাৎ খোলাখুলি ভাবে বলতে গেলে তাঁরা জানতে চান, সুস্থ শারীরিক সম্পর্ক উদযাপন করার ক্ষেত্রে ঠিক কীভাবে বা সপ্তাহে কতবার সঙ্গম করা উচিৎ।

 বর্তমানে সুস্থ শারীরিক সম্পর্ক নিয়ে নানা ভাবে চর্চা করার ট্রেন্ড শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে, প্রতি সপ্তাহে একবার মিলন ঠিকঠাক বলে মনে করা হয়। তাদের মতে এতে পার্টনার মধ্যকার সম্পর্ক আরও গভীর হয় (Physical Intimacy)। একে অপরের প্রতি বেশিবেশি টান অনুভব করে। ফলে সম্পর্ক হয় আরও মধুর।

 একটি সমীক্ষা থেকে জানা যায় প্রাপ্তবয়স্ক যারা তাঁদের টোয়েন্টিজে রয়েছেন তাঁদের ক্ষেত্রে মিলন বছরে ৮০ থেকে ১০০ বার, যারা কুড়ি-উত্তর অর্থাৎ যাদের বয়স ২৫ থেকে ৪৫ তাদের ক্ষেত্রে বছরে ৫৪ বার (সপ্তাহে ১ বার), এবং যারা ৫০-উত্তীর্ণ তাদের ক্ষেত্রে এটা বছরে ২০ বার। এটা মেনে চললে আপনাদের যৌ’নজীবন (Physical Intimacy) হয়ে উঠবে সুখকর।

 তবে হ্যাঁ, ব্যক্তি বিশেষে বা ইচ্ছা বা চাহিদা বিশেষে এটা বদলাতেই পারে। কারন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয়না, তেমনি সবার ইচ্ছে এক হয়না। বিশেষজ্ঞরা বলেন, যৌনসম্পর্কের আর্জি অর্থাৎ টান স্বভাবতই বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়।

তবে মনে রাখবেন ফুল সেটিস্ফেক্সন বা সম্পুরন চাহিদা পুরন একটি ভালো সম্পরকের সৃষ্টি করতে পারে। আবার অপুরন চাহিদা ও ধীরে ধীরে খারাপ পরিনতি ডেকে আনতে পারে। তাই কনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আশাকরি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালোলেগে থাকবে। আপনাদের এই বিসয়ে কোনও প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ।

আরও পড়ুন, গল্প নয় সত্যি, মাত্র 45 টাকাতে ঘুরে আসুন দীঘা। কিভাবে যাবেন?